বিধাননগর, 2 জানুয়ারি: বিভিন্ন দাবিতে নতুন বছরের শুরুতেই রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ৷ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে এই ধর্মঘট । কেষ্টপুর অঞ্চলে পোস্টার-ব্যানার হাতে নিয়ে পথে নেমেছেন রেশন ডিলাররা । তাঁদের সঙ্গে পথে নামেন এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুও। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ এর জেরে দেশের পাঁচ লক্ষের উপরে রেশন দোকান বন্ধ থাকার আশঙ্কা ।
তবে ধর্মঘটের ফলে কোনওভাবে রেশন থেকে বঞ্চিত হবেন না উপভোক্তারা ৷ এমনটাই দাবি করেছেন বিশ্বম্ভর বসু ৷ তিনি বলেন, "এই ধর্মঘটের ফলে দেশের 80 কোটি 35 লক্ষ মানুষ এবং রাজ্যের 8 কোটি 80 লক্ষ মানুষ যাঁরা খাদ্য সাথী প্রকল্পের আওতায় আছেন, তাঁদের রেশন বন্ধ হবে না ৷ আন্দোলন প্রত্যাহার হওয়ার পর প্রাপ্ত রেশনের জিনিসপত্র তাঁদের হাতে আমরা তুলে দেব ৷ এর পাশাপাশি জানুয়ারি মাসের 16 তারিখে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফ থেকে দিল্লির রামলীলা ময়দানে জমায়েত হবে ৷ সেখান থেকে দেশের প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হবে ৷ সংসদ অভিযান করা হবে ৷ 17 জানুয়ারি আমাদের সমীক্ষা বৈঠক আছে ৷ এরপর আন্দোলন নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷"
সংগঠনের সাধারণ সম্পাদকের কথায়, "সৎভাবে এবং মাথা উঁচু করে মানুষকে তাদের প্রতিমাসের রেশন সময় মতো তুলে দিতে চান তাঁরা ৷ আর সেই জন্য রেশন ডিলারদের পারিশ্রমিক দরকার ৷ সেই পারিশ্রমিক কেন্দ্র বা রাজ্য সরকার দিচ্ছে না ৷ ন্যূনতম মাসিক আয় 50 হাজার টাকার দাবি রয়েছে ৷ সঙ্গে রেশন ব্যবস্থায় বরাদ্দ বাড়ানোর দাবিও জানাচ্ছি ৷"
এই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের খাদ্য দফতর পিডিএস কন্ট্রোলারের নামে আদেশনামা জারি করেছে ৷ সেই আদেশনামা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের বনধ আজ থেকে শুরু হয়েছে বলে তিনি জানান ৷ ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন ৷ তার কপি পাঠানো হয়েছে ৷ তবে খাদ্য দফতরের সঙ্গে আলোচনার জন্য কোনও সময় পাওয়া যায়নি ৷
জানা গিয়েছে, গত শুক্রবার রেশন ডিলার ধরনা দিচ্ছিলেন, সেই সময় রাজ্য খাদ্য দফতরের তরফে তাঁজের থেকে ডেকে পাঠানো হয়েছিল ৷ খাদ্য দফতরের জয়েন্ট সেকেট্রি ডাইরেক্টর রেশন এবং ডেপুটি ডাইরেক্টরদের সঙ্গে আলোচনা হয় ৷ কিন্তু মূল সমস্যাগুলির সমাধান সূত্র বেরোয়নি ৷ তাই জন্য এই ধর্মঘট ৷
আরও পড়ুন: