ETV Bharat / state

Barrackpore Shooting Incident : চব্বিশ ঘণ্টা পরেও ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডের কিনারা করতে পারল না পুলিশ - ব্যারাকপুর গুলিকাণ্ডের চব্বিশ ঘণ্টা পার

সোমবার দুপুরে গুলি চলে ব্যারাকপুরের ডি বাপি বিরিয়ানির দোকানে (Barrackpore Shooting Incident) ৷ অভিযোগ তিন দুষ্কৃতী বাইকে চেপে এসে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালায় ৷ গুলিবিদ্ধ হন 2 জন ৷

Barrackpore Shooting Incident update
চব্বিশ ঘণ্টা পরেও ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডের কিনারা করতে পারল না পুলিশ
author img

By

Published : May 17, 2022, 6:23 PM IST

Updated : May 17, 2022, 6:36 PM IST

ব্যারাকপুর, 17 মে : ব‍্যারাকপুর গুলিকাণ্ডে-র (Barrackpore Shooting Incident) মোটিভ সম্পর্কে এখনও অন্ধকারে পুলিশ । রহস্য ভেদ করতে ইতিমধ্যেই তদন্তকারীরা বিরিয়ানির দোকানের মালিক এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন । জিজ্ঞাসাবাদ করা হয়েছে দোকানের কর্মীদেরও । খতিয়ে দেখা হচ্ছে বিরিয়ানির দোকান এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ-ও । সূত্রের খবর, বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসের সঙ্গে কথা বলে ইতিমধ্যে বেশকিছু তথ্য এসেছে পুলিশের হাতে । তদন্তকারীরা জানতে পেরেছেন, কয়েকদিন ধরেই তাঁর মোবাইলে অচেনা নম্বর থেকে হুমকি ফোন আসছিল । করা হচ্ছিল গালিগালাজও ।

চব্বিশ ঘণ্টা পরেও ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডের কিনারা করতে পারল না পুলিশ

হুমকি ফোনে ওই ব‍্যবসায়ীর উদ্দেশ্যে বলা হয়, "বেশি বাড়াবাড়ি করিস না! বিরিয়ানির ব‍্যবসায় এত বিক্রিবাটা হচ্ছে কীভাবে? তোর বেশি অহংকার হয়ে গিয়েছে !" এই হুমকি ফোনের পিছনে ব্যবসায়িক কোনও শত্রুতা থাকতে পারে বলেই ধারণা তদন্তকারীদের । তবে এর অন্য কোনও কারণ আছে কিনা,সেটাও খতিয়ে দেখা হচ্ছে । জানা গিয়েছে, যে নম্বর থেকে ওই বিরিয়ানি দোকানের মালিকের মোবাইল ফোনে হুমকি ফোন এসেছিল, সেই নম্বরের কললিস্ট ইতিমধ্যে খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে ব‍্যারাকপুর কমিশনারেটের পুলিশ ৷ তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে দোকান মালিকের মোবাইলটি-ও । সেখান থেকে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকে নজর রয়েছে তদন্তকারীদের ।

আরও পড়ুন : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে চলল গুলি, আহত 2

তবে,ঘটনার পর বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও এই গুলিকাণ্ডের রহস্যের কিনারা এখনও করতে পারেনি পুলিশ । গ্রেফতার করা সম্ভব হয়নি কাউকেই । শুধু পুলিশের সাফল্য বলতে একজনকে আটক করা । ব‍্যস,ওই অবধি ! গুলিকাণ্ডে তারপর না হয়েছে কোনও গ্রেফতারি, আর না হয়েছে রহস্যের কিনারা । এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । দীর্ঘ কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কেন পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারল না? কেনই বা এখনও রহস্য ভেদ করা সম্ভব হলনা? অপরাধ দমনে একের পর এক নতুন থানা গঠিত হওয়ার পরও কেন ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতী দৌরাত্ম্য কমছে না ? এরকমই নানা প্রশ্ন ঘুরছে স্থানীয়দের মনে । যদিও, দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে কিংবা গুলিকাণ্ডের রহস্যের কিনারা করতে পুলিশ তৎপর বলে দাবি করেছেন ব‍্যারাকপুর কমিশনারেটের কর্তারা । তবে আতঙ্ক কাটিয়ে মঙ্গলবার সকাল থেকে ফের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বারাসত-ব‍্যারাকপুর রোডের পাশের ডি বাপি নামের জনপ্রিয় ওই বিরিয়ানির দোকান । সকাল থেকে দোকানের কর্মীরাও কাজে যোগ দিয়েছেন ৷ নিরাপত্তার খাতিরে দোকানের ঠিক পাশে মোতায়েন রয়েছে পুলিশের গাড়ি ।

