ETV Bharat / state

কোরোনা সংক্রমণের আশঙ্কা, পেট্রাপোল বন্দর বন্ধের দাবিতে পথ অবরোধ - বনগাঁ

পেট্রাপোল বন্দর বন্ধের দাবিতে পথ অবরোধ ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের । তাঁদের বক্তব্য, ওই বন্দরে কাজ করা বহু শ্রমিক গ্রামে থাকেন । যার জেরে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে । তাই আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে পথ অবরোধ করেন তাঁরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 4, 2020, 9:40 AM IST


বনগাঁ, 4 মে : পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । গতকাল পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুর ব্রিজ সংলগ্ন যশোর রোডে বেঞ্চ পেতে অবরোধ করা হয় । ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এসে সামাজিক দূরত্ব রেখে অবরোধ শুরু করেন । পরে পুলিশ ঘটনাস্থানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ।

এলাকার বাসিন্দাদের দাবি, পেট্রাপোলে আমদানি-রপ্তানির কাজ চললে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়বে । গ্রামের বেশিরভাগ মানুষ পেট্রাপোল বন্দরে শ্রমিকের কাজ করেন । ফলে সেখানে কাজে গেলে তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছেই ।

ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, " বাসিন্দাদের কথা যুক্তিপূর্ণ । প্রশাসনের অবশ্যই তাঁদের দাবির কথা ভেবে দেখা উচিত।" কেন্দ্র ও রাজ্য প্রশাসনের কাছে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে পেট্রাপোল দিয়ে ব্যবসা চালু করার দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা ৷ তারপর কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা পেট্রাপোল, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু করার বিষয়ে বৈঠক করেন । সেখানে জ়িরো পয়েন্টে পণ্য খালির প্রস্তাব ওঠে । তারপর বৃহস্পতিবার থেকে পেট্রাপোল বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে চালু হয় পণ্য রপ্তানির কাজ । বন্দরের জি়রো পয়েন্টে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য ওঠানো-নামানোর কাজ হয় । বাংলাদেশি শ্রমিকরা ওই কাজ করেন মুখে মাস্ক ও হাতে দস্তানা পরে । এরপর অবশ্য কোরোনা সংক্রমণের ভয়ে শনিবার শতাধিক শ্রমিক ব্যবসা বন্ধের দাবিতে পেট্রাপোল বন্দরে আন্দোলন শুরু করেছিলেন ।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, নতুন করে বন্ধের নির্দেশ না আসা পর্যন্ত বাণিজ্য যেমন চলছে তেমন চলবে । কিন্তু গতকাল সকাল থেকে আন্দোলন শুরু করেন ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা । রাস্তায় বেঞ্চ পেতে বসে পড়েন তাঁরা । তাঁদের ওই আন্দোলনে যোগ দেন বহু শ্রমিক ৷ প্রায় ঘণ্টা তিনেক বিক্ষোভ-অবরোধ চলে । দুপুরে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পেট্রাপোল থানার পুলিশ । গতকাল দুপুর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানির কাজ হয়নি বলে জানা গেছে ।


বনগাঁ, 4 মে : পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । গতকাল পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুর ব্রিজ সংলগ্ন যশোর রোডে বেঞ্চ পেতে অবরোধ করা হয় । ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা এসে সামাজিক দূরত্ব রেখে অবরোধ শুরু করেন । পরে পুলিশ ঘটনাস্থানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে ।

এলাকার বাসিন্দাদের দাবি, পেট্রাপোলে আমদানি-রপ্তানির কাজ চললে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়বে । গ্রামের বেশিরভাগ মানুষ পেট্রাপোল বন্দরে শ্রমিকের কাজ করেন । ফলে সেখানে কাজে গেলে তাঁদের সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকছেই ।

ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন, " বাসিন্দাদের কথা যুক্তিপূর্ণ । প্রশাসনের অবশ্যই তাঁদের দাবির কথা ভেবে দেখা উচিত।" কেন্দ্র ও রাজ্য প্রশাসনের কাছে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে পেট্রাপোল দিয়ে ব্যবসা চালু করার দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা ৷ তারপর কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধিরা পেট্রাপোল, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু করার বিষয়ে বৈঠক করেন । সেখানে জ়িরো পয়েন্টে পণ্য খালির প্রস্তাব ওঠে । তারপর বৃহস্পতিবার থেকে পেট্রাপোল বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে চালু হয় পণ্য রপ্তানির কাজ । বন্দরের জি়রো পয়েন্টে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে পণ্য ওঠানো-নামানোর কাজ হয় । বাংলাদেশি শ্রমিকরা ওই কাজ করেন মুখে মাস্ক ও হাতে দস্তানা পরে । এরপর অবশ্য কোরোনা সংক্রমণের ভয়ে শনিবার শতাধিক শ্রমিক ব্যবসা বন্ধের দাবিতে পেট্রাপোল বন্দরে আন্দোলন শুরু করেছিলেন ।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, নতুন করে বন্ধের নির্দেশ না আসা পর্যন্ত বাণিজ্য যেমন চলছে তেমন চলবে । কিন্তু গতকাল সকাল থেকে আন্দোলন শুরু করেন ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা । রাস্তায় বেঞ্চ পেতে বসে পড়েন তাঁরা । তাঁদের ওই আন্দোলনে যোগ দেন বহু শ্রমিক ৷ প্রায় ঘণ্টা তিনেক বিক্ষোভ-অবরোধ চলে । দুপুরে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পেট্রাপোল থানার পুলিশ । গতকাল দুপুর পর্যন্ত পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানির কাজ হয়নি বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.