ETV Bharat / state

পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেপ্তার মহিলা - police-identity-fraud-arrested-female-fraudsters

নিজেকে পুলিশের সাব ইনস্পেক্টর পরিচয় দিয়ে রূপা হাড়োয়ার গোয়ালপোঁতার বাসিন্দা আমিনুল মোল্লার কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা প্রতারণা করেছে । তাঁকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে সে ওই টাকা নিয়েছিল । আমিনুল ধাপে ধাপে ওই টাকা দিয়েছিলেন ।

fraud-arrested
গ্রেপ্তার মহিলা প্রতারক
author img

By

Published : Feb 7, 2020, 1:26 PM IST

হাড়োয়া, 7 ফেব্রুয়ারি : পুলিশ অফিসার পরিচয় দিয়ে যুবককে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ । উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রূপা মুখোপাধ্যায় । বাড়ি ব্যারাকপুরে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে পুলিশের সাব ইনস্পেক্টর পরিচয় দিয়ে রূপা হাড়োয়ার গোয়ালপোঁতার বাসিন্দা আমিনুল মোল্লার কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা প্রতারণা করেছে । তাঁকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে সে ওই টাকা নিয়েছিল । আমিনুল ধাপে ধাপে ওই টাকা দিয়েছিলেন ।

তিনি হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে । তার মোবাইল ফোনে ট্র‍্যাক করা শুরু হয় । অবশেষে টোপ দিয়ে বাসন্তী হাইওয়ের ঘুসিঘাটা লকগেটের কাছে ডেকে আনে । সেখান থেকে রূপাকে গ্রেপ্তার করা হয় । ঘটনার পিছনে কোনও বড় চক্র আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে ।

গ্রেপ্তার মহিলা প্রতারক

হাড়োয়া, 7 ফেব্রুয়ারি : পুলিশ অফিসার পরিচয় দিয়ে যুবককে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ । উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রূপা মুখোপাধ্যায় । বাড়ি ব্যারাকপুরে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে পুলিশের সাব ইনস্পেক্টর পরিচয় দিয়ে রূপা হাড়োয়ার গোয়ালপোঁতার বাসিন্দা আমিনুল মোল্লার কাছ থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা প্রতারণা করেছে । তাঁকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে সে ওই টাকা নিয়েছিল । আমিনুল ধাপে ধাপে ওই টাকা দিয়েছিলেন ।

তিনি হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে । তার মোবাইল ফোনে ট্র‍্যাক করা শুরু হয় । অবশেষে টোপ দিয়ে বাসন্তী হাইওয়ের ঘুসিঘাটা লকগেটের কাছে ডেকে আনে । সেখান থেকে রূপাকে গ্রেপ্তার করা হয় । ঘটনার পিছনে কোনও বড় চক্র আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে ।

গ্রেপ্তার মহিলা প্রতারক
Intro:পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা, মহিলা প্রতারক গ্রেপ্তার

হাড়োয়াঃ পুলিশ অফিসার পরিচয় দিয়ে যুবককে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রূপা মুখার্জি। তার বাড়ি ব্যারাকপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে পুলিশের সাব ইনস্পেক্টর পরিচয় দিয়ে রূপা হাড়োয়ার গোয়ালপোঁতার বাসিন্দা আমিনুল মোল্লার কাছ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা প্রতারণা করেছে। তাঁকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে সে ওই টাকা নিয়েছিল। আমিনুল ধাপে ধাপে ওই টাকা দিয়েছিলেন। পরে খোঁজখবর নিয়ে আমিনুল জানতে পারেন, রূপা পুলিশের লোকই নয়। তখন তিনি হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে। তার মোবাইল ফোনে ট্র‍্যাক করা শুরু হয়। অবশেষে টোপ দিয়ে বাসন্তী হাইওয়ের ঘুসিঘাটা লকগেটের কাছে ডেকে আনে। সেখান থেকে পুলিশ রূপাকে গ্রেপ্তার করে। ঘটনার পিছনে কোনও বড় চক্র আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।Body:পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা, মহিলা প্রতারক গ্রেপ্তার

হাড়োয়াঃ পুলিশ অফিসার পরিচয় দিয়ে যুবককে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রূপা মুখার্জি। তার বাড়ি ব্যারাকপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে পুলিশের সাব ইনস্পেক্টর পরিচয় দিয়ে রূপা হাড়োয়ার গোয়ালপোঁতার বাসিন্দা আমিনুল মোল্লার কাছ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা প্রতারণা করেছে। তাঁকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে সে ওই টাকা নিয়েছিল। আমিনুল ধাপে ধাপে ওই টাকা দিয়েছিলেন। পরে খোঁজখবর নিয়ে আমিনুল জানতে পারেন, রূপা পুলিশের লোকই নয়। তখন তিনি হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে। তার মোবাইল ফোনে ট্র‍্যাক করা শুরু হয়। অবশেষে টোপ দিয়ে বাসন্তী হাইওয়ের ঘুসিঘাটা লকগেটের কাছে ডেকে আনে। সেখান থেকে পুলিশ রূপাকে গ্রেপ্তার করে। ঘটনার পিছনে কোনও বড় চক্র আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।Conclusion:পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা, মহিলা প্রতারক গ্রেপ্তার

হাড়োয়াঃ পুলিশ অফিসার পরিচয় দিয়ে যুবককে প্রতারণার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রূপা মুখার্জি। তার বাড়ি ব্যারাকপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজেকে পুলিশের সাব ইনস্পেক্টর পরিচয় দিয়ে রূপা হাড়োয়ার গোয়ালপোঁতার বাসিন্দা আমিনুল মোল্লার কাছ থেকে প্রায় সাড়ে চার লক্ষ টাকা প্রতারণা করেছে। তাঁকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে সে ওই টাকা নিয়েছিল। আমিনুল ধাপে ধাপে ওই টাকা দিয়েছিলেন। পরে খোঁজখবর নিয়ে আমিনুল জানতে পারেন, রূপা পুলিশের লোকই নয়। তখন তিনি হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তকে ধরতে ফাঁদ পাতে। তার মোবাইল ফোনে ট্র‍্যাক করা শুরু হয়। অবশেষে টোপ দিয়ে বাসন্তী হাইওয়ের ঘুসিঘাটা লকগেটের কাছে ডেকে আনে। সেখান থেকে পুলিশ রূপাকে গ্রেপ্তার করে। ঘটনার পিছনে কোনও বড় চক্র আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.