বনগাঁ, 19 অক্টোবর: আতসবাজির আড়ালে মজুত করা হয়েছে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি । গোডাউনে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করল পুলিশ । পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বাজির পরিমাণ প্রায় 2 হাজার কিলো । যার বাজার মূল্য অনুমানিক আট লক্ষ টাকা । মঙ্গলবার সন্ধ্যায় গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর এলাকার একটি গোডাউনে হানা দিয়ে এই শব্দবাজি উদ্ধার করেছে উত্তর 24 পরগণার গোপালনগর থানার পুলিশ । পাশাপাশি তারক ঘোষ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ (Police arrests businessman over banned Sound Crackers) ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে সুন্দরপুর এলাকার একটি দোতলা বাড়ির গোডাউনে বিপুল পরিমাণে শব্দবাজি মজুত করা হয়েছে । খবর পেয়ে এদিন সন্ধ্যায় গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্করের নেতৃত্ব গোডাউনে হানা দেয় পুলিশ । উদ্ধার হয় 2 হাজার কিলো নিষিদ্ধ শব্দবাজি । পুলিশ জানিয়েছে, তারক ঘোষ নামে ওই ব্যবসায়ী বনগাঁর বিভিন্ন বাজারে আতসবাজি সাপ্লাই দেন ।
আরও পড়ুন: বাজি পোড়ানো নিয়ে আদালতের নির্দেশে ক্ষতির সম্মুখীন আতসবাজি ব্যবসায়ীরা
প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁদের বাড়ির পাশের গোডাউনে এই পরিমাণ শব্দবাজি মজুতের বিষয়টি তাঁরা ঘুণাক্ষরেও টের পাননি । তাঁরা বলেন, "আমরা জানতামই না এখানে গোডাউন রয়েছে । আর সেখানে শব্দবাজি মজুত করা হয়েছে । আজ পুলিশ এসে তল্লাশি করায় আমরা জানতে পেরেছি ।" গোপালনগর থানার পাশাপাশি, এদিন সন্ধ্যায় গাইঘাটা থানার পুলিশ ঠাকুরনগর বাজারে হানা দিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে । দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ । উদ্ধার হওয়া বাজিগুলো নিষ্ক্রিয় করতে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ ।
শব্দবাজির বিরুদ্ধে অভিযান চলছে বেশ কয়েক বছর ধরে । তবে এত উদ্যোগ নেওয়ার পরেও যে শব্দবাজির উৎপাদন বা বিক্রি বন্ধ হয়ে গিয়েছে এমনটা ভাবার কোনও কারণ নেই । প্রতিবছর কালীপুজো এবং দীপাবলির আগে রাজ্যের নানা জায়গা থেকে শব্দবাজি উদ্ধারের খবর আসে ।