ETV Bharat / state

পা ফুলে থাকায় ভাঙতে পারলেন না সিঁড়ি, লকআপে বসে ভার্চুয়ালি শুনানিতে ফিজিওথেরাপির আর্জি পার্থর - virtual hearing sitting in lockup

Partha Chatterjee: শরীর অসুস্থ হওয়ায় সিঁড়ি ভেঙে আদালতের দোতলায় উঠতে পারলেন না ৷ লকআপে বসে ভার্চুয়াল শুনানিতে অংশ নিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ কিডনির সমস্যার জন্য পা ফুলে গিয়েছে ৷ প্রেসিডেন্সি জেলেই ফিজিওথেরাপি করানোর আবেদন জানান তিনি ৷

recruitment scam
পার্থ চট্টোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 7:36 PM IST

আলিপুর পুলিশ কোর্টে পার্থ চট্টোপাধ্যায়

আলিপুর, 23 নভেম্বর: পা ফুলে রয়েছে ৷ পায়ে ব্যথা ৷ সেই কারণে আদালতের দোতলায় সিঁড়ি ভেঙে উঠতে পারলেন না নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ৷ বিচারকের অনুমতিতে আদালতের লকআপ থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর পুলিশ কোর্টে নিয়ে আসা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৷

পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে জানান, কিডনির সমস্যার জন্য পা ফুলে থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটতে সমস্যা হচ্ছে । তাঁকে শুনানি কক্ষে উপস্থিত না-হতে হলে ভালো হয় ৷ তাই কোর্টের কাছে লকআপ থেকে পার্থকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির করানোর আবেদন করেন আইনজীবী। এরপরেই বিচারক লকআপ চত্বর থেকে ভার্চুয়ালি তাঁকে হাজির করানোর কথা জানান। তারপর সেখানে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ।

ভার্চুয়ালি পার্থ চট্টোপাধ্যায় বিচারকের কাছে আবেদন জানান, তাঁর কিডনির সমস্যা রয়েছে ৷ এর জন্য দুই পা ফুলে যাচ্ছে ৷ ফিজিওথেরাপি করাতে হবে ৷ সেই সঙ্গে তিনি এও জানান, এসএসকেএম হাসপাতাল অথবা বাইরের হাসপাতালে বা অন্য কোন রাজ্যে গিয়ে চিকিৎসা করাবেন না । প্রেসিডেন্সি জেলে থেকেই তিনি তাঁর শারীরিক চিকিৎসা করাতে চান । সেই কথা শুনে বিচারক সুপারকে জেলের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার ব্যবস্থা করার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে এদিন আদালতে জামিনের আবেদন করা হয়নি ।

আলিপুর পুলিশ কোর্ট থেকে বোরনোর সময় এ দিন পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, "আমি আগেও প্রভাবশালী ছিলাম না, এখনও প্রভাবশালী নই ৷ আমি প্রেসিডেন্সি জেলেই চিকিৎসা করাব ।"

বুধবার নিয়োগ দুর্নীতি মামলার আলিপুর পুলিশ কোর্টে জীবনকৃষ্ণ সাহা, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদেরও শুনানি ছিল । জামিনে থাকলেও শীর্ষ আদালতের নির্দেশ মেনে এদিন প্রসন্ন রায়ও আদালতে হাজির হন । প্রসন্নর জামিনের প্রসঙ্গে তুলে ধৃত এজেন্ট প্রদীপ সিং, এসএসসি'র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন করেন আইনজীবীরা। যদিও সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, "নিয়োগ দুর্নীতিতে যতজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের সকলের সঙ্গে যোগসূত্র রয়েছে শান্তিপ্রসাদের । আসলে তিনি এই দুর্নীতির মাস্টার মাইন্ড ।"

এদিন বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে 7 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত দিয়েছেন । এদিকে ধৃত সুব্রতসামন্ত রায়কে এই মামলায় যোগ করতে চেয়ে এদিন আদালতে আবেদন করে সিবিআই । তিনি নিয়োগ দুর্নীতির অন‌্য একটি মামলায় জেল হেফাজতে রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. মরার আগে যেন বিচারটা দেখে যেতে পারি, কোর্টে আর্জি পার্থর
  2. পার্থই মাস্টারমাইন্ড, অর্পিতা শুধু পরিস্থিতির শিকার; আদালতে দাবি আইনজীবীর
  3. কোনও সহায়ক পাবেন না পার্থ, জানিয়ে দিল প্রেসিডেন্সি সংশোধনাগার

