বনগাঁ, 11 মে : অক্সিজেন সিলিন্ডার জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ । ধৃতদের নাম সৌরভ সাহা ও পিন্টু পাল ৷ সৌরভ বনগাঁর ও পিন্টু গোপালনগর থানা এলাকার বাসিন্দা । গতকাল রাতে তাঁদের গ্রেফতার করে পুলিশ । ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে তোলে দিল্লি পুলিশ । বিচারক তাদের এই আবেদন তিনদিনের জন্য মঞ্জুর করে ।
করোনা আবহে অক্সিজেন সংকটে ভুগছে গোটা দেশ । এরমধ্যে দিল্লির অবস্থা ভয়াবহ । অক্সিজেনের আকালে ভুরি ভুরি অক্সিজেন কালোবাজারির অভিযোগ সামনে আসছে । সূত্রের খবর, দিল্লি পুলিশ সম্প্রতি অক্সিজেন কালোবাজারির একটি চক্রকে গ্রেফতার করে । তাদের জিজ্ঞাসাবাদ করে বনগাঁ এবং গোপালনগরের সৌরভ এবং পিন্টুর নাম সামনে আসে । সোমবার রাতে বনগাঁ ও গোপালনগর থানার একটি টিমকে সঙ্গে নিয়ে বনগাঁ ও গোপালনগর একালায় যৌথভাবে হানা দিয়ে সৌরভ ও পিন্টুকে গ্রেফতার করে দিল্লি পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিন্টু এবং সৌরভ মোবাইলের সিমের ডিস্ট্রিবিউটার । তাদের কাছে যারা সিম তোলার জন্য ডকুমেন্টস নিয়ে আসত, সেই ডকুমেন্ট জালিয়াতি করে একাধিক সিম তুলে রাখত এই দুজন । তা বিহার, ঝারখণ্ড সহ ভিনরাজ্যে চড়া দাবে বিক্রি করেত । আর এই সিম দিয়ে অক্সিজেন সিলিন্ডার বুকিং করে তা খোলা বাজারে চড়া দামে বিক্রি করে দেওয়া হতো ।
আরও পড়ুন : করোনাকালে সাত পাকে বাঁধা নয়, বিয়ে ভাঙলেন মহিলা ডাক্তার
বনগাঁ মহকুমা আদালতে আইনজীবীর সমীর দাস বলেন, ধৃত দুই জন মূলত সিমের ডিস্ট্রিবিউটর । তারা সাধারণ মানুষের ডকুমেন্টস জালিয়াতি করে এক নামে একাধিক সিম তুলতে । একটি কোম্পানির 50 থেকে 60 খান সিম কার্ড তুলেছে তারা । সেই গুলি দিয়ে অক্সিজেন সিলিন্ডার তুলে চাঁচড়া দামে বিক্রি করে দিত । দিল্লি পুলিশ তা জানতে পেরে তাদের গ্রেফতার করে । তাদের তিন দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ । তিনদিন পর তাদের দিল্লির পাটিয়ালি কোর্টে তোলা হবে ৷