ETV Bharat / state

Madhyamgram Murder: মধ্যমগ্রামে নৃশংসতা, জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে খুন পনির বিক্রেতার - Madhyamgram Murder

জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে মহিলাকে নৃশংসভাবে খুন। মাকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে আহত হলেন ছেলেও । গণপিটুনিতে আহত 'খুনি' হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনায় চাঞ্চল্য মধ‍্যমগ্রামে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 18, 2023, 5:52 PM IST

Updated : Oct 18, 2023, 6:30 PM IST

গৃহকর্ত্রীর নলি কেটে খুন পনির বিক্রেতার

মধ‍্যমগ্রাম, 18 অক্টোবর: জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে মহিলার গলার নলি কেটে খুন পনির বিক্রেতার। মৃতের নাম পারমিতা চক্রবর্তী (42) । বুধবার উত্তর 24 পরগনার মধ‍্যমগ্রাম এলাকার ঘটনা । মাকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে আহত ছেলে আদিত্য চক্রবর্তী। গুরুতর আহত অবস্থায় বারাসতের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ওই যুবক। অভিযুক্ত পনির বিক্রেতার নাম সনৎ বোস ৷

খুনের পরই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত পনির বিক্রেতা । যদিও বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়ে যায় সে। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে আহত অবস্থায় উদ্ধার করে সেই পনির বিক্রেতাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কী কারণে এই খুন? প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিনতাইয়ে বাধা পেয়েই ছুরি দিয়ে মহিলার গলায় নলি কেটে খুন করেছে অভিযুক্ত পনির বিক্রেতা । খুনে ব‍্যবহৃত অস্ত্রটি-ও পাশের বাগান থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, মধ‍্যমগ্রাম পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়রাজপুরের দীর্ঘদিনের বাসিন্দা পারমিতা চক্রবর্তী ৷ স্বামী দেবাশিস চক্রবর্তী বিএসএনএলে কর্মরত। দম্পতির এক ছেলে ও এক মেয়ে । ঘটনার সময় বাড়িতে ছিলেন মা ও ছেলে । মহিলার স্বামী ছিলেন কর্মস্থলে। মেয়ে কলেজে গিয়েছিলেন। সেই সুযোগেই এদিন দুপুরে ওই পনির বিক্রেতা মহিলার বাড়িতে ঢোকেন ৷ অসুস্থতার নাম করে প্রথমে জল চান ওই মহিলার কাছে । পনির বিক্রেতাকে জল দিয়ে দোতলায় উঠে যান আদিত্য।

এরপর হঠাৎই চিৎকার শুনে নীচে নেমে তিনি দেখেন গলার নলি কাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে মা। রক্তে ঘর ভেসে যাচ্ছে । হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে অভিযুক্ত পনির বিক্রেতা । মাকে বাঁচাতে এগিয়ে আসতেই 'খুনি' ঝাপিয়ে পড়ে আদিত্য়র উপর । ছুরি দিয়ে তাঁকেও আঘাত করে । প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করে ধরে এবং গণপিটুনি দিতে থাকে ৷ পুলিশ গিয়ে জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে ।

এই বিষয়ে আকাশ ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "এর আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি ওই এলাকাতে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আমরা। এভাবে যদি বাড়িতে ঢুকে দিবালোকে কাউকে খুন করা হয় তাহলে খুনি কতটা বেপরোয়া ভাবুন! আমরা চাই অভিযুক্তের কড়া শাস্তি দেওয়া হোক।" এদিকে, খুনের কারণ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে জানান, বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ।

আরও পড়ুন: বারাসতে প্রৌঢ়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার 2

সূত্রের খবর, বারাসত ন'পাড়ার বাসিন্দা সনৎ বোস নামে ওই ব‍্যক্তি দীর্ঘদিন ধরেই পাড়ায় পাড়ায় পনির বিক্রি করেন । পূর্ব উদয়রাজপুরেও তিনি যেতেন পনির বিক্রি করতে । মাঝেমধ্যে ওই মহিলাও তার কাছ থেকে পনির কিনতেন। ফলে মহিলার পূর্ব পরিচিত ছিলেন ওই পনির বিক্রেতা! তাহলে কি ব্যক্তিগত কোনও আক্রোশ নাকি ছিনতাইয়ের উদ্দেশ্য খুন, তা নিয়েও প্রশ্ন জেগেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷

