ETV Bharat / state

TMC Bijoya Sommiloni in N24 : 'তৃণমূলে দুর্নীতিগ্রস্থ লোকেদের চিহ্নিতকরণ শুরু হয়ে গিয়েছে' দাবি জেলা সভাপতির

author img

By

Published : Oct 22, 2022, 11:30 AM IST

Updated : Oct 22, 2022, 2:18 PM IST

"পঞ্চায়েত ভোটের আগে দুর্নীতিগ্রস্থদের চিহ্নিতকরণের কাজ শেষ হবে (TMC Leader Claims of Identification of Corrupted Leader) ৷" বনগাঁর একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এমনটাই জানালেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ৷ গতকালের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তীও (Barrackpore MLA Raj Chakrabarty) ৷

TMC Leader
'তৃণমূলে দুর্নীতিগ্রস্থ লোকেদের চিহ্নিতকরণ শুরু হয়ে গিয়েছে' বললেন দলেরই এক নেতা

বনগাঁ, 22 অক্টোবর: অর্জুন সিং (Arjun Singh) , সৌগত রায় (Saugata Roy)-দের সুরে সুর মিলিয়ে সভায় মাথা নত করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। একই সঙ্গে দলে যে দুর্নীতিগ্রস্থ লোকের জায়গা নেই তা আরও একবার স্পষ্ট করলেন তিনি। দল সেই দুর্নীতিগ্রস্থ লোকেদের চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে। এবং তা পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ হবে জানালেন বিশ্বজিৎ। এ নিয়ে তৃণমূলকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

সদ্য সমাপ্ত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব (Durga Puja)। দলীয় নির্দেশে কর্মীদের নিয়ে জেলায় জেলায় বিজয়া সম্মিলনী করছে তৃণমূল কংগ্রেস। বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে কার্যত পঞ্চায়ের নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে ঘাসফুল শিবির (TMC) । শুক্রবার বিকেলে উত্তর 24 পরগনার বনগাঁ খেলাঘর ময়দানে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস ও বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল।

সেইমঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী-সহ তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "অনেক জায়গায় হয়তো কিছু কিছু জনপ্রতিনিধিদের উপরে আপনাদের কোনও অভিমান থাকতে পারে । আমি আজ এই মঞ্চ থেকে করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্বচ্ছ ভাবমূর্তি নেই এমন কাউকে পঞ্চায়েত নির্বাচনে দল প্রার্থী করবে না ।"

দুর্নীতির বিরুদ্ধে কোমর বাঁধছে তৃণমূল, বললেন জেলা সভাপতি

আরও পড়ুন: করুণাময়ী থেকে ধর্মতলা, 'অধিকার'-এর লড়াইকে সামনে রেখে 'জমি' তৈরিতে মরিয়া বিরোধীরা

এরপরই দলীয় নেতা-কর্মীদের তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, কোনও দুর্নীতিগ্রস্ত মানুষকে তৃণমূলে একটুও জায়গা দেওয়া হবে না।" পরবর্তীতে ফের একবার বিশ্বজিতকে বলতে শোনা যায়, "আমার সহকর্মীরা যদি কোনও ভুল করে থাকেন সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আমরা এই মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত লোকদের চিহ্নিতকরণের কাজ অনেকটাই সফল হয়েছে, সামান্য কিছু বাকি রয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনের আগে চিহ্নিতকরণের কজ সম্পূর্ণ হবে বলে আশা করছি।"

যদিও এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির (BJP)। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "দুর্নীতিতে পুরো দলটাই ডুবে রয়েছে, কম্বল থেকে যদি পশম বাছা যায় তাহলে কম্বলটাই থাকবে না। সকলেই জানে তৃণমূল দল বলে কিছু নেই। এটা ব্যক্তিকেন্দ্রিক দল, মালিক পরিচালিত দল। তার সব কর্মচারীরাই চোর।" পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ প্রার্থী দেওয়া প্রঙ্গে তিনি বলেন, "মঙ্গল গ্রহ থেকে প্রার্থী আনতে হবে। তৃণমূলে স্বচ্ছ কেউ আছে বলে আমার কেউ জানা নেই।"

