ETV Bharat / state

ব্যারাকপুরে BJP নেতার বাড়িতে তল্লাশি পুলিশের - অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিং

আজ সকালে BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিজয় মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ ৷ এলাকায় অর্জুন ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি ৷

ব্যারাকপুর
ব্যারাকপুর
author img

By

Published : Oct 13, 2020, 4:03 PM IST

ব্যারাকপুর, 13 অক্টোবর : এবার BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিজয় মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাল ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ ৷ আজ সকালে বিজয় মুখোপাধ্যায়ের ইছাপুরের প্রভাসপল্লির বাড়িতে তল্লাশি চালানো হয় ৷

বিজয় মুখোপাধ্যায়ের স্ত্রী সীমা মুখোপাধ্যায় বলেন, "আজ সকালে কিছু না বলেই পুলিশ আধিকারিকরা বাড়ির ভিতরে ঢুকে পড়েন ৷ প্রতিটি ঘরে তল্লাশি চালান । সেই সঙ্গে বাড়ির সদস্যদের মোবাইল ফোন খতিয়ে দেখে । আমার স্বামী তখন বাথরুমে ছিলেন ।" তাঁর অভিযোগ, "আমার স্বামী BJP করে, এটাই তার অপরাধ । তাই আমাদের হেনস্থা করা হল।"

এলাকায় অর্জুন সিং ঘনিষ্ঠ বলেই পরিচিত বিজয় মুখোপাধ্যায় ৷ কী কারণে এই অভিযান তা নিয়ে পুলিশের তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি ৷ স্থানীয় BJP নেতৃত্বের দাবি, নেতা-কর্মীদের হেনস্থা করতে মিথ্যা অভিযোগে তাঁদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ ৷

কয়েকদিন আগে নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির অভিযোগে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিং ওরফে সঞ্জিত সিং-কে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ 9 অক্টোবর রাতে পাপ্পু সিং-কে গ্রেপ্তার করা হয় ৷ যদিও পাপ্পু সিংয়ের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে । তাঁর আ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি ।

ব্যারাকপুর, 13 অক্টোবর : এবার BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিজয় মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাল ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ ৷ আজ সকালে বিজয় মুখোপাধ্যায়ের ইছাপুরের প্রভাসপল্লির বাড়িতে তল্লাশি চালানো হয় ৷

বিজয় মুখোপাধ্যায়ের স্ত্রী সীমা মুখোপাধ্যায় বলেন, "আজ সকালে কিছু না বলেই পুলিশ আধিকারিকরা বাড়ির ভিতরে ঢুকে পড়েন ৷ প্রতিটি ঘরে তল্লাশি চালান । সেই সঙ্গে বাড়ির সদস্যদের মোবাইল ফোন খতিয়ে দেখে । আমার স্বামী তখন বাথরুমে ছিলেন ।" তাঁর অভিযোগ, "আমার স্বামী BJP করে, এটাই তার অপরাধ । তাই আমাদের হেনস্থা করা হল।"

এলাকায় অর্জুন সিং ঘনিষ্ঠ বলেই পরিচিত বিজয় মুখোপাধ্যায় ৷ কী কারণে এই অভিযান তা নিয়ে পুলিশের তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি ৷ স্থানীয় BJP নেতৃত্বের দাবি, নেতা-কর্মীদের হেনস্থা করতে মিথ্যা অভিযোগে তাঁদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ ৷

কয়েকদিন আগে নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির অভিযোগে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু সিং ওরফে সঞ্জিত সিং-কে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ 9 অক্টোবর রাতে পাপ্পু সিং-কে গ্রেপ্তার করা হয় ৷ যদিও পাপ্পু সিংয়ের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে । তাঁর আ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.