বনগাঁ, 19 জুলাই : 144 ধারা ভঙ্গ করে অবৈধ জমায়েত ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে BJP নেতা-কর্মীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করল বনগাঁ থানার পুলিশ । মঙ্গলবার বনগাঁ পৌরসভার আস্থা ভোটের দিন পৌর এলাকায় 144 ধারা জারি ছিল । সেই নির্দেশ না মেনে BJP নেতা-কর্মীরা জমায়েত করেছেন ও সরকারি সম্পত্তি নষ্ট করেছেন । এই অভিযোগ এনে পুলিশের পক্ষ থেকে উত্তর 24 পরগনার BJP জেলা সহ-সভাপতি দেবদাস মণ্ডল-সহ সাত BJP নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ।
ঠিক কী ঘটেছিল সেদিন? মঙ্গলবার বিকেল তিনটের সময় বনগাঁ পৌরভবনে আস্থা ভোটের সময় নির্দিষ্ট ছিল । আড়াইটে নাগাদ এক কংগ্রেস কাউন্সিলর ও দলের আট কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পৌরপ্রধান শংকর আঢ্য পৌরভবনে প্রবেশ করেন । তিনটে নাগাদ 11 জন BJP সমর্থিত কাউন্সিলর দলবল নিয়ে পৌরসভার পুলিশ ব্যারিকেড পর্যন্ত আসেন । সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বনগাঁ থানার IC মানস চৌধুরি ও SDPO অশেষ ঘোষদস্তিদার । জামিন অযোগ্য ধারায় মামলা থাকায় মানসবাবু প্রথমেই কার্তিক মণ্ডল ও হিমাদ্রি মণ্ডল নামে দুই কাউন্সিলরকে ঢুকতে দেবেন না বলে জানান । BJP নেতারা জানান, ওই দু'জন হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছেন । আদালতের সেই নির্দেশের কপি পুলিশ সুপারকে মেইল করে দেওয়া হয়েছে ।
এদিকে IC জানান, তাঁকে আদালতের নির্দেশের হার্ড কপি দিতে হবে । না হলে ঢুকতে দেওয়া হবে না । কিছুক্ষণ পরে মানসবাবুকে আদালতের নির্দেশের কপির প্রিন্টআউট দেওয়া হয় । তাতেও পুলিশ খুশি হয়নি । মানসবাবু বলেন, অরিজিনাল সার্টিফায়েড কপি দেখাতে হবে । আস্থা ভোটের সময় পেরিয়ে যাচ্ছে দেখে BJP কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন । তখন পুলিশের ব্যারিকেড ঠেলে BJP-র ওই কাউন্সিলররা ভিতরে ঢোকার চেষ্টা করেন । শুরু হয় গোলমাল ।
অন্যদিকে BJP অভিযোগ তোলে থানার IC তৃণমূলকে আস্থা ভোটে জিতিয়ে দেওয়ার জন্যই BJP কাউন্সিলরদের আটকানোর চেষ্টা করছেন । পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । এরই মধ্যে সেখানে একটি বোমা বিস্ফোরণ ঘটে । তবে কারা বোমা মেরেছে তা স্পষ্ট নয় । কারণ গোলমালের সময় সেখানে দু'পক্ষের (তৃণমূল ও BJP) সমর্থকরাই ছিলেন । যদিও বনগাঁ থানার IC BJP-র বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে গতকাল মামলা দায়ের করেন ।
এই বিষয়ে BJP জেলা সহ-সভাপতি দেবদাসবাবু বলেন, "শুনেছি পুলিশ একটি মামলা করেছে। আমরা আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছি । আশা করি আদালত জামিন মঞ্জুর করবে ।"