আরও পড়ুন: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মমতাকে তোপ স্মৃতি ইরানির

বনগাঁ, 22 অক্টোবর: অর্জুন সিং (Arjun Singh) , সৌগত রায় (Saugata Roy)-দের সুরে সুর মিলিয়ে সভায় মাথা নত করে কর্মীদের কাছে ক্ষমা চাইলেন তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। একই সঙ্গে দলে যে দুর্নীতিগ্রস্থ লোকের জায়গা নেই তা আরও একবার স্পষ্ট করলেন তিনি। দল সেই দুর্নীতিগ্রস্থ লোকেদের চিহ্নিতকরণের কাজ শুরু করে দিয়েছে। এবং তা পঞ্চায়েত নির্বাচনের আগে শেষ হবে জানালেন বিশ্বজিৎ। এ নিয়ে তৃণমূলকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

সদ্য সমাপ্ত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব (Durga Puja)। দলীয় নির্দেশে কর্মীদের নিয়ে জেলায় জেলায় বিজয়া সম্মিলনী করছে তৃণমূল কংগ্রেস। বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে কার্যত পঞ্চায়ের নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে ঘাসফুল শিবির (TMC) । শুক্রবার বিকেলে উত্তর 24 পরগনার বনগাঁ খেলাঘর ময়দানে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেস ও বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল।

সেইমঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী-সহ তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "অনেক জায়গায় হয়তো কিছু কিছু জনপ্রতিনিধিদের উপরে আপনাদের কোনও অভিমান থাকতে পারে । আমি আজ এই মঞ্চ থেকে করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। স্বচ্ছ ভাবমূর্তি নেই এমন কাউকে পঞ্চায়েত নির্বাচনে দল প্রার্থী করবে না ।"

দুর্নীতির বিরুদ্ধে কোমর বাঁধছে তৃণমূল, বললেন জেলা সভাপতি

আরও পড়ুন: করুণাময়ী থেকে ধর্মতলা, 'অধিকার'-এর লড়াইকে সামনে রেখে 'জমি' তৈরিতে মরিয়া বিরোধীরা

এরপরই দলীয় নেতা-কর্মীদের তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, কোনও দুর্নীতিগ্রস্ত মানুষকে তৃণমূলে একটুও জায়গা দেওয়া হবে না।" পরবর্তীতে ফের একবার বিশ্বজিতকে বলতে শোনা যায়, "আমার সহকর্মীরা যদি কোনও ভুল করে থাকেন সেই ভুল থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আমরা এই মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্নীতিগ্রস্ত লোকদের চিহ্নিতকরণের কাজ অনেকটাই সফল হয়েছে, সামান্য কিছু বাকি রয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনের আগে চিহ্নিতকরণের কজ সম্পূর্ণ হবে বলে আশা করছি।"

যদিও এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির (BJP)। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "দুর্নীতিতে পুরো দলটাই ডুবে রয়েছে, কম্বল থেকে যদি পশম বাছা যায় তাহলে কম্বলটাই থাকবে না। সকলেই জানে তৃণমূল দল বলে কিছু নেই। এটা ব্যক্তিকেন্দ্রিক দল, মালিক পরিচালিত দল। তার সব কর্মচারীরাই চোর।" পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ প্রার্থী দেওয়া প্রঙ্গে তিনি বলেন, "মঙ্গল গ্রহ থেকে প্রার্থী আনতে হবে। তৃণমূলে স্বচ্ছ কেউ আছে বলে আমার কেউ জানা নেই।"

আরও পড়ুন: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মমতাকে তোপ স্মৃতি ইরানির

Last Updated : Oct 22, 2022, 2:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.