আমডাঙা, 28 ডিসেম্বর : আমডাঙায় শিশু খুনের ঘটনায় এবার গ্রেফতার করা হল সাবিনার প্রেমিক জামালউদ্দিন মণ্ডলকেও । ঘটনার পর থেকেই পলাতক ছিলেন জামাল । গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে আমডাঙার সাধনপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ (Police arrest the Lover of Sabina in the Amdanga child murder case)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমিকার সঙ্গে ষড়যন্ত্র করে শিশুটিকে খুন করার কথা কবুল করেছে জামালউদ্দিন । গত সোমবার সকালে আমডাঙার রাইপুরে একটি পুকুর থেকে 2 বছরের শিশুর একটি নিথর দেহ উদ্ধার হয় । শিশুটিকে খুনের অভিযোগ ওঠে মা সাবিনা বিবি এবং তার প্রেমিক জামালউদ্দিনের বিরুদ্ধে । স্থানীয়দের অভিযোগ ছিল, স্বামী থাকা সত্ত্বেও স্থানীয় ওই যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে সাবিনার । কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল সাবিনার 2 বছরের সন্তান । সেই কারণে কাঁটা সরাতেই শিশুটিকে পরিকল্পিতভাবে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয় । মহিলার প্রেমিকই শিশুটিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে বলে দাবি করেন সাবিনার পরিজনেরা । তবে, সেই দাবি যথাযথ মনে হয়নি পুলিশের কাছে ।
আরও পড়ুন: পরকীয়ায় কাঁটা, মায়ের বিরুদ্ধে 2 বছরের সন্তানকে খুন করে জলে ফেলার অভিযোগ
সত্যতা যাচাই করতে প্রথমে সাবিনা এবং তাঁর স্বামী সালামউদ্দিনকে আটক করে আমডাঙা থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, খুনে মহিলার স্বামীর কোনও যোগসূত্র না মেলায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় সালামউদ্দিনকে । প্রাথমিক তদন্তের পর থেকেই পুলিশের অনুমান ছিল, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করেই শিশুটিকে খুন করেছে ওই মহিলা । সাবিনা এবং তার প্রেমিককে মুখোমুখি বসিয়ে জেরা করতেই খুনের রহস্যের কিনারা হয় । খুনের কথা কবুলও করে দু'জনেই । ধৃত জামালউদ্দিনকে মঙ্গলবার দুপুরে বারাসত আদালতে পেশ করেছে পুলিশ ।