ETV Bharat / state

3 পড়ুয়াকে মেঝে চাটিয়ে শাস্তি প্রাথমিক শিক্ষকের - Hingalganj news today

সৌমিত্র রায় 16-র ঘরের নামতা জিজ্ঞাসা করেছিলেন ছাত্রীদের ৷ না পারায় স্কুলের অন্য পড়ুয়াদের সামনে 3 ছাত্রীকে স্কুলের মেঝে জিভ দিয়ে চাটার শাস্তি দেন তিনি ৷ এরপর অসুস্থ হয়ে পড়ে ওই তিন পড়ুয়া ৷ তাদের নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জ ব্লক প্রাথমিক হাসপাতালে ৷ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ ঘটনার খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ৷

dd
Multiplication table
author img

By

Published : Nov 26, 2019, 8:37 AM IST

হিঙ্গলগঞ্জ , 26 নভেম্বর : নামতা পারেনি ক্লাস থ্রির তিন ছাত্রী ৷ তাতেই চটলেন শিক্ষক ৷ স্কুলের মেঝে চাটার 'শাস্তি' দিলেন তিন খুদে পড়ুয়াকে ৷ বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষ্ণুপুর পূর্বপল্লি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ৷

গতকাল শিক্ষক সৌমিত্র রায় 16-র ঘরের নামতা জিজ্ঞাসা করেছিলেন ছাত্রীদের ৷ না পারায় স্কুলের অন্য পড়ুয়াদের সামনে 3 ছাত্রীকে স্কুলের মেঝে জিভ দিয়ে চাটার শাস্তি দেন তিনি ৷ এরপর অসুস্থ হয়ে পড়ে ওই তিন পড়ুয়া ৷ তাদের নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জ ব্লক প্রাথমিক হাসপাতালে ৷ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ ঘটনার খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ৷ অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে তাঁরা স্কুল চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান ৷ পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন ওই স্কুলের প্রধান শিক্ষক শুভঙ্কর ঘোষ ৷ তিনি অভিভাবকদের কাছে ক্ষমা চান ৷ এইরকম ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে হবে না জানিয়ে মুচলেকাও দেন ৷

এর আগেও পড়ুয়াদের উপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ রয়েছে সৌমিত্র রায়ের বিরুদ্ধে ৷ তারপরও স্কুল কর্তৃপক্ষ কেন কোনও পদক্ষেপ করেনি ? কেন আবার পড়ুয়াদের এইরকম 'শাস্তি'-র শিকার হতে হল, এই নিয়ে প্রশ্ন উঠছে ৷

হিঙ্গলগঞ্জ , 26 নভেম্বর : নামতা পারেনি ক্লাস থ্রির তিন ছাত্রী ৷ তাতেই চটলেন শিক্ষক ৷ স্কুলের মেঝে চাটার 'শাস্তি' দিলেন তিন খুদে পড়ুয়াকে ৷ বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষ্ণুপুর পূর্বপল্লি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা ৷

গতকাল শিক্ষক সৌমিত্র রায় 16-র ঘরের নামতা জিজ্ঞাসা করেছিলেন ছাত্রীদের ৷ না পারায় স্কুলের অন্য পড়ুয়াদের সামনে 3 ছাত্রীকে স্কুলের মেঝে জিভ দিয়ে চাটার শাস্তি দেন তিনি ৷ এরপর অসুস্থ হয়ে পড়ে ওই তিন পড়ুয়া ৷ তাদের নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জ ব্লক প্রাথমিক হাসপাতালে ৷ প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ ঘটনার খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা ৷ অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে তাঁরা স্কুল চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান ৷ পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন ওই স্কুলের প্রধান শিক্ষক শুভঙ্কর ঘোষ ৷ তিনি অভিভাবকদের কাছে ক্ষমা চান ৷ এইরকম ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে হবে না জানিয়ে মুচলেকাও দেন ৷

এর আগেও পড়ুয়াদের উপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ রয়েছে সৌমিত্র রায়ের বিরুদ্ধে ৷ তারপরও স্কুল কর্তৃপক্ষ কেন কোনও পদক্ষেপ করেনি ? কেন আবার পড়ুয়াদের এইরকম 'শাস্তি'-র শিকার হতে হল, এই নিয়ে প্রশ্ন উঠছে ৷

Intro:নামতা না পারায় ক্ষুদে পড়ুয়াদের মেঝে চাটার নিদান শিক্ষকের, হাসপালে ভর্তি তিন পড়ুয়া


