ETV Bharat / state

সন্দেশখালিতে ধানক্ষেত থেকে উদ্ধার বিরল প্রজাতির শকুন - সুন্দরবনে বিরল প্রজাতির শকুন উদ্ধার

জখম অবস্থায় বিরল প্রজাতির শকুন উদ্ধার হল সন্দেশখালিতে । প্রাথমিক চিকিৎসার পর তাকে জঙ্গলে ছেড়ে দেবেন বনকর্মীরা ।

সন্দেশখালিতে জখম বিরল প্রজাতির শকুন, উদ্ধার ধানক্ষেতে
সন্দেশখালিতে জখম বিরল প্রজাতির শকুন, উদ্ধার ধানক্ষেতে
author img

By

Published : Dec 27, 2020, 10:16 AM IST

সন্দেশখালি, 27 ডিসেম্বর : বিরল প্রজাতির শকুন উদ্ধার সুন্দরবনে । শনিবার সন্দেশখালি থানার মণিপুর গ্রামে ধানক্ষেতে গ্রামবাসীরা আহত অবস্থায় একটি শকুনকে উদ্ধার করে । খবর দেওয়া হয় বনবিভাগে ।

বনবিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শকুনটি প্রাপ্ত বয়স্ক । চওড়ায় 2 ফুট, লম্বায় 2 ফুট । উচ্চতা প্রায় 4 ফুট । স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময়ে শকুনটিকে ছটফট করতে দেখে । মুখে, ঠোঁটে, ডানায় ক্ষতচিহ্ন রয়েছে ।

আরও পড়ুন : শূকরের দেহাংশ খেয়ে মৃত বিরল প্রজাতির 13 শকুন, চিন্তিত বনবিভাগ

স্থানীয়রা ঝিঙেখালি ফরেস্টের আধিকারিকদের খবর দেয় । বনবিভাগের আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক ভাবে স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ করে তোলা হবে । তারপর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে শকুনটিকে ।

বনবিভাগের আধিকারিকদের মতে, শকুনটি খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে দলছুট হয়ে পড়েছিল । পথ ভুলে আর ফিরতে পারেনি, তাই এখানে চলে এসেছে । সম্ভবত কুকুর বা অন্য কোনও প্রাণী আঘাত করায় শকুনটি জখম হয় ।

সন্দেশখালি, 27 ডিসেম্বর : বিরল প্রজাতির শকুন উদ্ধার সুন্দরবনে । শনিবার সন্দেশখালি থানার মণিপুর গ্রামে ধানক্ষেতে গ্রামবাসীরা আহত অবস্থায় একটি শকুনকে উদ্ধার করে । খবর দেওয়া হয় বনবিভাগে ।

বনবিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শকুনটি প্রাপ্ত বয়স্ক । চওড়ায় 2 ফুট, লম্বায় 2 ফুট । উচ্চতা প্রায় 4 ফুট । স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময়ে শকুনটিকে ছটফট করতে দেখে । মুখে, ঠোঁটে, ডানায় ক্ষতচিহ্ন রয়েছে ।

আরও পড়ুন : শূকরের দেহাংশ খেয়ে মৃত বিরল প্রজাতির 13 শকুন, চিন্তিত বনবিভাগ

স্থানীয়রা ঝিঙেখালি ফরেস্টের আধিকারিকদের খবর দেয় । বনবিভাগের আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক ভাবে স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ করে তোলা হবে । তারপর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে শকুনটিকে ।

বনবিভাগের আধিকারিকদের মতে, শকুনটি খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে দলছুট হয়ে পড়েছিল । পথ ভুলে আর ফিরতে পারেনি, তাই এখানে চলে এসেছে । সম্ভবত কুকুর বা অন্য কোনও প্রাণী আঘাত করায় শকুনটি জখম হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.