ETV Bharat / state

ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার কাউন্সিলর সহ 2

ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় কাউন্সিলর সহ আরও দু'জনকে গ্রেপ্তার করল CID । গতকাল দিঘা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jun 20, 2019, 5:38 AM IST

Updated : Jun 20, 2019, 5:52 AM IST

ব্যারাকপুর, 20 জুন : ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় এলাকার কাউন্সিলর সহ আরও দু'জনকে গ্রেপ্তার করল CID । গতকাল দিঘা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালবাবু দাস, ইন্দ্রজিত দাস ও প্রদীপ সাউ নামে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।

11 জুন ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু হয় দু'জনের । দুষ্কৃতীদের ছোড়া বোমায় ঘটনাস্থানেই মৃত্যু হয় মহম্মদ হালিম(60) নামে এক ব্যক্তির । ঘটনায় জখম মহম্মদ মুস্তাক পরে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে মারা যান । মৃতের পরিবারের তরফে জগদ্দল থানায় 25 জনের নামে অভিযোগ দায়ের হয় । 12 জুন লালবাবু দাস, ইন্দ্রজিত দাস ও প্রদীপ সাউ নামে তিনজনকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ ।

আজ দিঘা থেকে জগদ্দল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরি ও BJP কর্মী শিউজি রায়কে গ্রেপ্তার করে CID । অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদানের পর লালন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় । BJP-র অভিযোগ, দলত্যাগের কারণেই লালন চৌধুরিকে ফাঁসানো হয়েছে ।

এই সংক্রান্ত খবর : ভাটপাড়ায় বোমা ফেটে মৃত 2, ঘটনায় গ্রেপ্তার 3

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে 15,500 টাকা, দু'টি ATM কার্ড ও দুটি মোবাইল ফোন সিজ় করা হয়েছে ।

এই সংক্রান্ত খবর : একটি বোমা রক্তাক্ত করে দিল জন্মদিনের অনুষ্ঠান

ব্যারাকপুর, 20 জুন : ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় এলাকার কাউন্সিলর সহ আরও দু'জনকে গ্রেপ্তার করল CID । গতকাল দিঘা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । ইতিমধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লালবাবু দাস, ইন্দ্রজিত দাস ও প্রদীপ সাউ নামে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।

11 জুন ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু হয় দু'জনের । দুষ্কৃতীদের ছোড়া বোমায় ঘটনাস্থানেই মৃত্যু হয় মহম্মদ হালিম(60) নামে এক ব্যক্তির । ঘটনায় জখম মহম্মদ মুস্তাক পরে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে মারা যান । মৃতের পরিবারের তরফে জগদ্দল থানায় 25 জনের নামে অভিযোগ দায়ের হয় । 12 জুন লালবাবু দাস, ইন্দ্রজিত দাস ও প্রদীপ সাউ নামে তিনজনকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ ।

আজ দিঘা থেকে জগদ্দল পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লালন চৌধুরি ও BJP কর্মী শিউজি রায়কে গ্রেপ্তার করে CID । অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদানের পর লালন তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেয় । BJP-র অভিযোগ, দলত্যাগের কারণেই লালন চৌধুরিকে ফাঁসানো হয়েছে ।

এই সংক্রান্ত খবর : ভাটপাড়ায় বোমা ফেটে মৃত 2, ঘটনায় গ্রেপ্তার 3

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে 15,500 টাকা, দু'টি ATM কার্ড ও দুটি মোবাইল ফোন সিজ় করা হয়েছে ।

এই সংক্রান্ত খবর : একটি বোমা রক্তাক্ত করে দিল জন্মদিনের অনুষ্ঠান

sample description
Last Updated : Jun 20, 2019, 5:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.