বনগাঁ, 7 জুন : কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে দু'মাসেরও বেশি সময় ধরে পেট্রাপোল স্থলবন্দরে বাণিজ্য বন্ধ ছিল ৷ গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রক বাণিজ্য চালুর অনুমতি দিলেও বন্ধই ছিল আমদানি-রপ্তানি ৷ এবার সেখান দিয়ে বাণিজ্য চালুর অনুমতি দিল রাজ্য সরকারও ৷ এনিয়ে শনিবার পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজারকে চিঠি দিয়েছেন উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তী ।
জেলাশাসকের চিঠিতে লেখা রয়েছে, 4 জুন ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত মতোই আমদানি ও রপ্তানি বানিজ্য চালু করতে হবে । চিঠির সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের কপিও জুড়ে দেওয়া হয়েছে । তাতে বলা হয়েছে, লরিগুলিকে 14 দিনের মধ্যে ক্লিয়ার করতে হবে । চালকরা দুই দেশের জ়িরো পয়েন্ট পর্যন্ত লরি নিয়ে যেতে পারবেন । স্থানীয় 100 জন চালককে আলাদা করে জ়িরো পয়েন্টে রাখতে হবে । সেখান থেকে ওই চালকরাই বাংলাদেশের বেনাপোল পর্যন্ত ট্রাকগুলিকে নিয়ে যাবেন ও নিয়ে আসবেন । ওই 100 চালক যাতে কোনওভাবেই কারও সংস্পর্শে আসতে না পারেন তা নিশ্চিত করতে হবে । তাঁদের PPE কিট দিতে হবে রপ্তানিকারকদেরই । এছাড়া বাংলাদেশ থেকে আসা প্রতিটি গাড়িকে জীবাণুমুক্ত করতে হবে । জ়িরো পয়েন্টে থাকা চালকদের বদলি হিসবে আরও 50 জন চালকের টিম আলদা করে তৈরি রাখতে হবে ।
এভাবে আদৌ কতটা আমদানি ও রপ্তানি হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা । কারণ হিসেবে তাঁদের বক্তব্য, মূল্যবান সামগ্রী বোঝাই লরি অপরিচিত চালকদের হাতে এক্সপোর্টাররা দিতে চাইবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ।
লকডাউন শুরু হওয়ার পর থেকে প্রায় দু'হাজার পণ্যবাহী ট্রাক পেট্রাপোলে দাঁড়িয়ে রয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেতের পর 31 এপ্রিল ও 2 মে পেট্রাপোলের জ়িরো পয়েন্টে বাণিজ্য চালু হলেও তা ফের বন্ধ হয়ে যায় ।
বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা জেলার আঞ্চলিক পরিবহনের সদস্য গোপাল শেঠ বলেন, দীর্ঘদিন বাণিজ্য বন্ধ ছিল । কোনও সুরক্ষার ব্যবস্থা না করেই কেন্দ্র বাণিজ্য শুরু করার অনুমতি দিয়েছিল । স্থানীয়দের প্রতিবাদে ফের তা বন্ধ হয়ে যায় ৷ মুখ্যমন্ত্রী বারবার সাধারণ মানুষের সুরক্ষার উপর জোর দিয়েছেন । এর জেরেই জ়িরো পয়েন্টে পরিকাঠামো তৈরি করে বাণিজ্য শুরু হচ্ছে । রবিবার থেকেই বাণিজ্য শুরু হবে ।