ETV Bharat / state

কাপড়ের দোলনা ছিঁড়ে মৃত দুই

বাগদার ঝাউখালি কুরুলিয়ায় পিলার ভেঙে মৃত দুই, জখম 1

বাগদা
author img

By

Published : Jun 11, 2019, 3:18 PM IST

বাগদা, 11 জুন : এক দিক বাঁধা ছিল পিলারের সঙ্গে । কাপড়ের অন্যদিক জানলার সঙ্গে । এমনই দোলনায় দোল খাচ্ছিল তিন নাবালক-নাবালিকা । হঠাৎই ভেঙে পড়ে পিলার । গুরুতর জখম হয় পায়েল, অর্জুন ও প্রথমা । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অর্জুন ঘোষ ও পায়েল ঘোষকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদার ঝাউখালি কুরুলিয়ার এলাকার।

অর্জুনের পরিবার সূত্রে খবর, গত রাতে বাড়িতে জানলা আর সিমেন্টের পিলারের সঙ্গে কাপড় বেঁধে দোলনা বানায় পায়েল । বোন প্রথমা ও বড় দিদির ছেলে অর্জুন নিয়ে সে দোল খাচ্ছিল । তখনই তাদের পিলারটি ভেঙে পড়ে। গুরুতর জখম হয় পায়েল, অর্জুন ও প্রথমা ।

তাদের নিয়ে যাওয়া হয় বনগাঁ হাসপাতালে । সেখানে পায়েল ও অর্জুনকে মৃত বলে ঘোষণা করা হয় । প্রথমা হাসপাতালে চিকিৎসাধীন ।

বাগদা, 11 জুন : এক দিক বাঁধা ছিল পিলারের সঙ্গে । কাপড়ের অন্যদিক জানলার সঙ্গে । এমনই দোলনায় দোল খাচ্ছিল তিন নাবালক-নাবালিকা । হঠাৎই ভেঙে পড়ে পিলার । গুরুতর জখম হয় পায়েল, অর্জুন ও প্রথমা । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অর্জুন ঘোষ ও পায়েল ঘোষকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদার ঝাউখালি কুরুলিয়ার এলাকার।

অর্জুনের পরিবার সূত্রে খবর, গত রাতে বাড়িতে জানলা আর সিমেন্টের পিলারের সঙ্গে কাপড় বেঁধে দোলনা বানায় পায়েল । বোন প্রথমা ও বড় দিদির ছেলে অর্জুন নিয়ে সে দোল খাচ্ছিল । তখনই তাদের পিলারটি ভেঙে পড়ে। গুরুতর জখম হয় পায়েল, অর্জুন ও প্রথমা ।

তাদের নিয়ে যাওয়া হয় বনগাঁ হাসপাতালে । সেখানে পায়েল ও অর্জুনকে মৃত বলে ঘোষণা করা হয় । প্রথমা হাসপাতালে চিকিৎসাধীন ।

অনলাইন পরিকাঠামোর অভাবে ঘোজাডাঙা সীমান্ত বাণিজ্য বন্ধ, কয়েকশো পণ্যবাহী ট্রাক সীমান্তে দাঁড়িয়ে, ক্ষতি প্রায় কোটি টাকা বসিরহাট ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে মঙ্গলবার সকাল থেকে সীমান্ত বাণিজ্য আমদানি রপ্তানি বন্ধ করেছে ব্যবসায়ীরা। অভিযোগ চলতি মাসের ১৩ই মে হঠাৎই কেন্দ্র সরকারের তরফ থেকে অনলাইন পরিষেবা সঙ্গে যুক্ত করতে হবে ব্যবসায়ীদের। এধরনের বাণিজ‍্যের প্রতিবাদে সকাল থেকে সীমান্ত ট্রাক বন্ধ করে ব্যবসায়ীরা। প্রতিবাদ-বিক্ষোভ চলতে থাকে। অবশেষে বাণিজ্য বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে শতাধিক ব্যবসায়ী। এর ফলে সীমান্ত বাণিজ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে পড়েছে। দাঁড়িয়ে আছে পাঁচ হাজারেরও পণ্যবাহী ট্রাক। একদিকে তাপপ্রবাহ অন্যদিকে কাঁচামাল, ফল, কমলালেবু, পেঁয়াজ, সবজি ও মাছ যত সময় যাচ্ছে পচন শুরু হবে। ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়বে। ঘোজাডাঙ্গা কাস্টমস আধিকারিক পি.টি. ভুটিয়া জানিয়েছেন যে ভাবে তাদের আছে কেন্দ্র সরকার থেকে নির্দেশিকা এসেছে তারা সেই ভাবে অনলাইন প্রক্রিয়া শুরু করেছে। তাদের এ ব্যাপারে আর কিছু বলার নেই। সমস্যায় পড়েছে আমদানি-রপ্তানি সংস্থার ব্যবসায়ীরা। ঘোজাডাঙ্গা আমদানি ও রপ্তানি সংস্থার সম্পাদক মিহির ঘোষ বলেন, যেভাবে অনলাইন প্রক্রিয়া শুরু করেছেন তাতে সময় লাগবে, যার জন্য আমদানি ও রপ্তানি প্রক্রিয়া থমকে যাবে। ফলে ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকদের। এমনকি এর সঙ্গে যুক্ত যেসব ছোট-বড় ক্ষুদ্র ব্যবসায়ী বড় ক্ষতির মুখে পড়তে হবে দ্রুত সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.