ETV Bharat / state

ডেঙ্গি ইশুতে BJP-র মশারি মিছিল - protest rally of bjp in garulia

BJP-র অভিযোগ, রাজ্যে ডেঙ্গিতে সাম্প্রতিক কালে একাধিক মৃত্যুর পরও রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন ৷ মুখ্যমন্ত্রীর কোনও হেলদোল নেই ৷ সরকারের উদাসীনতার প্রতিবাদে রবিবার মশারি নিয়ে নোয়াপাড়ায় মিছিল করে BJP ৷

মশারি মিছিল BJP-র
author img

By

Published : Nov 24, 2019, 9:34 PM IST

Updated : Nov 24, 2019, 11:12 PM IST

নোয়াপাড়া, 24 নভেম্বর : শীত চলে এলেও রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গির প্রকোপ কমার কোনও লক্ষণ নেই । BJP-র অভিযোগ, রাজ্যে ডেঙ্গিতে সাম্প্রতিক কালে একাধিক মৃত্যুর পরও রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন ৷ মুখ্যমন্ত্রীর কোনও হেলদোল নেই ৷ সরকারের উদাসীনতার প্রতিবাদে রবিবার মশারি নিয়ে নোয়াপাড়ায় মিছিল করে BJP ৷

মিছিলের নেতৃত্বে ছিলেন নোয়াপাড়ার BJP বিধায়ক সুনীল সিং ও ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ৷ সুনীল সিং বলেন, "দিদিমণি ডেঙ্গি নিয়ে চিন্তা না করে কীভাবে BJP-কে মারতে হবে, কীভাবে BJP-কে ঠেকাতে হবে, তা নিয়েই ব্যস্ত ৷ কিন্তু, BJP সাধারণ মানুষের পাশে আছে আর থাকবেও ৷"

দেখুন ভিডিয়ো

BJP-র দাবি, সাধারণ মানুষের স্বার্থে ও রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার প্রতিবাদে এই মিছিল করে তারা ৷ গারুলিয়া পৌরসভার ভবনের সামনে থেকে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ফের পৌরসভার সামনেই শেষ হয় ৷

নোয়াপাড়া, 24 নভেম্বর : শীত চলে এলেও রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গির প্রকোপ কমার কোনও লক্ষণ নেই । BJP-র অভিযোগ, রাজ্যে ডেঙ্গিতে সাম্প্রতিক কালে একাধিক মৃত্যুর পরও রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন ৷ মুখ্যমন্ত্রীর কোনও হেলদোল নেই ৷ সরকারের উদাসীনতার প্রতিবাদে রবিবার মশারি নিয়ে নোয়াপাড়ায় মিছিল করে BJP ৷

মিছিলের নেতৃত্বে ছিলেন নোয়াপাড়ার BJP বিধায়ক সুনীল সিং ও ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ৷ সুনীল সিং বলেন, "দিদিমণি ডেঙ্গি নিয়ে চিন্তা না করে কীভাবে BJP-কে মারতে হবে, কীভাবে BJP-কে ঠেকাতে হবে, তা নিয়েই ব্যস্ত ৷ কিন্তু, BJP সাধারণ মানুষের পাশে আছে আর থাকবেও ৷"

দেখুন ভিডিয়ো

BJP-র দাবি, সাধারণ মানুষের স্বার্থে ও রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার প্রতিবাদে এই মিছিল করে তারা ৷ গারুলিয়া পৌরসভার ভবনের সামনে থেকে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ফের পৌরসভার সামনেই শেষ হয় ৷

Intro:রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপ ও ডেঙ্গু নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার প্রতিবাদে গারুলিয়ায় মশারি নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল বিজেপির..
Body:রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রকোপ ও ডেঙ্গু নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার প্রতিবাদে গারুলিয়ায় মশারি নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল বিজেপির..

রাজ্যজুড়ে যেভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং এই ডেঙ্গু নিয়ে রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন। ফলে রাজ্যে ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে বহু মানুষের। কিন্তু মুখ্যমন্ত্রীর তাতে কোনো হেলদোল নেই। কিভাবে বিজেপিকে মারতে হবে, কিভাবে বিজেপিকে ঠেকাতে হবে এই নিয়েই ব্যস্ত তারা। কিন্তু বিজেপি সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। তাই সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এবং রাজ্য সরকারের উদাসীনতার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল সংঘটিত হয় গারুলিয়ায়।অভিনব এই প্রতিবাদ আন্দোলনে মশারি নিয়ে মিছিল সংঘটিত হয়।এই মিছিলে পা মেলান অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থক রা। এই মিছিলের নেতৃত্বে ছিলেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক সুনীল সিং এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ।গারুলিয়া পৌরসভার সামনে থেকে শুরু করে এই মিছিল গারুলিয়া পৌর অঞ্চলে ঘুরে ফের গারুলিয়া পৌরসভা সামনে শেষ হয়।Conclusion:
Last Updated : Nov 24, 2019, 11:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.