ETV Bharat / state

বনগাঁয় অশান্তি, BJP কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের - tmc

মঙ্গলবার বনগাঁ পৌরসভার আস্থা ভোটের দিন পৌর এলাকায় 144 ধারা জারি ছিল । সেই নির্দেশ না মেনে BJP নেতা-কর্মীরা জমায়েত করেছেন ও সরকারি সম্পত্তি নষ্ট করেছেন । এই অভিযোগ এনে BJP কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ ।

BJP কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের
author img

By

Published : Jul 19, 2019, 4:48 AM IST

বনগাঁ, 19 জুলাই : 144 ধারা ভঙ্গ করে অবৈধ জমায়েত ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে BJP নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল বনগাঁ থানার পুলিশ । মঙ্গলবার বনগাঁ পৌরসভার আস্থা ভোটের দিন পৌর এলাকায় 144 ধারা জারি ছিল । সেই নির্দেশ না মেনে BJP নেতা-কর্মীরা জমায়েত করেছেন ও সরকারি সম্পত্তি নষ্ট করেছেন । এই অভিযোগ এনে পুলিশের পক্ষ থেকে উত্তর 24 পরগনার BJP জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডল-সহ সাত BJP নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ।

ঠিক কী ঘটেছিল সেদিন? মঙ্গলবার বিকেল তিনটের সময় বনগাঁ পৌরভবনে আস্থা ভোটের সময় নির্দিষ্ট ছিল । আড়াইটে নাগাদ এক কংগ্রেস কাউন্সিলর ও দলের আট কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পৌরপ্রধান শংকর আঢ্য পৌরভবনে প্রবেশ করেন । তিনটে নাগাদ 11 জন BJP সমর্থিত কাউন্সিলর দলবল নিয়ে পৌরসভার পুলিশ ব্যারিকেড পর্যন্ত আসেন । সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বনগাঁ থানার IC মানস চৌধুরি ও SDPO অশেষ ঘোষদস্তিদার । জামিন অযোগ্য ধারায় মামলা থাকায় মানসবাবু প্রথমেই কার্তিক মণ্ডল ও হিমাদ্রি মণ্ডল নামে দুই কাউন্সিলরকে ঢুকতে দেবেন না বলে জানান । BJP নেতারা জানান, ওই দু'জন হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছেন । আদালতের সেই নির্দেশের কপি পুলিশ সুপারকে মেইল করে দেওয়া হয়েছে ।

এদিকে IC জানান, তাঁকে আদালতের নির্দেশের হার্ড কপি দিতে হবে । না হলে ঢুকতে দেওয়া হবে না । কিছুক্ষণ পরে মানসবাবুকে আদালতের নির্দেশের কপির প্রিন্টআউট দেওয়া হয় । তাতেও পুলিশ খুশি হয়নি । মানসবাবু বলেন, অরিজিনাল সার্টিফায়েড কপি দেখাতে হবে । আস্থা ভোটের সময় পেরিয়ে যাচ্ছে দেখে BJP কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন । তখন পুলিশের ব্যারিকেড ঠেলে BJP-র ওই কাউন্সিলররা ভিতরে ঢোকার চেষ্টা করেন । শুরু হয় গোলমাল ।

অন্যদিকে BJP অভিযোগ তোলে থানার IC তৃণমূলকে আস্থা ভোটে জিতিয়ে দেওয়ার জন্যই BJP কাউন্সিলরদের আটকানোর চেষ্টা করছেন । পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । এরই মধ্যে সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে । তবে কারা বোমা মেরেছে তা স্পষ্ট নয় । কারণ গোলমালের সময় সেখানে দু'পক্ষের (তৃণমূল ও BJP) সমর্থকরাই ছিলেন । যদিও বনগাঁ থানার IC BJP-র বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে গতকাল মামলা দায়ের করেন ।

এই বিষয়ে BJP জেলা সহ-সভাপতি দেবদাসবাবু বলেন, "শুনেছি পুলিশ একটি মামলা করেছে। আমরা আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি । আশা করি আদালত জামিন মঞ্জুর করবে ।"

