বনগাঁ, 30 মে : আন্তর্জাতিক ট্রাকচালকদের ব্যবহার করা ছেঁড়া পিপিই কিট ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বনগাঁ-পেট্রাপোলের রাস্তার ধারে । আর যা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে ৷ এই ঘটনাকে ঘিরে রীতিমত আতঙ্কিত ছয়ঘড়িয়া ও পেট্রাপোলের আশপাশের বাসিন্দারা । অভিযোগ উঠেছে বাংলাদেশ থেকে আসা ট্রাক চালকদের ব্যবহার করা পিপিই কিট ফেলার জন্য নির্দিষ্ট ব্যবস্থা আছে ৷ কিন্তু, তাঁরা তা মানছেন না ৷ প্রশাসনের নজরদারি এড়িয়ে রাস্তার ধারেই পিপিই কিট ফেলে দিচ্ছে চালক ও খালাসিরা ৷
করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছে চালু রয়েছে উত্তর 24 পরগনা বনগাঁর পেট্রাপোল দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ৷ স্বাস্থ্যবিধি মেনে বন্দরের সমস্ত ট্রাকচালকদের পিপিই কিট পরা বাধ্যতামূলক । প্রতিদিন বাংলাদেশে গিয়ে জিনিসপত্র খালি করে ভারতে আসা লরি ও ট্রাক চালকদের পিপিই কিট খুলে রাখার জন্য একটি নির্দিষ্ট স্থানে ড্রাম রাখা রয়েছে । কিন্তু, অভিযোগ উঠেছে চালকরা সেই ড্রামে পিপিই কিট না ফেলে, পেট্রাপোল থেকে বনগাঁ যাওয়ার রাস্তার ধারে সেগুলি ফেলা হচ্ছে ৷
আরও পড়ুন : কোভিড হাসপাতালে যত্রতত্র পড়ে আছে পিপিই কিট-চিকিৎসার সরঞ্জাম, আতঙ্ক ঘুসুড়িতে
স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েতের পক্ষ থেকে সপ্তাহে একদিন পরিষ্কার করতে আসে লোকজন । কিন্তু, দীর্ঘ সময় পিপিই কিট খোলা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার কারণে এলাকায় সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে ৷ বিষয়টির দিকে প্রশাসনের আরও বেশি করে নজরদারি করা দরকার বলে দাবি করেছেন গ্রামবাসীরা ৷