ETV Bharat / state

Liquor Sale Protest মদ বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

মদ বিক্রির প্রতিবাদে 35 নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের ৷ আটক করা হয়েছে দু'জনকে ৷ অবরোধের জেরে যানজটে নাকাল সাধারণ মানুষ (Locals Protest by Blocking Road in Gaighata) ৷

Liquor Sale Protest
মদ বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান
author img

By

Published : Aug 16, 2022, 12:13 PM IST

গাইঘাটা, 16 অগস্ট: দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছে । সেখানে অভিযান চালায় পুলিশ । ঘটনাস্থল থেকে দু'জনকে আটক করে, এরপরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে 35 নম্বর জাতীয় সড়ক (যশোর রোড) অবরোধ করেন (Locals Protest by Blocking Road in Gaighata) । প্রায় আধঘণ্টা চলে এই অবরোধ । ফলে ব্যাপক যানযটের সৃষ্টি হয় এলাকায় । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ধর্মপুর বাজার এলাকায় । এই ঘটনায় পুলিশের কাজে বাধা ও জাতীয় সড়ক অবরোধ করায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ৷

স্থানীয়রা জানিয়েছেন, ধর্মপুর বাজারে পান, বিড়ির দোকান-সহ একাধিক দোকানে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে যার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে । মদ খাওয়ার ফলে পরিবারে অশান্তি বাঁধছে । তাতে পুলিশের কোনও ভ্রুক্ষেপ নেই । অবরোধকারীদের দাবি, যাঁরা মদ বিক্রি করছেন তাঁদের না ধরে যাঁরা মদ খাচ্ছেন তাঁদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ । সেই কারণে তাঁরা রাস্তা অবরোধ করেছেন । তাঁরা চাইছেন, এলাকায় অবৈধভাবে মদ বিক্রি বন্ধ হোক এবং এলাকার শান্তি ফিরে আসুক ।

আরও পড়ুন: বর্ধমানের হোটেল-ধাবায় বন্ধ মদ বিক্রি, কড়া প্রশাসন

ওই এলাকায় যে অবৈধভাবে মদ বিক্রি হয় তা স্বীকার করে নিয়েছেন ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অতুল দে । তিনি বলেন, "এলাকায় মদ বিক্রি হয় আমরা শুনেছি । আজ রাস্তা অবরোধ হয়েছিল, স্বাধীনতার দিন রাস্তা অবরোধ হওয়ায় মানুষের অসুবিধা হয় । তাই আমাদের দলীয় নেতৃত্ব গিয়ে অবরোধ তুলে দেয় ।"

মদ বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান

তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে এলাকায় মদ বিক্রি করা বন্ধ করবেন বলে আশ্বাসও দিয়েছেন । পুলিশ সূত্রে খবর, মদ বিক্রির বিরুদ্ধে এলাকায় অভিযান চালিয়ে দু'জনকে আটক করে পুলিশ । তখন কয়েকজন পুলিশের কাজে বাধা দেয় এবং অবরোধ শুরু করে ।

গাইঘাটা, 16 অগস্ট: দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছে । সেখানে অভিযান চালায় পুলিশ । ঘটনাস্থল থেকে দু'জনকে আটক করে, এরপরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে 35 নম্বর জাতীয় সড়ক (যশোর রোড) অবরোধ করেন (Locals Protest by Blocking Road in Gaighata) । প্রায় আধঘণ্টা চলে এই অবরোধ । ফলে ব্যাপক যানযটের সৃষ্টি হয় এলাকায় । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার ধর্মপুর বাজার এলাকায় । এই ঘটনায় পুলিশের কাজে বাধা ও জাতীয় সড়ক অবরোধ করায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ৷

স্থানীয়রা জানিয়েছেন, ধর্মপুর বাজারে পান, বিড়ির দোকান-সহ একাধিক দোকানে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে যার ফলে পরিবেশ নষ্ট হচ্ছে । মদ খাওয়ার ফলে পরিবারে অশান্তি বাঁধছে । তাতে পুলিশের কোনও ভ্রুক্ষেপ নেই । অবরোধকারীদের দাবি, যাঁরা মদ বিক্রি করছেন তাঁদের না ধরে যাঁরা মদ খাচ্ছেন তাঁদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ । সেই কারণে তাঁরা রাস্তা অবরোধ করেছেন । তাঁরা চাইছেন, এলাকায় অবৈধভাবে মদ বিক্রি বন্ধ হোক এবং এলাকার শান্তি ফিরে আসুক ।

আরও পড়ুন: বর্ধমানের হোটেল-ধাবায় বন্ধ মদ বিক্রি, কড়া প্রশাসন

ওই এলাকায় যে অবৈধভাবে মদ বিক্রি হয় তা স্বীকার করে নিয়েছেন ধর্মপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অতুল দে । তিনি বলেন, "এলাকায় মদ বিক্রি হয় আমরা শুনেছি । আজ রাস্তা অবরোধ হয়েছিল, স্বাধীনতার দিন রাস্তা অবরোধ হওয়ায় মানুষের অসুবিধা হয় । তাই আমাদের দলীয় নেতৃত্ব গিয়ে অবরোধ তুলে দেয় ।"

মদ বিক্রির বিরুদ্ধে পুলিশের অভিযান

তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে এলাকায় মদ বিক্রি করা বন্ধ করবেন বলে আশ্বাসও দিয়েছেন । পুলিশ সূত্রে খবর, মদ বিক্রির বিরুদ্ধে এলাকায় অভিযান চালিয়ে দু'জনকে আটক করে পুলিশ । তখন কয়েকজন পুলিশের কাজে বাধা দেয় এবং অবরোধ শুরু করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.