বনগাঁ, 24 সেপ্টেম্বর: প্রাইমারি টেট পরীক্ষায় (WB Primary TET) দুর্নীতির অভিযোগ তুলে যেসব চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, তাঁদের মধ্যে ছিলেন উত্তর 24 পরগনার বাদুড়িয়ার রাজু গাজি । টেট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি । দীর্ঘদিন মামলা চললেও চাকরি পাননি তিনি ৷ ফলে দিন দিন মানসিক আবসাদে চলে যাচ্ছিলেন ৷ শুক্রবার সন্ধ্যায় শিয়ালদা-বনগাঁ লোকালের ঠাকুরনগরে গাতি এলাকায় রেল লাইনের পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় । রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে রাজুর । পরিবারের দাবি, চাকরি না-পেয়ে আত্মঘাতী হয়েছেন তিনি (primary TET candidate died alleged by suicide) ৷
উত্তর 24 পরগণার বাদুড়িয়া দক্ষিণ চাতড়ার বাসিন্দা রাজু গাজি (Baduria death case) ৷ তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বনগাঁ যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়েছিল সে । সেদিন রাতেই রাজুর বাড়িতে বনগাঁ রেল পুলিশ ফোন করে তাঁর পরিবারের সদস্যদের বনগাঁয় আসতে বলেন । সেখানে গিয়ে রাজুর পরিবারের সদস্যরা জানতে পারেন, রাজুর মৃত্যু হয়েছে ।
আরও পড়ুন: প্রকাশ পাচ্ছে 60 হাজার প্রাথমিক শিক্ষকের মেধাতালিকা, আদালতে জানাল পর্ষদ
রাজুর বাবা ইসমাইল গাজি জানান, মাঝে মঝেই রাজু বনগাঁয় পড়তে যেতেন । শুক্রবারও বনগাঁর কথা বলে বাড়ি থেকে বেড়িয়েছিল সে । ইসমাইল গাজির দাবি, "ছেলে 2017 সালে টেট পরীক্ষা দিয়েছিল । এক নম্বরের জন্য পাশ করতে পারেনি । পরবর্তীতে হাইকোর্টে মামলা করে রাজু । পাশাপাশি রাজু টেট আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিল ।" পরিবারের সদস্যের দাবি, রাজু খুব ভালো ছাত্র ছিল । টেট পাস করতে না-পেরেও আশা ছাড়েনি । দীর্ঘদিন আইনি লড়াই লড়েও চাকরি না-পাওয়ায় ভেঙে পড়েছিল সে ৷ পরিবারের সদস্যদের দাবি, সঠিক সময় যোগ্যপ্রার্থীরা চাকরি পেলে এই দিন হয়তো দেখতে হত না (Primary TET Candidate Died) ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেছেন ৷