গৃহকর্ত্রীর নলি কেটে খুন পনির বিক্রেতার

মধ‍্যমগ্রাম, 18 অক্টোবর: জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে মহিলার গলার নলি কেটে খুন পনির বিক্রেতার। মৃতের নাম পারমিতা চক্রবর্তী (42) । বুধবার উত্তর 24 পরগনার মধ‍্যমগ্রাম এলাকার ঘটনা । মাকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতে আহত ছেলে আদিত্য চক্রবর্তী। গুরুতর আহত অবস্থায় বারাসতের এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ওই যুবক। অভিযুক্ত পনির বিক্রেতার নাম সনৎ বোস ৷

খুনের পরই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত পনির বিক্রেতা । যদিও বাসিন্দাদের তৎপরতায় ধরা পড়ে যায় সে। পুলিশ এসে উত্তেজিত জনতার হাত থেকে আহত অবস্থায় উদ্ধার করে সেই পনির বিক্রেতাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কী কারণে এই খুন? প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিনতাইয়ে বাধা পেয়েই ছুরি দিয়ে মহিলার গলায় নলি কেটে খুন করেছে অভিযুক্ত পনির বিক্রেতা । খুনে ব‍্যবহৃত অস্ত্রটি-ও পাশের বাগান থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

জানা গিয়েছে, মধ‍্যমগ্রাম পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়রাজপুরের দীর্ঘদিনের বাসিন্দা পারমিতা চক্রবর্তী ৷ স্বামী দেবাশিস চক্রবর্তী বিএসএনএলে কর্মরত। দম্পতির এক ছেলে ও এক মেয়ে । ঘটনার সময় বাড়িতে ছিলেন মা ও ছেলে । মহিলার স্বামী ছিলেন কর্মস্থলে। মেয়ে কলেজে গিয়েছিলেন। সেই সুযোগেই এদিন দুপুরে ওই পনির বিক্রেতা মহিলার বাড়িতে ঢোকেন ৷ অসুস্থতার নাম করে প্রথমে জল চান ওই মহিলার কাছে । পনির বিক্রেতাকে জল দিয়ে দোতলায় উঠে যান আদিত্য।

এরপর হঠাৎই চিৎকার শুনে নীচে নেমে তিনি দেখেন গলার নলি কাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে মা। রক্তে ঘর ভেসে যাচ্ছে । হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে অভিযুক্ত পনির বিক্রেতা । মাকে বাঁচাতে এগিয়ে আসতেই 'খুনি' ঝাপিয়ে পড়ে আদিত্য়র উপর । ছুরি দিয়ে তাঁকেও আঘাত করে । প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করে ধরে এবং গণপিটুনি দিতে থাকে ৷ পুলিশ গিয়ে জনতার হাত থেকে উদ্ধার করে অভিযুক্তকে ।

এই বিষয়ে আকাশ ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, "এর আগে কখনও এই ধরনের ঘটনা ঘটেনি ওই এলাকাতে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত আমরা। এভাবে যদি বাড়িতে ঢুকে দিবালোকে কাউকে খুন করা হয় তাহলে খুনি কতটা বেপরোয়া ভাবুন! আমরা চাই অভিযুক্তের কড়া শাস্তি দেওয়া হোক।" এদিকে, খুনের কারণ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে জানান, বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ।

আরও পড়ুন: বারাসতে প্রৌঢ়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার 2

সূত্রের খবর, বারাসত ন'পাড়ার বাসিন্দা সনৎ বোস নামে ওই ব‍্যক্তি দীর্ঘদিন ধরেই পাড়ায় পাড়ায় পনির বিক্রি করেন । পূর্ব উদয়রাজপুরেও তিনি যেতেন পনির বিক্রি করতে । মাঝেমধ্যে ওই মহিলাও তার কাছ থেকে পনির কিনতেন। ফলে মহিলার পূর্ব পরিচিত ছিলেন ওই পনির বিক্রেতা! তাহলে কি ব্যক্তিগত কোনও আক্রোশ নাকি ছিনতাইয়ের উদ্দেশ্য খুন, তা নিয়েও প্রশ্ন জেগেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷

Last Updated : Oct 18, 2023, 6:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.