ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় অর্থ সাহায্য করতে চায় দমদম জেলের বন্দীরা

কোরোনা মোকাবিলায় সাহায্য করার ইচ্ছে প্রকাশ করল দমদম জেলের বন্দীরা ৷ সেই মতো জেল কর্তৃপক্ষের কাছে আবেদনও জানিয়েছে তারা ৷

দমদম সংশোধনাগার
দমদম সংশোধনাগার
author img

By

Published : Apr 2, 2020, 5:02 PM IST

দমদম, 2 এপ্রিল : বদলে গেছে দমদম জেলের ছবিটা ৷ ক'দিন আগেই যেখানে পুলিশের সঙ্গে বন্দীদের খণ্ডযুদ্ধ হয়েছিল আজ সেখানেই সামনে এল এক অন্য ছবি ৷ কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের ইচ্ছে প্রকাশ করল বন্দীরা ৷ আর তাই চলছে অর্থ সংগ্রহের কাজ ৷ দু-একদিনের মধ্যেই তা তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলে ৷

কয়েকদিন আগে খণ্ডযুদ্ধ শুরু হয় দমদম সংশোধনাগারে ৷ বন্দীদের কোরোনা সংক্রমণ থেকে বাঁচাতে বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করা বন্ধ করে দেয় জেল কর্তৃপক্ষ ৷ তার জেরেই শুরু হয় ঝামেলা ৷ বিচারাধীন, সাজাপ্রাপ্ত বন্দীরা মিলে ভাঙচুর করে ৷ পুলিশ ও কারা কর্মীদের লক্ষ্য করে ছোড়া হয় ইটও ৷ ঘটনায় চারজনের মৃত্যু হয় ৷

মাত্র তিন সপ্তাহের মধ্যেই পালটে গেল সব কিছু ৷ জেল সূত্রে খবর, বন্দীরা একসঙ্গে হয়ে এই খারাপ সময়ে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এই বিষয়ে ADG (কারা) পীযূষ পান্ডে বলেন, "মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে দমদম সংশোধনাগারের বন্দীরা ৷ সেই বিষয়ে জেল কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট আবেদনও জানিয়েছে ৷ তবে কত টাকা তারা দেবে তা এখনও চূড়ান্ত হয়নি ৷ দু-একদিনের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে ৷"

শুধু দমদম নয়, একই পথে হাঁটছে মেদিনীপুর জেলের বন্দীরাও ৷ ওই জেলের 12জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী 60 হাজার টাকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠিয়ে দিয়েছে ৷ জেলের বন্দীদের এই উদ্যোগের কথা শুনেছেন মুখ্যমন্ত্রী নিজেও ৷ তিনি ওই বন্দীদের বিশেষ সম্মান জানানোর নির্দেশ দিয়েছেন জেল কর্তৃপক্ষকে ৷

আরও বেশ কয়েকটি জেলের বন্দীরাও একই সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানিয়েছেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । তিনি বলেন, "কয়েকটি জেলের বন্দীরা তাঁদের নিজস্ব রোজগারের টাকা থেকে ওই অর্থ সাহায্য করছেন । এই বিষয়ে তাঁরা আবেদন জানিয়েছে জেল কর্তৃপক্ষের কাছে । সেগুলি সবই বিবেচনার মধ্যে রয়েছে । কিন্তু যেভাবে বন্দীরা কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসছে তাতে মনে হচ্ছে, রাজ্যের বন্দীদের সংশোধনের যে প্রক্রিয়া তা কিছুটা হলেও সার্থক ।"

দমদম, 2 এপ্রিল : বদলে গেছে দমদম জেলের ছবিটা ৷ ক'দিন আগেই যেখানে পুলিশের সঙ্গে বন্দীদের খণ্ডযুদ্ধ হয়েছিল আজ সেখানেই সামনে এল এক অন্য ছবি ৷ কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের ইচ্ছে প্রকাশ করল বন্দীরা ৷ আর তাই চলছে অর্থ সংগ্রহের কাজ ৷ দু-একদিনের মধ্যেই তা তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিলে ৷

কয়েকদিন আগে খণ্ডযুদ্ধ শুরু হয় দমদম সংশোধনাগারে ৷ বন্দীদের কোরোনা সংক্রমণ থেকে বাঁচাতে বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করা বন্ধ করে দেয় জেল কর্তৃপক্ষ ৷ তার জেরেই শুরু হয় ঝামেলা ৷ বিচারাধীন, সাজাপ্রাপ্ত বন্দীরা মিলে ভাঙচুর করে ৷ পুলিশ ও কারা কর্মীদের লক্ষ্য করে ছোড়া হয় ইটও ৷ ঘটনায় চারজনের মৃত্যু হয় ৷

মাত্র তিন সপ্তাহের মধ্যেই পালটে গেল সব কিছু ৷ জেল সূত্রে খবর, বন্দীরা একসঙ্গে হয়ে এই খারাপ সময়ে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ এই বিষয়ে ADG (কারা) পীযূষ পান্ডে বলেন, "মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে দমদম সংশোধনাগারের বন্দীরা ৷ সেই বিষয়ে জেল কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট আবেদনও জানিয়েছে ৷ তবে কত টাকা তারা দেবে তা এখনও চূড়ান্ত হয়নি ৷ দু-একদিনের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে ৷"

শুধু দমদম নয়, একই পথে হাঁটছে মেদিনীপুর জেলের বন্দীরাও ৷ ওই জেলের 12জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী 60 হাজার টাকা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাঠিয়ে দিয়েছে ৷ জেলের বন্দীদের এই উদ্যোগের কথা শুনেছেন মুখ্যমন্ত্রী নিজেও ৷ তিনি ওই বন্দীদের বিশেষ সম্মান জানানোর নির্দেশ দিয়েছেন জেল কর্তৃপক্ষকে ৷

আরও বেশ কয়েকটি জেলের বন্দীরাও একই সিদ্ধান্ত নিতে চলেছে বলে জানিয়েছেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস । তিনি বলেন, "কয়েকটি জেলের বন্দীরা তাঁদের নিজস্ব রোজগারের টাকা থেকে ওই অর্থ সাহায্য করছেন । এই বিষয়ে তাঁরা আবেদন জানিয়েছে জেল কর্তৃপক্ষের কাছে । সেগুলি সবই বিবেচনার মধ্যে রয়েছে । কিন্তু যেভাবে বন্দীরা কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসছে তাতে মনে হচ্ছে, রাজ্যের বন্দীদের সংশোধনের যে প্রক্রিয়া তা কিছুটা হলেও সার্থক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.