ব্যারাকপুর, 17 মে : ব‍্যারাকপুর গুলিকাণ্ডে-র (Barrackpore Shooting Incident) মোটিভ সম্পর্কে এখনও অন্ধকারে পুলিশ । রহস্য ভেদ করতে ইতিমধ্যেই তদন্তকারীরা বিরিয়ানির দোকানের মালিক এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন । জিজ্ঞাসাবাদ করা হয়েছে দোকানের কর্মীদেরও । খতিয়ে দেখা হচ্ছে বিরিয়ানির দোকান এবং তার আশপাশের সিসিটিভি ফুটেজ-ও । সূত্রের খবর, বিরিয়ানির দোকানের মালিক বাপি দাসের সঙ্গে কথা বলে ইতিমধ্যে বেশকিছু তথ্য এসেছে পুলিশের হাতে । তদন্তকারীরা জানতে পেরেছেন, কয়েকদিন ধরেই তাঁর মোবাইলে অচেনা নম্বর থেকে হুমকি ফোন আসছিল । করা হচ্ছিল গালিগালাজও ।

চব্বিশ ঘণ্টা পরেও ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলিকাণ্ডের কিনারা করতে পারল না পুলিশ

হুমকি ফোনে ওই ব‍্যবসায়ীর উদ্দেশ্যে বলা হয়, "বেশি বাড়াবাড়ি করিস না! বিরিয়ানির ব‍্যবসায় এত বিক্রিবাটা হচ্ছে কীভাবে? তোর বেশি অহংকার হয়ে গিয়েছে !" এই হুমকি ফোনের পিছনে ব্যবসায়িক কোনও শত্রুতা থাকতে পারে বলেই ধারণা তদন্তকারীদের । তবে এর অন্য কোনও কারণ আছে কিনা,সেটাও খতিয়ে দেখা হচ্ছে । জানা গিয়েছে, যে নম্বর থেকে ওই বিরিয়ানি দোকানের মালিকের মোবাইল ফোনে হুমকি ফোন এসেছিল, সেই নম্বরের কললিস্ট ইতিমধ্যে খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে ব‍্যারাকপুর কমিশনারেটের পুলিশ ৷ তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে দোকান মালিকের মোবাইলটি-ও । সেখান থেকে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকে নজর রয়েছে তদন্তকারীদের ।

আরও পড়ুন : ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে চলল গুলি, আহত 2

তবে,ঘটনার পর বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও এই গুলিকাণ্ডের রহস্যের কিনারা এখনও করতে পারেনি পুলিশ । গ্রেফতার করা সম্ভব হয়নি কাউকেই । শুধু পুলিশের সাফল্য বলতে একজনকে আটক করা । ব‍্যস,ওই অবধি ! গুলিকাণ্ডে তারপর না হয়েছে কোনও গ্রেফতারি, আর না হয়েছে রহস্যের কিনারা । এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে । দীর্ঘ কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কেন পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারল না? কেনই বা এখনও রহস্য ভেদ করা সম্ভব হলনা? অপরাধ দমনে একের পর এক নতুন থানা গঠিত হওয়ার পরও কেন ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতী দৌরাত্ম্য কমছে না ? এরকমই নানা প্রশ্ন ঘুরছে স্থানীয়দের মনে । যদিও, দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকাতে কিংবা গুলিকাণ্ডের রহস্যের কিনারা করতে পুলিশ তৎপর বলে দাবি করেছেন ব‍্যারাকপুর কমিশনারেটের কর্তারা । তবে আতঙ্ক কাটিয়ে মঙ্গলবার সকাল থেকে ফের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বারাসত-ব‍্যারাকপুর রোডের পাশের ডি বাপি নামের জনপ্রিয় ওই বিরিয়ানির দোকান । সকাল থেকে দোকানের কর্মীরাও কাজে যোগ দিয়েছেন ৷ নিরাপত্তার খাতিরে দোকানের ঠিক পাশে মোতায়েন রয়েছে পুলিশের গাড়ি ।

Last Updated : May 17, 2022, 6:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.