ETV Bharat / state

আর্থিক তছরুপের অভিযোগ, অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি - Police raided Arjun Singh's house

সমবায় ব্যাঙ্কে আর্থিক তছরুপের অভিযোগে BJP সাংসদ অর্জুন সিং ও তাঁর ভাইপো পাপ্পু সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের ৷

arjun singh
arjun singh
author img

By

Published : Aug 19, 2020, 4:28 PM IST

Updated : Aug 19, 2020, 6:05 PM IST

ব্যারাকপুর, 19 অগাস্ট : সমবায় ব্যাঙ্কে আর্থিক তছরুপের অভিযোগে BJP সাংসদ অর্জুন সিং ও তাঁর ভাইপো পাপ্পু সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের ৷ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ আজ অর্জুন সিংয়ের জগদ্দলের বাসভবন মজদুর ভবন ও তাঁর ভাইপোর বাড়িতে তল্লাশি অভিযান চালায় । পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় 25 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে অর্জুন সিং ও তাঁর ভাইপোর বিরুদ্ধে । ওই সমবায় ব্যাঙ্কের তৎকালীন চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং । গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাঁর ভাইপো পাপ্পুও।

পুলিশ সূত্রে খবর, সমবায় ব্যাঙ্কের 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগের পাশাপাশি ভাটপাড়া পৌরসভার 100 কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে ৷ পাশাপাশি বিভিন্ন সময় অবৈধভাবে ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে এই প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ প্রসঙ্গত, এই সব অভিযোগের ভিত্তিতে এর আগেও পুলিশ একাধিকবার ভাটপাড়ার মজদুর ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল । কিন্তু, সেই অভিযানগুলি চালানোর সময় পুলিশের কাছে অনুমতি ছিল না বলে অভিযোগ ৷ যার জেরে পুলিশকে বাধার মুখে পড়তে হয়েছিল ।

কিন্তু আজ পরিকল্পনামাফিক তল্লাশি অভিযানে নামে পুলিশ ৷ সকাল প্রায় 11টা নাগাদ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের একটি দল রওনা দেয় ভাটপাড়া মজদুর ভবনের উদ্দেশে ৷ আধিকারিকদের সঙ্গে ছিল সার্চ ওয়ারেন্ট ৷ তাঁরা তল্লাশি অভিযান শুরু করেন ৷ যা চলে প্রায় দেড় ঘণ্টা ৷ মজদুর ভবন ও সংলগ্ন একটি বাড়িতেও অভিযান চলে ৷ পূলিশ সূত্রে খবর, মজদুর ভবন সংলগ্ন ওই বাড়িতে থাকেন অর্জুন সিং-এর ভাইপো পাপ্পু সিং ৷ জানা গেছে, তল্লাশি অভিযানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা ৷

ব্যারাকপুর, 19 অগাস্ট : সমবায় ব্যাঙ্কে আর্থিক তছরুপের অভিযোগে BJP সাংসদ অর্জুন সিং ও তাঁর ভাইপো পাপ্পু সিংয়ের বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের ৷ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ আজ অর্জুন সিংয়ের জগদ্দলের বাসভবন মজদুর ভবন ও তাঁর ভাইপোর বাড়িতে তল্লাশি অভিযান চালায় । পুলিশ সূত্রে খবর, ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্কের প্রায় 25 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে অর্জুন সিং ও তাঁর ভাইপোর বিরুদ্ধে । ওই সমবায় ব্যাঙ্কের তৎকালীন চেয়ারম্যান ছিলেন অর্জুন সিং । গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাঁর ভাইপো পাপ্পুও।

পুলিশ সূত্রে খবর, সমবায় ব্যাঙ্কের 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগের পাশাপাশি ভাটপাড়া পৌরসভার 100 কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে ৷ পাশাপাশি বিভিন্ন সময় অবৈধভাবে ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে এই প্রাক্তন তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ প্রসঙ্গত, এই সব অভিযোগের ভিত্তিতে এর আগেও পুলিশ একাধিকবার ভাটপাড়ার মজদুর ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল । কিন্তু, সেই অভিযানগুলি চালানোর সময় পুলিশের কাছে অনুমতি ছিল না বলে অভিযোগ ৷ যার জেরে পুলিশকে বাধার মুখে পড়তে হয়েছিল ।

কিন্তু আজ পরিকল্পনামাফিক তল্লাশি অভিযানে নামে পুলিশ ৷ সকাল প্রায় 11টা নাগাদ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের একটি দল রওনা দেয় ভাটপাড়া মজদুর ভবনের উদ্দেশে ৷ আধিকারিকদের সঙ্গে ছিল সার্চ ওয়ারেন্ট ৷ তাঁরা তল্লাশি অভিযান শুরু করেন ৷ যা চলে প্রায় দেড় ঘণ্টা ৷ মজদুর ভবন ও সংলগ্ন একটি বাড়িতেও অভিযান চলে ৷ পূলিশ সূত্রে খবর, মজদুর ভবন সংলগ্ন ওই বাড়িতে থাকেন অর্জুন সিং-এর ভাইপো পাপ্পু সিং ৷ জানা গেছে, তল্লাশি অভিযানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা ৷

Last Updated : Aug 19, 2020, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.