ETV Bharat / state

বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, ধৃত শওহর ও শাশুড়ি - Pregnant women killed

বোনের উপর অত্যাচার থামাতে জমি বন্ধক দিয়ে 40 হাজার টাকা দিয়ে বোনকে শ্বশুর বাড়িতে পাঠায় দাদা বাবুর আলি । কিন্তু টাকা নেওয়ার পরও খাদিজাকে গতকাল আবার মারধর করে শ্বশুরবাড়ির লোকজন । শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয় তাঁকে । রাতে ফোনে জানায় খাদিজা আত্মহত্যা করেছে । জানান মৃতার দাদা ৷

dowry Case
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 16, 2020, 5:58 PM IST

দেগঙ্গা, 16 জানুয়ারি : অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃতার নাম খাদিজা বিবি(২২)। দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের মেঠোপাড়া এলাকার ঘটনা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

খাদিজার মৃত্যুর পর দেগঙ্গা থানায় তাঁর শওহর-সহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার দাদা আবুর আলি ৷ অভিযোগের ভিত্তিতে শওহর শেখ ফারুক ও শাশুড়ি আসমারা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাকিরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ ।

প্রায় ছয় মাস আগে চাঁদপুরের মেঠোপাড়ার শেখ ফারুকের সঙ্গে খাদিজার নিকাহ হয় । খাদিজার দাদা আবুর আলি বলেন, "নিকাহর সময় পাত্রপক্ষের দাবি মত নগদ 60 হাজার টাকা-সহ সমস্ত কিছুই দেওয়া হয়েছিল । তারপরও বিভিন্ন দাবিতে খাদিজার উপর অত্যাচার করত ওর শ্বশুরবাড়ির লোকজন । খাদিজা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল । তবু অত্যাচার কমেনি ৷ বোনের উপর অত্যাচার থামাতে জমি বন্ধক দিয়ে 40 হাজার টাকা পাঠিয়েছিলাম । কিন্তু টাকা নেওয়ার পরও খাদিজাকে গতকাল মারধর করে ওরা । তারপর শ্বাসরোধ করে ঝুলিয়ে দেয় । "

দেগঙ্গা, 16 জানুয়ারি : অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে । মৃতার নাম খাদিজা বিবি(২২)। দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের মেঠোপাড়া এলাকার ঘটনা । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

খাদিজার মৃত্যুর পর দেগঙ্গা থানায় তাঁর শওহর-সহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতার দাদা আবুর আলি ৷ অভিযোগের ভিত্তিতে শওহর শেখ ফারুক ও শাশুড়ি আসমারা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ বাকিরা পলাতক । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ ।

প্রায় ছয় মাস আগে চাঁদপুরের মেঠোপাড়ার শেখ ফারুকের সঙ্গে খাদিজার নিকাহ হয় । খাদিজার দাদা আবুর আলি বলেন, "নিকাহর সময় পাত্রপক্ষের দাবি মত নগদ 60 হাজার টাকা-সহ সমস্ত কিছুই দেওয়া হয়েছিল । তারপরও বিভিন্ন দাবিতে খাদিজার উপর অত্যাচার করত ওর শ্বশুরবাড়ির লোকজন । খাদিজা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিল । তবু অত্যাচার কমেনি ৷ বোনের উপর অত্যাচার থামাতে জমি বন্ধক দিয়ে 40 হাজার টাকা পাঠিয়েছিলাম । কিন্তু টাকা নেওয়ার পরও খাদিজাকে গতকাল মারধর করে ওরা । তারপর শ্বাসরোধ করে ঝুলিয়ে দেয় । "

Intro:পনের দাবিতে অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে,মৃতার নাম খাদিজা বিবি(২২)।ঘটনাটি ঘটেছে দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের মেঠোপাড়া এলাকায়। Body:দেগঙ্গাঃপনের দাবিতে দু-মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।পুলিশ জানিয়েছে,মৃতার নাম খাদিজা বিবি(২২)।ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার আমুলিয়া পঞ্চায়েতের চাঁদপুর গ্রামের মেঠোপাড়া এলাকায়।পুলিশ ওই বধূর নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।ঘটনার পরই মৃতার দাদা বাবুর আলি দেগঙ্গা থানায় খাদিজার স্বামী সহ শ্বশুরবাড়ির চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন।দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে,মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী শেখ ফারুক ও শাশুড়ী আসমারা বিবিকে গ্রেপ্তার করা হয়েছে।বাকি দুই অভিযুক্ত পলাতক।তাদের খোজে তল্লাশি শুরু হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রায় ৬ মাস আগে দেগঙ্গার নিরামিশা গ্রামের আবু জাফর মন্ডলের মেয়ে খাদিজা বিবির সাথে বিয়ে হয়েছিল আমুলিয়া চাঁদপুরের মেঠোপাড়ার শেখ ফারুকের।খাদিজার দাদা বাবুর বলি বলেন,বিয়ের সময় নগদ ৬০ হাজার সহ দাবিমতো সমস্ত কিছুই দেওয়া হয়েছিল।তারপরও বিভিন্ন দাবিতে বোনের ওপর চাপ সৃষ্টি করতে থাকে ওর শ্বশুর বাড়ির লোকেরা।শুরু হয় অত্যাচারও।এরই মধ্যে খাদিজা দু-মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।ফলে,অত্যাচার আরও বেড়ে যায়।পেটের বাচ্চা নষ্ট করার কথাও বলে ওর শ্বশুর বাড়ির লোকেরা।কিন্তু বোন তাতে রাজি না হয়নি'।তিনি আরও বলেন,'অত্যাচার দেখে আমরা বোনের হাতে জমি বন্ধকের ৪০ হাজার টাকা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠায়।সেই টাকা নেওয়ার পরও বোনকে ওর শ্বশুর বাড়ির লোকজন গতকাল মারধর করে।এরপর পিটিয়ে সবাই মিলে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দেয়।রাতে আমাদের ফোন করে জানানো হয় খাদিজা আত্মহত্যা করেছে।কিন্তু ও আত্মহত্যা করেনি।ওকে ওর শ্বশুর বাড়ির লোকেরাই খুন করে ঝুলিয়ে দিয়েছে।আমরা অভিযুক্তদের কঠোর শাস্তি চায়'।


এদিকে,মৃতের দাদা বাবুর আলি দেগঙ্গা থানায় গতকাল রাতেই খাদিজার স্বামী শেখ ফারুক,শ্বশুর শেখ সামিম,শাশুড়ী আসমারা বিবি ও ননদ নাসরিন বিবির বিরুদ্ধে শ্বাসরোধ করে খুনের অভিযোগ দায়ের করেছেন।সেই অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামী শেখ ফারুক ও শাশুড়ী আসমারা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বাকি দুই অভিযুক্ত শেখ সামিম ও নাসরিন বিবি পলাতক।তাদের খোজে তল্লাশি শুরু হয়েছে।Conclusion:এদিকে,গতকাল রাতেই দেগঙ্গা থানায় মৃতার স্বামী শেখ ফারুক,শ্বশুর শেখ সামিম,শ্বাশুড়ি আসমারা বিবি ও ননদ নাসরিন বিবির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন খাদিজার দাদা বাবুর আলি।সেই অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীও শ্বাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক।তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.