ETV Bharat / state

Corruption in Ration Distribution : 'আগে ভাগ দিতাম, এখন সরকার নিজেই চুরি করছে' ! বিস্ফোরক স্বীকারোক্তি রেশন ডিলার সংগঠনের সভাপতির - Corruption in Ration Distribution

ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের বনগাঁ থানা শাখার সভাপতি দিলীপ রায় চৌধুরী রাজ্য সরকারকে চোর বলে মন্তব্য করেন (Corruption in Ration Distribution at bangaon) ৷

Dilip Roy Chowdhury
দিলীপ রায় চৌধুরী
author img

By

Published : May 25, 2022, 3:00 PM IST

বনগাঁ, 25 মে : "আগে আমরা চুরি করতাম । চুরির ভাগ দিতাম খাদ্য দফতরকে ৷ কিন্তু এখন আর আমরা চুরি করি না । এখন চুরিটা করছে সরকার ।" মঙ্গলবার বনগাঁ মহাকুমা খাদ্য দফতরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের বনগাঁ শাখার সভাপতি দিলীপ রায়চৌধুরী । মঙ্গলবার রেশন ডিলারদের কমিশন বাড়ানো, কার্ড ব্লক না করা-সহ 14 দফার অবস্থান বিক্ষোভ করার দাবিতে ডেপুটেশন জমা দেন তারা (deputaion of ration dealrs at bangaon) ।

বিক্ষোভ থেকে রাজ্য সরকারকে চোর বলে দাবি করলেন বনগাঁ থানা শাখার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ রায় চৌধুরী । তিনি বলেন, "আগে আমরা চুরি করতাম আর সেই চুরির মাল খাদ্য দফতরে দিয়ে খেতে হত । রেশন ব্যবস্থা মানেই চুরির ব্যবসা । এখন রেশন ব্যবস্থার স্বচ্ছতা এসেছে তাই এত চিৎকার চেঁচামেচি করছে । আগে তো চুরির মালে পেট ভরে যেত । আর এখন চুরিটা করছে সরকার ।"

তিনি প্রশ্ন তোলেন, রেশন কার্ড থাকা সত্ত্বেও বায়োমেট্রিকে লাল হয়ে থাকছে, তাহলে সেই খাদ্য সামগ্রী কোথায় যাচ্ছে ? রেশন ডিলারদের এই বক্তব্য বিজেপির বনগাঁ জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "আমরা তো অনেক আগে থেকেই বলেছি এটা চোরেদের সরকার । আলিবাবার চল্লিশ চোরের সরকার তৃণমূল কংগ্রেস । এমআর ডিলাররা রাজ্য সরকারের অঙ্গ এখন তারা বলছে রাজ্য সরকার চুরি করছে ।"

দিলীপ রায় চৌধুরী

আরও পড়ুন : পুজোর আগে ৫০ শতাংশ বাড়িতে দুয়ারে রেশন পৌঁছে দিতে চায় খাদ্য দফতর

যদিও বনগাঁ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দেবনাথ বক্তব্য, "এই রাজ্য সরকারের আমলে চুরি বন্ধ হয়েছে বলেই এমআর ডিলাররা রাজ্য সরকারকে চোর বলছে । সাধারণ মানুষ রেশন পাচ্ছে । রেশন ডিলালরা আগের মত চুরি করতে পারছে না বলেই এমন বলছে ।"

বনগাঁ, 25 মে : "আগে আমরা চুরি করতাম । চুরির ভাগ দিতাম খাদ্য দফতরকে ৷ কিন্তু এখন আর আমরা চুরি করি না । এখন চুরিটা করছে সরকার ।" মঙ্গলবার বনগাঁ মহাকুমা খাদ্য দফতরের আধিকারিকের কাছে ডেপুটেশন দিতে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন ওয়েস্টবেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের বনগাঁ শাখার সভাপতি দিলীপ রায়চৌধুরী । মঙ্গলবার রেশন ডিলারদের কমিশন বাড়ানো, কার্ড ব্লক না করা-সহ 14 দফার অবস্থান বিক্ষোভ করার দাবিতে ডেপুটেশন জমা দেন তারা (deputaion of ration dealrs at bangaon) ।

বিক্ষোভ থেকে রাজ্য সরকারকে চোর বলে দাবি করলেন বনগাঁ থানা শাখার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি দিলীপ রায় চৌধুরী । তিনি বলেন, "আগে আমরা চুরি করতাম আর সেই চুরির মাল খাদ্য দফতরে দিয়ে খেতে হত । রেশন ব্যবস্থা মানেই চুরির ব্যবসা । এখন রেশন ব্যবস্থার স্বচ্ছতা এসেছে তাই এত চিৎকার চেঁচামেচি করছে । আগে তো চুরির মালে পেট ভরে যেত । আর এখন চুরিটা করছে সরকার ।"

তিনি প্রশ্ন তোলেন, রেশন কার্ড থাকা সত্ত্বেও বায়োমেট্রিকে লাল হয়ে থাকছে, তাহলে সেই খাদ্য সামগ্রী কোথায় যাচ্ছে ? রেশন ডিলারদের এই বক্তব্য বিজেপির বনগাঁ জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "আমরা তো অনেক আগে থেকেই বলেছি এটা চোরেদের সরকার । আলিবাবার চল্লিশ চোরের সরকার তৃণমূল কংগ্রেস । এমআর ডিলাররা রাজ্য সরকারের অঙ্গ এখন তারা বলছে রাজ্য সরকার চুরি করছে ।"

দিলীপ রায় চৌধুরী

আরও পড়ুন : পুজোর আগে ৫০ শতাংশ বাড়িতে দুয়ারে রেশন পৌঁছে দিতে চায় খাদ্য দফতর

যদিও বনগাঁ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সন্দীপ দেবনাথ বক্তব্য, "এই রাজ্য সরকারের আমলে চুরি বন্ধ হয়েছে বলেই এমআর ডিলাররা রাজ্য সরকারকে চোর বলছে । সাধারণ মানুষ রেশন পাচ্ছে । রেশন ডিলালরা আগের মত চুরি করতে পারছে না বলেই এমন বলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.