ETV Bharat / state

Haroa Robbery : ডাকাতির ছক বানচাল, হাড়োয়া পুলিশের জালে 4 দুষ্কৃতী - 4 কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার

হাড়োয়া থানার কালিকাপুরের কাছে মাছের ভেড়ি থেকে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ৷ সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ-সহ একাধিক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে ৷ ওই চার দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷

Police Arresr 4 Miscreant with Fire Arms in Haroa North 24 Pargana
ডাকাতির ছক বানচাল, হাড়োয়া পুলিশের জালে 4 দুষ্কৃতী
author img

By

Published : Aug 27, 2021, 4:56 PM IST

হাড়োয়া (উত্তর 24 পরগনা), 27 অগস্ট : পুলিশি তৎপরতায় হাড়োয়ায় বানচাল হল বড়সড় ডাকাতির ছক ৷ আগ্নেয়াস্ত্র (Fire Arms), কার্তুজ এবং ধারালো অস্ত্র সমেত চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল হাড়োয়া (Haroa) থানার পুলিশ ৷ ধৃতদের নাম হাকিম মোল্লা, বাকিবুল্লা মোল্লা, আব্দুল মালেক এবং ফকির সুরজ মোল্লা ৷ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়ার গোপালনগর 2নং পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে ওই চার দুষ্কৃতীকে হাতেনাতে ধরা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিকাপুরের কাছে একটি মাছের ভেড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা ৷ সেই ডাকাতির ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে চার দুষ্কৃতী গ্রেফতার হওয়ায়‌‌‌ ৷

আরও পড়ুন : Sonarpur Robbery : আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর ডাকাতির ঘটনায় গ্রেফতার 6 দুষ্কৃতী

জানা গিয়েছে, কুখ্যাত চার দুষ্কৃতীর বিরুদ্ধে হাড়োয়া থানা এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে ৷ চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের মতো সব অপরাধেই সিদ্ধহস্ত ছিল এই চার দুষ্কৃতী ৷ এই নিয়ে তাদের বিরুদ্ধে পুলিশের খাতায় অভিযোগও রয়েছে । দীর্ঘদিন ধরে ওই দুষ্কৃতীদের নাগাল পাওয়ার চেষ্টা চলছিল ৷ কিন্তু, কিছুতেই তাদের ধরা সম্ভব হচ্ছিল না । তারই মধ্যে এদিন সকালে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে হাড়োয়ার গোপালনগর 2নং পঞ্চায়েত এলাকায়, একটি মাছের ভেড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে কয়েকজন দুষ্কৃতী । সেই মতো পুলিশের একটি দল অভিযান চালায় সেখানে । ঘিরে ফেলা হয় গোটা ভেড়ি এলাকা । ফলে, দুষ্কৃতীদের পক্ষে পুলিশের নজর এড়িয়ে পালানো সম্ভব হয়নি । চার দুষ্কৃতীকে পাকড়াও করে ডাকাতির ছক ভেস্তে দেয় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে গুলি ভর্তি একটি রিভলবার এবং কয়েকটি ধারালো অস্ত্র মেলে ধৃতদের কাছ থেকে ৷

আরও পড়ুন : Bank Robbery : সিসিটিভির সৌজন্যে ভল্ট ভাঙার আগেই পুলিশের জালে চার ব্যাঙ্ক ডাকাত

এ বিষয়ে হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে, কুখ্যাত ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে বড়সড় সাফল্য এসেছে । শুধু মাছের ভেড়িতে ডাকাতির উদ্দেশ্য ছিল নাকি অন্য কোথাও অপরাধ সংগঠিত করার মতলবে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা, তা তাদের জেরা করে জানার চেষ্টা চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

হাড়োয়া (উত্তর 24 পরগনা), 27 অগস্ট : পুলিশি তৎপরতায় হাড়োয়ায় বানচাল হল বড়সড় ডাকাতির ছক ৷ আগ্নেয়াস্ত্র (Fire Arms), কার্তুজ এবং ধারালো অস্ত্র সমেত চার কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল হাড়োয়া (Haroa) থানার পুলিশ ৷ ধৃতদের নাম হাকিম মোল্লা, বাকিবুল্লা মোল্লা, আব্দুল মালেক এবং ফকির সুরজ মোল্লা ৷ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়ার গোপালনগর 2নং পঞ্চায়েত এলাকায় অভিযান চালিয়ে ওই চার দুষ্কৃতীকে হাতেনাতে ধরা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিকাপুরের কাছে একটি মাছের ভেড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা ৷ সেই ডাকাতির ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে চার দুষ্কৃতী গ্রেফতার হওয়ায়‌‌‌ ৷

আরও পড়ুন : Sonarpur Robbery : আগ্নেয়াস্ত্র দেখিয়ে পরপর ডাকাতির ঘটনায় গ্রেফতার 6 দুষ্কৃতী

জানা গিয়েছে, কুখ্যাত চার দুষ্কৃতীর বিরুদ্ধে হাড়োয়া থানা এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে ৷ চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক পাচারের মতো সব অপরাধেই সিদ্ধহস্ত ছিল এই চার দুষ্কৃতী ৷ এই নিয়ে তাদের বিরুদ্ধে পুলিশের খাতায় অভিযোগও রয়েছে । দীর্ঘদিন ধরে ওই দুষ্কৃতীদের নাগাল পাওয়ার চেষ্টা চলছিল ৷ কিন্তু, কিছুতেই তাদের ধরা সম্ভব হচ্ছিল না । তারই মধ্যে এদিন সকালে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে হাড়োয়ার গোপালনগর 2নং পঞ্চায়েত এলাকায়, একটি মাছের ভেড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে কয়েকজন দুষ্কৃতী । সেই মতো পুলিশের একটি দল অভিযান চালায় সেখানে । ঘিরে ফেলা হয় গোটা ভেড়ি এলাকা । ফলে, দুষ্কৃতীদের পক্ষে পুলিশের নজর এড়িয়ে পালানো সম্ভব হয়নি । চার দুষ্কৃতীকে পাকড়াও করে ডাকাতির ছক ভেস্তে দেয় পুলিশ ৷ তল্লাশি চালিয়ে গুলি ভর্তি একটি রিভলবার এবং কয়েকটি ধারালো অস্ত্র মেলে ধৃতদের কাছ থেকে ৷

আরও পড়ুন : Bank Robbery : সিসিটিভির সৌজন্যে ভল্ট ভাঙার আগেই পুলিশের জালে চার ব্যাঙ্ক ডাকাত

এ বিষয়ে হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে, কুখ্যাত ওই চার দুষ্কৃতীকে গ্রেফতার করে বড়সড় সাফল্য এসেছে । শুধু মাছের ভেড়িতে ডাকাতির উদ্দেশ্য ছিল নাকি অন্য কোথাও অপরাধ সংগঠিত করার মতলবে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা, তা তাদের জেরা করে জানার চেষ্টা চলছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.