নোয়াপাড়া, 24 নভেম্বর : শীত চলে এলেও রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গির প্রকোপ কমার কোনও লক্ষণ নেই । BJP-র অভিযোগ, রাজ্যে ডেঙ্গিতে সাম্প্রতিক কালে একাধিক মৃত্যুর পরও রাজ্য সরকার সম্পূর্ণ উদাসীন ৷ মুখ্যমন্ত্রীর কোনও হেলদোল নেই ৷ সরকারের উদাসীনতার প্রতিবাদে রবিবার মশারি নিয়ে নোয়াপাড়ায় মিছিল করে BJP ৷
মিছিলের নেতৃত্বে ছিলেন নোয়াপাড়ার BJP বিধায়ক সুনীল সিং ও ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ৷ সুনীল সিং বলেন, "দিদিমণি ডেঙ্গি নিয়ে চিন্তা না করে কীভাবে BJP-কে মারতে হবে, কীভাবে BJP-কে ঠেকাতে হবে, তা নিয়েই ব্যস্ত ৷ কিন্তু, BJP সাধারণ মানুষের পাশে আছে আর থাকবেও ৷"
BJP-র দাবি, সাধারণ মানুষের স্বার্থে ও রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার প্রতিবাদে এই মিছিল করে তারা ৷ গারুলিয়া পৌরসভার ভবনের সামনে থেকে শুরু করে মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে ফের পৌরসভার সামনেই শেষ হয় ৷