ভাটপাড়া, 16 ফেব্রুয়ারি: জুটমিল শ্রমিকদের ওপর কর্তৃপক্ষের অভাব, অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদে বারবার সরব হতে দেখা গিয়েছে ব্যারাকপুরের সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিংকে। বুধবার বিকেলে ভাটপাড়া রিলায়েন্স জুটমিল লাইনে তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন ও রাষ্ট্রীয় চটকল মজদুর ইউনিয়নে যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । উক্ত সভায় যোগ দেন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং । সেই সভা মঞ্চের ব্যানার- পোস্টার এমনকি দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠল (Party Flag Burnt due to TMC Inner Clash)৷ যদিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা বলে স্থানীয়দের মত ৷ এমনকি দলীয় বিধায়কের বক্তব্যকে কার্যত নস্যাৎ করে দিয়েছেন স্থানীয় তৃণমূলের শ্রমিক নেতা রামকরণ চৌধুরী ৷ আর তাতেই প্রকট হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব ৷
এই বিষয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা পুলিশ তদন্ত করে দেখবে । প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। বিষয় নিয়ে সবদিক খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ। আমাদের এখানে বিভিন্ন দলই সভা করে ও মঞ্চ থেকে অনেক কিছুই বলেন। আমরা তার কোনও প্রতিবাদ করি না।
অন্যদিকে, এই শর্ট সার্কিটের ফলে আগুন লাগার তত্ত্ব মানতে নারাজ রিলায়েন্স মিলের শ্রমিক নেতা তথা সাধারণ সম্পাদক রামকরণ চৌধুরী বলেন, "দুষ্কৃতীরা এই কাজ করেছে । আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। এর আগে এখানে অনেক সভা হয়েছে, পুজো হয়েছে কোনওদিন এরকম ঘটনা ঘটেনি। এটা কোনও শর্ট সার্কিট থেকে হয়নি। যদি দোষীরা শাস্তি না-পায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব ।
অর্জুন বিজেপি থেকে তৃণমূলে আসার পরে বারবার বিভিন্ন ঘটনায় জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বিরোধিতা প্রকাশ্যে আসে ৷ ব্যারাকপুর শিল্পাঞ্চল অর্জুন সিংয়ের গড় বলেই পরিচিত । তৃণমূলের প্রত্যাবর্তনের পরও ভাটপাড়া, জগদ্দল অঞ্চলে অর্জুনের অনুগামীর সংখ্যা এখনও বেশি। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ও তাঁর অনুগামীরা প্রকাশ্যে অর্জুন সিংয়ের বিরোধিতা করতেই এই ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : পাহারাদারের নাম অভিষেক, কেশপুরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’