ETV Bharat / state

বনগাঁ পৌরসভার অনাস্থা মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে আনা অনাস্থা মামলার শুনানি শেষ হলো ৷ রায়দান স্থগিত রেখেছে হাইকোর্ট ৷

হাইকোর্ট
author img

By

Published : Jul 31, 2019, 7:47 PM IST

কলকাতা, 31 জুলাই : বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংক্রান্ত মামলার শুনানি শেষ হল আজ । শুনানির শেষে মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারপতি । এই মামলাকে কেন্দ্র করে বিচারপতি নানা মন্তব্য করেছেন যা সংবাদমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত । সংবাদমাধ্যম বার বার বিচারপতির মন্তব্য প্রকাশ করায় অত্যন্ত ক্ষুব্ধ বিচারপতি । তিনি শুনানি চলাকালীন বলেন, "সংবাদমাধ্যমে তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে ।" তিনি পুলিশকে নির্দেশ দেন, সাংবাদিকরা যেন এজলাসে না ঢোকেন । কিন্ত লিখিত কোনও নির্দেশ না থাকায় আজ সাংবাদিকরা বনগাঁ পৌরসভা সংক্রান্ত মামলা শোনার জন্য আগে থেকেই গেছিলেন । কিন্ত ক্ষুব্ধ বিচারপতি কাউকেই ঢুকতে দেননি । পাশাপাশি বিচারপতি পুলিশকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও সাংবাদিক যেন তাঁর এজলাসে না ঢোকে ।

বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের অনাস্থা সংক্রান্ত মামলার শুনানিতে তৃণমূলের কাউন্সিলরদের তরফে আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত বলেন, "আবেদনকারী কাউন্সিলরদের তরফে বার বার বলা হচ্ছে পুলিশ তাদের আটকেছিল । কিন্ত তাদের এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণপত্র আছে? যদি না দেখাতে পারে তাহলে এই মামলা খারিজ করে দেওয়া উচিত। " তখন বিচারপতি বলেন, "যেহেতু দুটি পক্ষ সেখানে হাজির ছিল তাই ঝামেলা হতেই পারে । পুলিশের উচিত ছিল শান্তিশৃঙ্খলা রক্ষা করার ।" পাশাপাশি ওইদিন চেয়ারম্যান ও তাঁর সমর্থনকারী কাউন্সিলররা আরও কিছুক্ষণ অপেক্ষা না করে কেন তড়িঘড়ি চলে গেলেন সেই প্রশ্নও তোলেন বিচারপতি । প্রত্যেক কাউন্সিলরের কাছ থেকে আলাদা আলাদা হলফনামা নিয়ে তাঁদের বক্তব্য শোনেন ৷

অন্যদিকে BJP কাউন্সিলরদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছিলেন । তিনি বলেন,"অনাস্থা মিটিংপরিচালনা করার কথা চেয়ারম্যানের । কিন্ত এগজ়িকিউটিভ অফিসার কেন মিটিং পরিচালনা করলেন ? পাশাপাশি অনাস্থা প্রস্তাব ডাকা থেকে শুরু করে পুরো প্রক্রিয়া নিয়ে যা হয়েছে তা সবটাই নিশ্চয় বানানো নয় ৷ পুরো ঘটনা থেকেই যেটা বোঝা যাচ্ছে তা হল কোথাও একটা গলদ রয়েছে । আর কোর্টের কাজ হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা । কোর্ট বরং SDO বা SP-র তত্ত্বাবধানে কিছু করার নির্দেশ দিক৷ "

এরপর আজ সকালে রাজ্যের AG কিশোর দত্ত তাঁর বক্তব্য পেশ করেন ৷ তারপর মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি ।

কলকাতা, 31 জুলাই : বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্যর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংক্রান্ত মামলার শুনানি শেষ হল আজ । শুনানির শেষে মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারপতি । এই মামলাকে কেন্দ্র করে বিচারপতি নানা মন্তব্য করেছেন যা সংবাদমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত । সংবাদমাধ্যম বার বার বিচারপতির মন্তব্য প্রকাশ করায় অত্যন্ত ক্ষুব্ধ বিচারপতি । তিনি শুনানি চলাকালীন বলেন, "সংবাদমাধ্যমে তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে ।" তিনি পুলিশকে নির্দেশ দেন, সাংবাদিকরা যেন এজলাসে না ঢোকেন । কিন্ত লিখিত কোনও নির্দেশ না থাকায় আজ সাংবাদিকরা বনগাঁ পৌরসভা সংক্রান্ত মামলা শোনার জন্য আগে থেকেই গেছিলেন । কিন্ত ক্ষুব্ধ বিচারপতি কাউকেই ঢুকতে দেননি । পাশাপাশি বিচারপতি পুলিশকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও সাংবাদিক যেন তাঁর এজলাসে না ঢোকে ।

