হাসনাবাদ, 11 মার্চ : প্ল্যাটফর্মে বমি করায় অন্তঃসত্ত্বা যুবতিকে মারধর ৷ উত্তর 24 পরগনার হাসনাবাদ স্টেশনে আজ সকালে ঘটনাটি ঘটে ৷ ওই যুবতির নাম শাবানা বিবি ৷ তাঁর শওহরের নাম ইব্রাহিম গাজি ৷ তাঁরা রাজারহাটের বাসিন্দা ৷ ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ৷ তদন্ত চালাচ্ছে হাসনাবাদ থানার পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 19 বছর বয়সি শাবানার আব্বার বাড়ি স্থানীয় জয়পুর গ্রামে ৷ তিনি বাপেরবাড়ি থেকে শওহর ইব্রাহিম গাজির সঙ্গে হাসনাবাদ স্টেশন থেকে ট্রেন ধরবেন বলে দাঁড়িয়েছিলেন । আচমকাই প্ল্যাটফর্মের উপর বমি করে ফেলেন । তখন কয়েকজন মহিলা ও পুরুষ যাত্রী তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন । ইব্রাহিম প্রতিবাদ করলে ওই যাত্রীরা তাঁকেও মারধর করে বলে অভিযোগ ৷ শাবানা তাদের জানান, তিনি অন্তঃসত্ত্বা । তিনি প্ল্যাটফর্ম ধুয়ে দিতেও চেয়েছিলেন । তবু তাঁকে রেয়াত করা হয়নি ৷ চড়-থাপ্পড় মারা হয়েছে । শাবানা তখন অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। প্ল্যাটফর্মে অন্যান্য যাত্রীরা দাঁড়িয়ে দেখলেও কেউ ওই দম্পতিকে সাহায্য করতে এগিয়ে আসেনি ।
আক্রান্ত দম্পতি প্রথমে রেলপুলিশের কাছে অভিযোগ দায়ের করেন । এরপর তাঁরা হাসনাবাদ থানাতেও অভিযোগ দায়ের করেন । যদিও ওই যুবতিকে মারধরে অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি ৷