আলিপুর পুলিশ কোর্টে পার্থ চট্টোপাধ্যায়

আলিপুর, 23 নভেম্বর: পা ফুলে রয়েছে ৷ পায়ে ব্যথা ৷ সেই কারণে আদালতের দোতলায় সিঁড়ি ভেঙে উঠতে পারলেন না নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ৷ বিচারকের অনুমতিতে আদালতের লকআপ থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ৷ বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর পুলিশ কোর্টে নিয়ে আসা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ৷

পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী আদালতে জানান, কিডনির সমস্যার জন্য পা ফুলে থাকায় পার্থ চট্টোপাধ্যায়ের হাঁটতে সমস্যা হচ্ছে । তাঁকে শুনানি কক্ষে উপস্থিত না-হতে হলে ভালো হয় ৷ তাই কোর্টের কাছে লকআপ থেকে পার্থকে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে হাজির করানোর আবেদন করেন আইনজীবী। এরপরেই বিচারক লকআপ চত্বর থেকে ভার্চুয়ালি তাঁকে হাজির করানোর কথা জানান। তারপর সেখানে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ।

ভার্চুয়ালি পার্থ চট্টোপাধ্যায় বিচারকের কাছে আবেদন জানান, তাঁর কিডনির সমস্যা রয়েছে ৷ এর জন্য দুই পা ফুলে যাচ্ছে ৷ ফিজিওথেরাপি করাতে হবে ৷ সেই সঙ্গে তিনি এও জানান, এসএসকেএম হাসপাতাল অথবা বাইরের হাসপাতালে বা অন্য কোন রাজ্যে গিয়ে চিকিৎসা করাবেন না । প্রেসিডেন্সি জেলে থেকেই তিনি তাঁর শারীরিক চিকিৎসা করাতে চান । সেই কথা শুনে বিচারক সুপারকে জেলের মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার ব্যবস্থা করার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফে এদিন আদালতে জামিনের আবেদন করা হয়নি ।

আলিপুর পুলিশ কোর্ট থেকে বোরনোর সময় এ দিন পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, "আমি আগেও প্রভাবশালী ছিলাম না, এখনও প্রভাবশালী নই ৷ আমি প্রেসিডেন্সি জেলেই চিকিৎসা করাব ।"

বুধবার নিয়োগ দুর্নীতি মামলার আলিপুর পুলিশ কোর্টে জীবনকৃষ্ণ সাহা, শান্তিপ্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য-সহ বাকি অভিযুক্তদেরও শুনানি ছিল । জামিনে থাকলেও শীর্ষ আদালতের নির্দেশ মেনে এদিন প্রসন্ন রায়ও আদালতে হাজির হন । প্রসন্নর জামিনের প্রসঙ্গে তুলে ধৃত এজেন্ট প্রদীপ সিং, এসএসসি'র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার জামিনের আবেদন করেন আইনজীবীরা। যদিও সিবিআইয়ের আইনজীবী জামিনের বিরোধিতা করে বলেন, "নিয়োগ দুর্নীতিতে যতজনকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের সকলের সঙ্গে যোগসূত্র রয়েছে শান্তিপ্রসাদের । আসলে তিনি এই দুর্নীতির মাস্টার মাইন্ড ।"

এদিন বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে 7 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত দিয়েছেন । এদিকে ধৃত সুব্রতসামন্ত রায়কে এই মামলায় যোগ করতে চেয়ে এদিন আদালতে আবেদন করে সিবিআই । তিনি নিয়োগ দুর্নীতির অন‌্য একটি মামলায় জেল হেফাজতে রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. মরার আগে যেন বিচারটা দেখে যেতে পারি, কোর্টে আর্জি পার্থর
  2. পার্থই মাস্টারমাইন্ড, অর্পিতা শুধু পরিস্থিতির শিকার; আদালতে দাবি আইনজীবীর
  3. কোনও সহায়ক পাবেন না পার্থ, জানিয়ে দিল প্রেসিডেন্সি সংশোধনাগার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.