বনগাঁ, 3 ডিসেম্বর : 21 বছর আগে বনগাঁর যুব তৃণমূল নেতা সূর্যশংকর রায়চৌধুরি খুন হয়েছিলেন । ওই ঘটনায় অভিযুক্তদের তালিকা নাম রয়েছে দেবদাস মণ্ডলের । তখনকার এলাকার দাপুটে বাম নেতা বর্তমানে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি । কিন্তু 21 বছরেও মামলার নিষ্পত্তি হয়নি । ঝুলে রয়েছে খুনিদের সাজাও ।
বুধবার বনগাঁ শহর 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সূর্যশংকরের খুনিদের শাস্তির দাবি তুলে মিছিল করা হয় ৷ ওই মিছিল থেকে দেবদাসকে গ্রেপ্তারের দাবি তোলা হয় । ব্যানার পোস্টার নিয়ে মতিগঞ্জ থেকে আন্দোলনকারীরা মিছিল শুরু করেন । বনগাঁ মহকুমা আদালতে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখান । তাঁদের হাতে ছিল পোস্টার ৷ সেখানে লেখা ছিল, ‘‘বাম থেকে রামে গিয়েও খুনিদের নিস্তার নেই ।’’
1999 সালের 4 নভেম্বর গুলি করে খুন করা হয়েছিল সূর্যশংকরকে । বাড়ির কাছের একটি জলাশয় থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছিল । নিহতের ভাই সৌমেন্দ্র রায়চৌধুরি থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছিল । তৃণমূলের অভিযোগ, সেই খুনের মূল পাণ্ডা ছিলেন দেবদাস। তিনি তখন সিপিএম কর্মী ছিলেন । দল বদল করে এখন তিনি বিজেপির নেতা ।
নিহতের ভাই সৌমেন্দ্র বলেন, ‘‘21 বছর পার হয়ে গেল আমার দাদার খুনিদের এখনও সাজা হল না । আমরা খুনিদের শাস্তির দাবিতে আজ মিছিল করেছি ।’’
বনগাঁ মহকুমা আদালতের মুখ্য সরকারি আইনজীবী সমীর দাস বলেন, ‘‘আদালত থেকে সূর্যশংকরের খুনের মামলার নথিপত্র হারিয়ে গিয়েছিল । সে কারণে দীর্ঘদিন বিচারপর্ব বন্ধ ছিল । নথিপত্র খুঁজে পাওয়া গিয়েছে । বুধবার থেকে আবার মামলা শুরু হয়েছে ।’’
মূল অভিযুক্ত দেবদাস বলেন, ‘‘ এটি আদালতের বিচারাধীন বিষয় । তাই কোনও মন্তব্য করব না । তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে । 2021 সালের বিধানসভা ভোটে তাদের ভরাডুবি অনিবার্য । সে কারণে বিজেপি নেতা কর্মীদের তৃণমূল মিথ্যে মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেছে ।’’