বসিরহাট , 26 জুলাই : দলের জেলা সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ । তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হলেন BJP রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় । উত্তর 24 পরগনার বসিরহাটের ঘটনা ।
শনিবার , গভীর রাতে গোপালনগর থানার পুলিশ ন'হাটা এলাকা থেকে গ্রেপ্তার করে বসিরহাট BJP সাংগঠনিক জেলার সম্পাদক রাজেন্দ্র সাহা ওরফে সমুকে । পুলিশের দাবি , রাজেন্দ্র বাংলাদেশে মানুষ পাচার চক্রের সঙ্গে জড়িত । সম্প্রতি বাংলাদেশের কয়েকটি ফোন নাম্বারে ফোন করে সে বাংলাদেশে মানুষ পাচারচক্রী দুষ্কৃতীদের সঙ্গে কথাবার্তা বলত । এমনকী , কয়েকদিন আগে বাংলাদেশে পাচারচক্রে জড়িত এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পর জেরায় সে রাজেন্দ্রর নাম বলে । তারপরই তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
শনিবার রাতে ওই BJP নেতাকে গ্রেপ্তারের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন BJP-র বসিরহাট সাংগঠনিক জেলার কর্মী-সমর্থকরা । রাজেন্দ্রকে নিঃশর্ত মুক্তি দিতে হবে দাবি তুলে রবিবার বসিরহাটের পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান-বিক্ষোভে বসেন বসিরহাট BJP সাংগঠনিক জেলার কর্মীরা । সেই অবস্থান-বিক্ষোভে যোগ দেন BJP রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন , "পুলিশ মিথ্যা মামলা দিয়ে BJP কর্মীদের গ্রেপ্তার করছে । পুলিশ তৃণমূলের দলদাস হয়ে BJP নেতাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে । রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আর মহিলাদের উপর কোনও দরদ নেই । যে মহিলা অত্যাচারিত হল , সেই মহিলা যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে , তারা আজ ঘুরে বেড়াচ্ছে । তাদের গ্রেপ্তার না করে BJP কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে । আর কয়েক মাস পর আমরা রাজ্যে ক্ষমতায় আসব । আর রাজ্যে ক্ষমতায় আসার পর আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আনা হয়েছে , তা এক মিনিটে প্রত্যাহার করে নেব ।"
এই অবস্থান-বিক্ষোভ চলাকালীন বসিরহাট থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । এর আগে সামাজিক দূরত্ববিধি লঙ্ঘন করার জন্য রায়গঞ্জে রাজু বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল ।