ETV Bharat / state

বাদুড়িয়ায় ATM লুটের চেষ্টা বানচাল - বাদুড়িয়া

বাদুড়িয়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM লুটের চেষ্টা করল দুষ্কৃতীরা ।

Baduriya ATM Saved by Police
বাদুড়িয়া
author img

By

Published : Feb 19, 2020, 10:04 PM IST

বাদুড়িয়া, 19 ফেব্রুয়ারি : বাদুড়িয়ার যদুরহাটি বাজার এলাকায় ATM লুটের চেষ্টা রুখে দিল পুলিশ । কিন্তু, দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷

যদুরহাটি বাজারের ওই ATM কাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী ছিল না ৷ এই সুযোগকেই কাজে লাগাতে চেয়েছিল দু্​ষ্কৃতীরা ৷ ATM-টি ভাঙার কাজও শুরু করে দিয়েছিল তারা ৷ সেই সময়ই সেখানে পৌঁছে যায় পুলিশের ভ্রাম্যমান ভ্যান ৷ কিন্তু, পুলিশের ভ্যান ATM কাউন্টারটির কাছাকাছি পৌঁছাতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা । পিছু ধাওয়া করলেও দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ ।

আপাতত CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে বাদুড়িয়া থানার পুলিশ । ওই ATM কাউন্টারটিকে সাময়িকভাবে সিল করে দেওয়া হয়েছে।

বাদুড়িয়া, 19 ফেব্রুয়ারি : বাদুড়িয়ার যদুরহাটি বাজার এলাকায় ATM লুটের চেষ্টা রুখে দিল পুলিশ । কিন্তু, দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷

যদুরহাটি বাজারের ওই ATM কাউন্টারে কোনও নিরাপত্তারক্ষী ছিল না ৷ এই সুযোগকেই কাজে লাগাতে চেয়েছিল দু্​ষ্কৃতীরা ৷ ATM-টি ভাঙার কাজও শুরু করে দিয়েছিল তারা ৷ সেই সময়ই সেখানে পৌঁছে যায় পুলিশের ভ্রাম্যমান ভ্যান ৷ কিন্তু, পুলিশের ভ্যান ATM কাউন্টারটির কাছাকাছি পৌঁছাতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা । পিছু ধাওয়া করলেও দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ ।

আপাতত CCTV ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে বাদুড়িয়া থানার পুলিশ । ওই ATM কাউন্টারটিকে সাময়িকভাবে সিল করে দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.