বাগদা, 11 জুন : এক দিক বাঁধা ছিল পিলারের সঙ্গে । কাপড়ের অন্যদিক জানলার সঙ্গে । এমনই দোলনায় দোল খাচ্ছিল তিন নাবালক-নাবালিকা । হঠাৎই ভেঙে পড়ে পিলার । গুরুতর জখম হয় পায়েল, অর্জুন ও প্রথমা । হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অর্জুন ঘোষ ও পায়েল ঘোষকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদার ঝাউখালি কুরুলিয়ার এলাকার।
অর্জুনের পরিবার সূত্রে খবর, গত রাতে বাড়িতে জানলা আর সিমেন্টের পিলারের সঙ্গে কাপড় বেঁধে দোলনা বানায় পায়েল । বোন প্রথমা ও বড় দিদির ছেলে অর্জুন নিয়ে সে দোল খাচ্ছিল । তখনই তাদের পিলারটি ভেঙে পড়ে। গুরুতর জখম হয় পায়েল, অর্জুন ও প্রথমা ।
তাদের নিয়ে যাওয়া হয় বনগাঁ হাসপাতালে । সেখানে পায়েল ও অর্জুনকে মৃত বলে ঘোষণা করা হয় । প্রথমা হাসপাতালে চিকিৎসাধীন ।