বনগাঁ পৌরসভার চেয়ারম্যানের অনাস্থা সংক্রান্ত মামলার শুনানিতে তৃণমূলের কাউন্সিলরদের তরফে আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত বলেন, "আবেদনকারী কাউন্সিলরদের তরফে বার বার বলা হচ্ছে পুলিশ তাদের আটকেছিল । কিন্ত তাদের এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণপত্র আছে? যদি না দেখাতে পারে তাহলে এই মামলা খারিজ করে দেওয়া উচিত। " তখন বিচারপতি বলেন, "যেহেতু দুটি পক্ষ সেখানে হাজির ছিল তাই ঝামেলা হতেই পারে । পুলিশের উচিত ছিল শান্তিশৃঙ্খলা রক্ষা করার ।" পাশাপাশি ওইদিন চেয়ারম্যান ও তাঁর সমর্থনকারী কাউন্সিলররা আরও কিছুক্ষণ অপেক্ষা না করে কেন তড়িঘড়ি চলে গেলেন সেই প্রশ্নও তোলেন বিচারপতি । প্রত্যেক কাউন্সিলরের কাছ থেকে আলাদা আলাদা হলফনামা নিয়ে তাঁদের বক্তব্য শোনেন ৷

অন্যদিকে BJP কাউন্সিলরদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছিলেন । তিনি বলেন,"অনাস্থা মিটিংপরিচালনা করার কথা চেয়ারম্যানের । কিন্ত এগজ়িকিউটিভ অফিসার কেন মিটিং পরিচালনা করলেন ? পাশাপাশি অনাস্থা প্রস্তাব ডাকা থেকে শুরু করে পুরো প্রক্রিয়া নিয়ে যা হয়েছে তা সবটাই নিশ্চয় বানানো নয় ৷ পুরো ঘটনা থেকেই যেটা বোঝা যাচ্ছে তা হল কোথাও একটা গলদ রয়েছে । আর কোর্টের কাজ হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা । কোর্ট বরং SDO বা SP-র তত্ত্বাবধানে কিছু করার নির্দেশ দিক৷ "

এরপর আজ সকালে রাজ্যের AG কিশোর দত্ত তাঁর বক্তব্য পেশ করেন ৷ তারপর মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি ।

Intro:বনগা পুরসভার শুনানি শেষ হলো Body:মানস নস্কর---


বনগা পুরসভাঃ
শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন বিচারপতি, বিচারপতি সাংবাদিকদের দিনভর ঢুকতেই দিলেন না এজলাসে

কলকাতা ৩১জুলাইঃ
বনগা পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্যের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সংক্রান্ত মামলার শুনানি শেষ হলো আজ। শুনানির শেষে মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারপতি।
এই মামলাকে কেন্দ্রকরে বিচারপতি নানা মন্তব্য করেছেন যা সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত। সংবাদ মাধ্যম বার বার বিচারপতির মন্তব্য সংবাদে প্রকাশ করায় অত্যন্ত ক্ষুব্ধ বিচারপতি।তার বক্তব্য, সংবাদ মাধ্যমে তার মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে।সেই গতকাল পুলিশ মারফত সাংবাদিকদের জানান তার ঘরে না ঢুকতে। কিন্ত লিখিত কোনো নির্দেশ না থাকায় আজ সাংবাদিকরা বনগা পুরসভা সংক্রান্ত একটি মামলা শোনার জন্য যায়। কিন্ত বিচারপতি কাউকেই ঢুকতেই দেননি। পাশাপাশি তিনি পুলিশকে জানিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো সাংবাদিক যেনো তার ঘরে না ঢোকে।


বনগা পুরসভার চেয়ারম্যানের অনাস্থা সংক্রান্ত মামলার শুনানিতে গত পরশুদিন তৃণমূল সমর্থিত কাউন্সিলরদের তরফে আইনজীবী পার্থসারথি সেনগুপ্ত বলেন, "আবেদনকারী কাউন্সিলরদের তরফে বার বার বলা হচ্ছে পুলিশ তাদের আটকেছিল।কিন্ত তাদের এই অভিযোগে সপক্ষে কোনো প্রমানপত্র আছে?যদি না দেখাতে পারে তাহলে এই মামলা খারিজ করে দেওয়া উচিত। " তখন বিচারপতি বলেন, "যেহেতু দুটি পক্ষ সেখানে হাজির ছিল তাই ঝামেলা হতেই পারে। পুলিশের উচিত ছিল শান্তিশৃঙ্খলা রক্ষা করার।" পাশাপাশি ঐ দিন চেয়ারম্যান ও তার সমর্থনকারী কাউন্সিলররা আরো সময় অপেক্ষা না করে কেন তড়িঘড়ি চলে গেলো সেই প্রশ্নও তোলেন তিনি।এবং প্রত্যেক কাউন্সিলরের কাছ থেকে আলাদা আলাদা হলফনামা নিয়ে তাদের বক্তব্য তিনি শুনবেন বলে জানান।

অন্যদিকে বিজেপি কাউন্সিলরদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেছিলেন ।তিনি জানান,"অনাস্থা মিটিং পরিচালনা করার কথা চেয়ারম্যানের। কিন্ত এক্সিকিউটিভ অফিসার কেন মিটিং পরিচালনা করলেন সেই প্রশ্ন তোলেন। পাশাপাশি অনাস্থা প্রস্তাব ডাকা থেকে শুরু করে পুরো প্রক্রিয়া নিয়ে যা হয়েছে তা সবটাই নিশ্চয় বানানো নয়!পুরো ঘটনা থেকেই যেটা বোঝা যাচ্ছে তা হলো গলদ রয়েছে। আর কোর্টের কাজ হচ্ছে সত্যকে প্রতিষ্ঠা করা। কোর্ট বরং SDO বা SPর তত্যাবধানে কিছু করুক বলে আর্জি জানান। "
এরপর আজ সকালে রাজ্যের এজি কিশোর দত্ত তার বক্তব্য জানান।তারপর মামলার রায়দান স্থগিত রাখেন বিচারপতি। Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.