ETV Bharat / state

Man Arrested: 19 লক্ষ টাকা উধাও বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে, গ্রেফতার অভিযুক্ত - প্রতারণার অভিযোগ কেয়ার ম্যানেজারের বিরুদ্ধে

লেকটাউনে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা (police arrested a person to accused of cheating)৷ প্রতারণার অভিযোগ কেয়ার ম্যানেজারের বিরুদ্ধে ৷ গ্রেফতার অভিযুক্ত সুদীপ্ত বিশ্বাস ৷ ঘটনার তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ ৷

Man Arrested
বৃদ্ধাকে প্রতারণা
author img

By

Published : Jan 5, 2023, 9:44 PM IST

কেয়ার ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

লেকটাউন, 5 জানুয়ারি: লেকটাউনের বাসিন্দা সত্তরোর্ধ্ব জয়শ্রী মুখোপাধ্যায় ৷ প্রতারণার অভিযোগ কেয়ার ম্যানেজারের বিরুদ্ধে ৷ হঠাৎই তাঁর মেয়ে জানতে পারেন মায়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 19 লক্ষ টাকা উধাও ৷ এরপরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধার কেয়ার ম্যানেজারের বিরুদ্ধে (cheating with a old woman in Lake Town) ৷ বৃদ্ধার মেয়ে লিজা মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতেই বুধবার অভিযুক্তকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ ৷

আরও পড়ুন: বৃদ্ধার গায়ে প্রস্রাবের ঘটনার একমাস পর কেন অভিযোগ দায়ের, প্রশ্নের মুখে বিমান সংস্থা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিন্দী থানা এলকার বাসিন্দা লিজা মুখোপাধ্যায় ৷ বর্তমানে প্রবাসী (লন্ডন) চিকিৎসক ৷ তিনি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করে জানান, তাঁর মা সত্তরোর্ধ্ব জয়শ্রী গোস্বামী কালিন্দী এলাকাতেই থাকেন ৷ 2018 সাল থেকে ট্রিবিকা কেয়ার নামে একটি সংস্থার মাধ্যমে এক কেয়ার ম্যানেজার নিয়োগ করেন ৷ মাসিক 8 হাজার বেতনের পরিপ্রেক্ষিতেই জয়শ্রী দেবীর দেখাশোনা করতেন এই ব্যক্তি ৷ 2020 সালে সেই কেয়ার ম্যানেজারকে পরিবর্তন করে বেসরকারি সংস্থা ৷ সেই জায়গায় সুদীপ্ত বিশ্বাস নামে এক ব্যক্তিকে নিয়োগ করেন ৷ তারপর থেকে ওই ব্যক্তি বৃদ্ধা জয়শ্রী দেবীর দেখাশোনা করতেন ৷

আরও পড়ুন: স্কুটার-সহ মহিলাকে হিঁচড়ে কয়েক কিমি নিয়ে গেল ট্রাক! খোয়া গেল প্রাণ

ডিসেম্বর মাসে জয়শ্রী দেবীর কন্যা লিজা মুখোপাধ্যায় কলকাতায় ফিরে জানতে পারেন তাঁর মায়ের ব্যাংক থেকে 19 লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে । তিনি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ লিজা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পারে, ওই বৃদ্ধা বিভিন্ন সময় ব্যাংক থেকে টাকা তোলার জন্যে ওই কেয়ার ম্যানেজারকে চেক লিখে দিতেন । কখনও ওই ম্যানেজার চেকে সাক্ষর ভুল আছে বলে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিত বলে পুলিশ সূত্রে খবর । সেই চেক জমা দিয়েই কেয়ার ম্যানেজার নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করত ৷ এছাড়াও বৃদ্ধার এটিএম কার্ডের পিন নম্বর জেনে সেখান থেকেও টাকা তুলতো বলে খবর পুলিশ সূত্রে ৷ এই প্রতারণার সঙ্গে আরও কারও যোগ রয়েছে কি না, সেটা তদন্ত শুরু করেছে লেক টাউন থানার পুলিশ ।

কেয়ার ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

লেকটাউন, 5 জানুয়ারি: লেকটাউনের বাসিন্দা সত্তরোর্ধ্ব জয়শ্রী মুখোপাধ্যায় ৷ প্রতারণার অভিযোগ কেয়ার ম্যানেজারের বিরুদ্ধে ৷ হঠাৎই তাঁর মেয়ে জানতে পারেন মায়ের অ্যাকাউন্ট থেকে প্রায় 19 লক্ষ টাকা উধাও ৷ এরপরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধার কেয়ার ম্যানেজারের বিরুদ্ধে (cheating with a old woman in Lake Town) ৷ বৃদ্ধার মেয়ে লিজা মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতেই বুধবার অভিযুক্তকে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ ৷

আরও পড়ুন: বৃদ্ধার গায়ে প্রস্রাবের ঘটনার একমাস পর কেন অভিযোগ দায়ের, প্রশ্নের মুখে বিমান সংস্থা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিন্দী থানা এলকার বাসিন্দা লিজা মুখোপাধ্যায় ৷ বর্তমানে প্রবাসী (লন্ডন) চিকিৎসক ৷ তিনি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করে জানান, তাঁর মা সত্তরোর্ধ্ব জয়শ্রী গোস্বামী কালিন্দী এলাকাতেই থাকেন ৷ 2018 সাল থেকে ট্রিবিকা কেয়ার নামে একটি সংস্থার মাধ্যমে এক কেয়ার ম্যানেজার নিয়োগ করেন ৷ মাসিক 8 হাজার বেতনের পরিপ্রেক্ষিতেই জয়শ্রী দেবীর দেখাশোনা করতেন এই ব্যক্তি ৷ 2020 সালে সেই কেয়ার ম্যানেজারকে পরিবর্তন করে বেসরকারি সংস্থা ৷ সেই জায়গায় সুদীপ্ত বিশ্বাস নামে এক ব্যক্তিকে নিয়োগ করেন ৷ তারপর থেকে ওই ব্যক্তি বৃদ্ধা জয়শ্রী দেবীর দেখাশোনা করতেন ৷

আরও পড়ুন: স্কুটার-সহ মহিলাকে হিঁচড়ে কয়েক কিমি নিয়ে গেল ট্রাক! খোয়া গেল প্রাণ

ডিসেম্বর মাসে জয়শ্রী দেবীর কন্যা লিজা মুখোপাধ্যায় কলকাতায় ফিরে জানতে পারেন তাঁর মায়ের ব্যাংক থেকে 19 লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে । তিনি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ লিজা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পারে, ওই বৃদ্ধা বিভিন্ন সময় ব্যাংক থেকে টাকা তোলার জন্যে ওই কেয়ার ম্যানেজারকে চেক লিখে দিতেন । কখনও ওই ম্যানেজার চেকে সাক্ষর ভুল আছে বলে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিত বলে পুলিশ সূত্রে খবর । সেই চেক জমা দিয়েই কেয়ার ম্যানেজার নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করত ৷ এছাড়াও বৃদ্ধার এটিএম কার্ডের পিন নম্বর জেনে সেখান থেকেও টাকা তুলতো বলে খবর পুলিশ সূত্রে ৷ এই প্রতারণার সঙ্গে আরও কারও যোগ রয়েছে কি না, সেটা তদন্ত শুরু করেছে লেক টাউন থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.