ETV Bharat / state

বিষ্ণুপুরে পুলিশের গাড়িতে ধাক্কা, আহত 5 - বিষ্ণুপুরে পুলিশের গাড়িতে ধাক্কা

পুলিশের গাড়িতে ধাক্কা মারল বেপরোয়া কলকাতা-রায়চকগামী বাস ৷ দুর্ঘটনায় দু'জন SI সহ পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন ৷

বিষ্ণুপুরে পুলিশের গাড়িতে ধাক্কা
author img

By

Published : Nov 14, 2019, 4:22 PM IST

Updated : Nov 14, 2019, 7:31 PM IST

বিষ্ণুপুর, 14 নভেম্বর : পুলিশের গাড়িতে ধাক্কা মারল কলকাতা-রায়চকগামী বাস ৷ বাসের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে ৷ দুর্ঘটনায় দু'জন SI সহ পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন ৷ দুর্ঘটনাটি 117 নম্বর জাতীয় সড়কের কাছে বিষ্ণুপুরের ৷

দুর্ঘটনায় আহতদের মধ্যে দু'জন পুলিশকর্মীর মাথা ফেটে যায় ৷ পাঁচজনের প্রত্যেককেই প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয় ৷ অবস্থার অবনতি হলে তিনজনকে কলকাতার হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয় ৷ বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ আহতদের নাম SI দিলীপ মিদ্দে, SI সুপ্রিয় রং, কনস্টেবল ললিত ওরাওঁ ও একজন সিভিক ভলান্টিয়ার সহ গাড়ির চালক নিতাই পণ্ডিত ৷

দেখুন ভিডিয়ো

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে ৷ গ্রেপ্তার করা হয়েছে চালককেও ৷ তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশের অনুমান, বাসের চালক মদ খেয়েছিল বলেই এই দুর্ঘটনা ৷

বিষ্ণুপুর, 14 নভেম্বর : পুলিশের গাড়িতে ধাক্কা মারল কলকাতা-রায়চকগামী বাস ৷ বাসের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে ৷ দুর্ঘটনায় দু'জন SI সহ পাঁচজন পুলিশকর্মী আহত হয়েছেন ৷ দুর্ঘটনাটি 117 নম্বর জাতীয় সড়কের কাছে বিষ্ণুপুরের ৷

দুর্ঘটনায় আহতদের মধ্যে দু'জন পুলিশকর্মীর মাথা ফেটে যায় ৷ পাঁচজনের প্রত্যেককেই প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয় ৷ অবস্থার অবনতি হলে তিনজনকে কলকাতার হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয় ৷ বাকি দু'জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ আহতদের নাম SI দিলীপ মিদ্দে, SI সুপ্রিয় রং, কনস্টেবল ললিত ওরাওঁ ও একজন সিভিক ভলান্টিয়ার সহ গাড়ির চালক নিতাই পণ্ডিত ৷

দেখুন ভিডিয়ো

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে ৷ গ্রেপ্তার করা হয়েছে চালককেও ৷ তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশের অনুমান, বাসের চালক মদ খেয়েছিল বলেই এই দুর্ঘটনা ৷

Intro:Body:বিষ্ণুপুরে পুলিশের গাড়িকে ধাক্কা রায়চকগামী বাসের, মাথা ফাটল ২ S.I সহ ৫ পুলিশকর্মী, ধৃত ঘাতক গাড়ির চালক

বিষ্ণুপুর, ১৪ নভেম্বর
১১৭ নম্বর জাতীয় সড়কের বিষ্ণুপুরে পুলিশের গাড়িতে ধাক্কা বেপরোয়া কলকাতা রায়চকগামী বাসের। দূর্ঘটনায় ২ SI সহ গুরুতর জখম ৫ পুলিশকর্মী। আহতদের ২ পুলিশ আধিকারিকের মাথা ফেটেছে। প্রত্যেককেই প্রথমে আমতলা গ্রামীন হাসপাতালে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনায় ঘাতক রায়চকগামী বাস সহ চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রজু হয়েছে।
আহতরা এস আই দিলীপ মিদ্দে, এস আই সুপ্রীয় রঙ, কন্সটেবল ললিত ওরাম ও এক সিভিকসহ গাড়ির চালক নিতাই পন্ডিত।
পুলিশের অনুমান চালক মদ্যপ থাকার জেরেই এই দূর্ঘটনাConclusion:
Last Updated : Nov 14, 2019, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.