বনগাঁ, 19 জুলাই : 144 ধারা ভঙ্গ করে অবৈধ জমায়েত ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে BJP নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল বনগাঁ থানার পুলিশ । মঙ্গলবার বনগাঁ পৌরসভার আস্থা ভোটের দিন পৌর এলাকায় 144 ধারা জারি ছিল । সেই নির্দেশ না মেনে BJP নেতা-কর্মীরা জমায়েত করেছেন ও সরকারি সম্পত্তি নষ্ট করেছেন । এই অভিযোগ এনে পুলিশের পক্ষ থেকে উত্তর 24 পরগনার BJP জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডল-সহ সাত BJP নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ।

ঠিক কী ঘটেছিল সেদিন? মঙ্গলবার বিকেল তিনটের সময় বনগাঁ পৌরভবনে আস্থা ভোটের সময় নির্দিষ্ট ছিল । আড়াইটে নাগাদ এক কংগ্রেস কাউন্সিলর ও দলের আট কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পৌরপ্রধান শংকর আঢ্য পৌরভবনে প্রবেশ করেন । তিনটে নাগাদ 11 জন BJP সমর্থিত কাউন্সিলর দলবল নিয়ে পৌরসভার পুলিশ ব্যারিকেড পর্যন্ত আসেন । সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বনগাঁ থানার IC মানস চৌধুরি ও SDPO অশেষ ঘোষদস্তিদার । জামিন অযোগ্য ধারায় মামলা থাকায় মানসবাবু প্রথমেই কার্তিক মণ্ডল ও হিমাদ্রি মণ্ডল নামে দুই কাউন্সিলরকে ঢুকতে দেবেন না বলে জানান । BJP নেতারা জানান, ওই দু'জন হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছেন । আদালতের সেই নির্দেশের কপি পুলিশ সুপারকে মেইল করে দেওয়া হয়েছে ।

এদিকে IC জানান, তাঁকে আদালতের নির্দেশের হার্ড কপি দিতে হবে । না হলে ঢুকতে দেওয়া হবে না । কিছুক্ষণ পরে মানসবাবুকে আদালতের নির্দেশের কপির প্রিন্টআউট দেওয়া হয় । তাতেও পুলিশ খুশি হয়নি । মানসবাবু বলেন, অরিজিনাল সার্টিফায়েড কপি দেখাতে হবে । আস্থা ভোটের সময় পেরিয়ে যাচ্ছে দেখে BJP কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন । তখন পুলিশের ব্যারিকেড ঠেলে BJP-র ওই কাউন্সিলররা ভিতরে ঢোকার চেষ্টা করেন । শুরু হয় গোলমাল ।

অন্যদিকে BJP অভিযোগ তোলে থানার IC তৃণমূলকে আস্থা ভোটে জিতিয়ে দেওয়ার জন্যই BJP কাউন্সিলরদের আটকানোর চেষ্টা করছেন । পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । এরই মধ্যে সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে । তবে কারা বোমা মেরেছে তা স্পষ্ট নয় । কারণ গোলমালের সময় সেখানে দু'পক্ষের (তৃণমূল ও BJP) সমর্থকরাই ছিলেন । যদিও বনগাঁ থানার IC BJP-র বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে গতকাল মামলা দায়ের করেন ।

এই বিষয়ে BJP জেলা সহ-সভাপতি দেবদাসবাবু বলেন, "শুনেছি পুলিশ একটি মামলা করেছে। আমরা আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি । আশা করি আদালত জামিন মঞ্জুর করবে ।"