হিঙ্গলগঞ্জঃ নামতা পারেনি ক্ষুদে পড়ুয়ারা। তাই স্কুলঘরের মেঝে জিভ দিয়ে চাটার নিদান দিলেন শিক্ষক। আর তাতে অসুস্থ হয়ে হাসপালে ভর্তি তিন পড়ুয়া। ঘটনার কথা চাউড় হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাঁরা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান। সোমবার ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষ্ণুপুর পূর্বপল্লি প্রাথমিক বিদ্যালয়ে। কীর্তিমান শিক্ষকের নাম সৌমিত্র রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির তিন ছাত্রীকে ১৬-র ঘরের নামতা বলতে বলেন শিক্ষক সৌমিত্র। কিন্তু বলতে পারেনি এই তিন ছাত্রী। পড়া না পারার কারণে বাকি পড়ুয়েদের সামনে তাদের স্কুলের মেঝে জিভ দিয়ে চাটার নিদান দেন তিনি। তাতে অসুস্থ হয়ে পড়ে তিন পড়ুয়াই। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত শিক্ষককের শাস্তির দাবিতে তাঁরা প্রতিবাদে সোচ্চার হন। পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভঙ্কর ঘোষ ক্ষমা চান অভিভাবকদের কাছে। এমনকী এই ঘটনা আর ভবিষ্যতে হবে না বলেও মুচলেকাও দেন তিনি। আগেও পড়ুয়ারা পড়া না করায় তাদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার অভিযোগ রয়েছে সৌমিত্রর বিরুদ্ধে। ক্ষুদের পড়ুয়াদের এমন শাস্তি দেওয়ায় নিন্দার ঝড় বইছে শিক্ষা মহলে।Body:নামতা না পারায় ক্ষুদে পড়ুয়াদের মেঝে চাটার নিদান শিক্ষকের, হাসপালে ভর্তি তিন পড়ুয়া


হিঙ্গলগঞ্জঃ নামতা পারেনি ক্ষুদে পড়ুয়ারা। তাই স্কুলঘরের মেঝে জিভ দিয়ে চাটার নিদান দিলেন শিক্ষক। আর তাতে অসুস্থ হয়ে হাসপালে ভর্তি তিন পড়ুয়া। ঘটনার কথা চাউড় হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাঁরা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান। সোমবার ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষ্ণুপুর পূর্বপল্লি প্রাথমিক বিদ্যালয়ে। কীর্তিমান শিক্ষকের নাম সৌমিত্র রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির তিন ছাত্রীকে ১৬-র ঘরের নামতা বলতে বলেন শিক্ষক সৌমিত্র। কিন্তু বলতে পারেনি এই তিন ছাত্রী। পড়া না পারার কারণে বাকি পড়ুয়েদের সামনে তাদের স্কুলের মেঝে জিভ দিয়ে চাটার নিদান দেন তিনি। তাতে অসুস্থ হয়ে পড়ে তিন পড়ুয়াই। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত শিক্ষককের শাস্তির দাবিতে তাঁরা প্রতিবাদে সোচ্চার হন। পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভঙ্কর ঘোষ ক্ষমা চান অভিভাবকদের কাছে। এমনকী এই ঘটনা আর ভবিষ্যতে হবে না বলেও মুচলেকাও দেন তিনি। আগেও পড়ুয়ারা পড়া না করায় তাদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার অভিযোগ রয়েছে সৌমিত্রর বিরুদ্ধে। ক্ষুদের পড়ুয়াদের এমন শাস্তি দেওয়ায় নিন্দার ঝড় বইছে শিক্ষা মহলে।Conclusion:নামতা না পারায় ক্ষুদে পড়ুয়াদের মেঝে চাটার নিদান শিক্ষকের, হাসপালে ভর্তি তিন পড়ুয়া


হিঙ্গলগঞ্জঃ নামতা পারেনি ক্ষুদে পড়ুয়ারা। তাই স্কুলঘরের মেঝে জিভ দিয়ে চাটার নিদান দিলেন শিক্ষক। আর তাতে অসুস্থ হয়ে হাসপালে ভর্তি তিন পড়ুয়া। ঘটনার কথা চাউড় হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাঁরা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভ দেখান। সোমবার ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের বিষ্ণুপুর পূর্বপল্লি প্রাথমিক বিদ্যালয়ে। কীর্তিমান শিক্ষকের নাম সৌমিত্র রায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির তিন ছাত্রীকে ১৬-র ঘরের নামতা বলতে বলেন শিক্ষক সৌমিত্র। কিন্তু বলতে পারেনি এই তিন ছাত্রী। পড়া না পারার কারণে বাকি পড়ুয়েদের সামনে তাদের স্কুলের মেঝে জিভ দিয়ে চাটার নিদান দেন তিনি। তাতে অসুস্থ হয়ে পড়ে তিন পড়ুয়াই। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত শিক্ষককের শাস্তির দাবিতে তাঁরা প্রতিবাদে সোচ্চার হন। পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভঙ্কর ঘোষ ক্ষমা চান অভিভাবকদের কাছে। এমনকী এই ঘটনা আর ভবিষ্যতে হবে না বলেও মুচলেকাও দেন তিনি। আগেও পড়ুয়ারা পড়া না করায় তাদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার অভিযোগ রয়েছে সৌমিত্রর বিরুদ্ধে। ক্ষুদের পড়ুয়াদের এমন শাস্তি দেওয়ায় নিন্দার ঝড় বইছে শিক্ষা মহলে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.