ETV Bharat / state

দেগঙ্গায় ভেজাল গুঁড়ো মশলা কারবারের হদিস, গ্রেপ্তার ২

আজ দুপুরে দেগঙ্গায় তল্লাশি অভিযান চালিয়ে ভেজাল গুঁড়ো মশলা কারবারের সন্ধান পেল পুলিশ। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

author img

By

Published : Apr 2, 2019, 9:50 PM IST

ভেজাল গুঁড়ো মশলা

বারাসত, 2 এপ্রিল : আজ দুপুরে দেগঙ্গায় অভিযান চালিয়ে ভেজাল গুঁড়ো মশলা কারবারের হদিস পেল পুলিশ। দেগঙ্গা বাজারের একটি দোকানে এই কারবার চলছিল। ভেজাল মশলার কারবার চালানোর অভিযোগে ওই দোকানের দুই মালিককে গ্রেপ্তার করা হয়েছে। দোকানটি সিল করা হয়েছে।


স্থানীয় সূত্রে খবর, দোকানের দুই মালিক রাজকুমার দাস ও গোপাল দাস দুই ভাই। স্থানীয়রা জানতেন, ওই দোকানে গোটা হলুদ ভাঙানো হয়। পুলিশ জানিয়েছে, খবর ছিল বাজারের এই দোকানে ভেজাল গুঁড়ো মশলার কারবার চলছে। আজ দোকানে হানা দেয় দেগঙ্গা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোটা হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়োর সঙ্গে ভেজাল মেশানো হত। মশলায় বিভিন্ন রাসায়নিক রঙ মেশানো হত। সেই ভেজাল মশলা শহরতলি ও কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি করা হত।

দেগঙ্গা থানার IC পরেশ রায় জানান, দোকান থেকে 13 রকমের আইটেম মিলিয়ে মোট 1400 গ্রাম মশলার নমুনা সংগ্রহ করেছে পুলিশ। তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।

বারাসত, 2 এপ্রিল : আজ দুপুরে দেগঙ্গায় অভিযান চালিয়ে ভেজাল গুঁড়ো মশলা কারবারের হদিস পেল পুলিশ। দেগঙ্গা বাজারের একটি দোকানে এই কারবার চলছিল। ভেজাল মশলার কারবার চালানোর অভিযোগে ওই দোকানের দুই মালিককে গ্রেপ্তার করা হয়েছে। দোকানটি সিল করা হয়েছে।


স্থানীয় সূত্রে খবর, দোকানের দুই মালিক রাজকুমার দাস ও গোপাল দাস দুই ভাই। স্থানীয়রা জানতেন, ওই দোকানে গোটা হলুদ ভাঙানো হয়। পুলিশ জানিয়েছে, খবর ছিল বাজারের এই দোকানে ভেজাল গুঁড়ো মশলার কারবার চলছে। আজ দোকানে হানা দেয় দেগঙ্গা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গোটা হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়োর সঙ্গে ভেজাল মেশানো হত। মশলায় বিভিন্ন রাসায়নিক রঙ মেশানো হত। সেই ভেজাল মশলা শহরতলি ও কলকাতার বিভিন্ন বাজারে বিক্রি করা হত।

দেগঙ্গা থানার IC পরেশ রায় জানান, দোকান থেকে 13 রকমের আইটেম মিলিয়ে মোট 1400 গ্রাম মশলার নমুনা সংগ্রহ করেছে পুলিশ। তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।

Raju biswas,barasat.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.