বনগাঁয় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের সুয়োমোটো মামলা বনগাঁঃ ১৪৪ ধারা ভঙ্গ করে অবৈধ জমায়েত ও সরকার সম্পত্তি নষ্টের অভিযোগে বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সুয়োমোটো মামলা পুলিশের। মঙ্গলবার বনগাঁ পৌরসভার আস্থা ভোটের দিন পৌর এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। যেখানে একসঙ্গে পাঁচ জনের বেশি জমায়েত নিষিদ্ধ ছিল। সেই নির্দেশ না মেনে বিজেপি নেতা-কর্মীরা জমায়েত করেছেন ও সরকারি সম্পত্তি নষ্ট করেছেন। পুলিশের পক্ষ থেকে উত্তর ২৪ পরগনার বিজেপি জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডল-সহ সাত বিজেপি নেতার বিরুদ্ধে সুয়োমোটো মামলা রুজু করা হয়েছে। যদিও দেবদাসবাবু বলেন, 'শুনেছি পুলিশ একটি মামলা করেছে। আমরা আগাম জামিন চেয়ে হাইকোর্টের দারস্ত হয়েছি। আশা করি মহামান্য আদালত জামিন মঞ্জুর করবে। ঠিক কী ঘটেছিল সেদিন? মঙ্গলবার বিকেল তিনটের সময় বনগাঁ পৌরভবনে আস্থা ভোটের সময় নির্দিষ্ট ছিল। আড়াইটে নাগাদ এক কংগ্রেস কাউন্সিলর ও দলের আট কাউন্সিলর সঙ্গে নিয়ে পৌরপ্রধান শংকর আঢ্য পৌরভবনে ঢোকেন। তিনটে নাগাদ ১১ জন বিজেপি কাউন্সিলর দলবল নিয়ে পৌরসভার পুলিশ ব্যারিকেড পর্যন্ত আসেন। সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বনগাঁ থানার আইসি মানস চৌধুরী ও এসডিপিও অশেষ ঘোষদস্তিদার। মানসবাবু প্রথমেই কার্তিক মণ্ডল ও হিমাদ্রি মণ্ডল নামে বিজেপির দুই কাউন্সিলরকে ঢুকতে দেবেন বলে জানান। তিনি বলেন, ওই দু'জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। বিজেপি নেতারা জানান, ওই দু'জন হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছেন। আদালতের সেই নির্দেশের কপি পুলিশ সুপারকে মেল করে দেওয়াও হয়েছে। কিন্তু আইসি বলেন, তাঁকে আদালতের নির্দেশের হার্ড কপি দিতে হবে। না হলে ঢুকতে দেওয়া হবে না। কিছুক্ষণ পরে আইসি মানসবাবুকে আদালতের নির্দেশের কপি নেট থেকে প্রিন্ট বের করে দেওয়া হয়। তাতেও পুলিশ খুশি নয়। মানসবাবু বলেন, অরিজিনাল সার্টিফায়েড কপি দেখাতে হবে। এদিকে আস্থা ভোটের সময় পেরিয়ে যাচ্ছে। তখন বিজেপি কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। তখন পুলিশের ব্যারিকেড ঠেলে বিজেপির ওই কাউন্সিলররা ভিতরে ঢোকার চেষ্টা করেন। তখন তুমুল গোলমাল শুরু হয়। বিজেপি অভিযোগ তোলে থানার আইসি তৃণমূলকে আস্থা ভোটে জিতিয়ে দেওয়ার জন্য বিজেপি কাউন্সিলরদের আটকানোর চেষ্টা করছেন। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিমন্ত্রণ করার চেষ্টা করে। ইতিমধ্যে সেখানে একটি বোমা ফাটে। তবে কারা বোমা মেরেছে তা স্পষ্ট নয়। কারণ একদল তৃণমূল সমর্থকও ২০ ফুট দূরে গলির মধ্যে দাঁড়িয়ে ছিল। সেখান থেকে তাঁরা নানা রকম হুমকি দিচ্ছিলেন। গোলমালের সময় সেখানে দু'পক্ষের সমর্থকরাই ছিলেন। যদিও বনগাঁ থানার আইসি গোলমালের সব দায় বিজেপির ঘাড়েই চাপিয়েছেন। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে তৃণমূল বনগাঁয় প্রতিবাদ মিছিলও করে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.