ETV Bharat / state

গোপালনগরে ফুটন্ত জলের নলকূপ পরিদর্শনে ONGC-র প্রতিনিধি দল - গোপালনগরে ফুটন্ত জলের নলকূপ পরিদর্শনে ONGC

যে বাড়িতে নলকূপটি রয়েছে সেই বাড়ির মালিকের সঙ্গে ONGC-র প্রতিনিধি দল কথা বলেন । পাশাপাশি জায়গাটি খতিয়ে দেখেন ।

ongc representatives inspected gopalnagar tubewell area
গোপালনগরে ফুটন্ত জলের নলকূপ পরিদর্শনে ONGC
author img

By

Published : Sep 15, 2020, 10:39 PM IST

গোপালনগর, 15 সেপ্টেম্বর : নলকূপের গর্তে টগবগ করে ফুটছে জল । ফুটন্ত জলে জ্বালানি গ্যাস রয়েছে কিনা তা তদন্ত করতে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরে পরিদর্শনে গেলেন ONGC-র প্রতিনিধি দল । যে বাড়িতে নলকূপটি রয়েছে সেই বাড়ির মালিক নারায়ণচন্দ্র মণ্ডলের সঙ্গে কথা বলেন তাঁরা । নলকূপের জায়গা খতিয়ে দেখেন । সেখান থেকে জলের মতো দেখতে দাহ্য তরল সংগ্রহ করার চেষ্টা করেন । রাসায়নাগারে নিয়ে তা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন প্রতিনিধিরা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বাগদার কল্যাণপুরে নারায়ণচন্দ্র মণ্ডলের বাড়িতে একটি নলকূপ খননের কাজ চলছিল । মাটির খুঁড়তে তীব্র গতিতে জল বের হতে থাকে । তখন নলকূপটি অন্য জায়গায় বসানো হয় । কিন্তু আগের গর্ত থেকে জল তীব্র বেগে বেরোতে থাকে । সেই জল টগবগ করে ফুটছিল বলে জানান স্থানীয়রা । জল ফুটতে দেখে ঘাবড়ে যান নারায়ণবাবুর বাড়ির সদস্যরা । খবর দেওয়া হয় স্থানীয় গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে । পঞ্চায়েত প্রধান জাফর আলি মণ্ডল ঘটনাস্থানে আসেন । তিনি BDO এবং পুলিশ প্রশাসনকে বিস্তারিত জানান । পঞ্চায়েতের পক্ষ থেকে ফুটন্ত জল বেরোনোর জায়গা ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয় । ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা । খবর পৌঁছায় ONGC-র দপ্তরে । আজ সেখানে ONGC-র প্রতিনিধিরা পরিদর্শনে যান ।

পরিদর্শন শেষে ONGC-র প্রতিনিধি দলের সদস্য অসীম চক্রবর্তী বলেন, "ওই গর্ত থেকে বেরনো জলীয় পদার্থ কী ধরনের গ্যাস তার নমুনা সংগ্রহ করতে এসেছিলাম । কিন্তু গ্যাসের স্তর অনেকটা থিতিয়ে গেছে । তাই প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করতে পারলাম না । তবে এই এলাকায় কিছুদিন পরে আবার সমীক্ষা করা হবে ।" ONGC-র প্রতিনিধি দলের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান জাফর আলি মণ্ডল । তিনি বলেন, "আমরা আশায় আছি, এই এলাকায় খনিজ তেল মিলবে । আর সেটা বাস্তবায়িত হলে আমাদের এলাকার অর্থনীতি বদলে যাবে ।'

গোপালনগরে ফুটন্ত জলের নলকূপ পরিদর্শনে ONGC

গোপালনগর, 15 সেপ্টেম্বর : নলকূপের গর্তে টগবগ করে ফুটছে জল । ফুটন্ত জলে জ্বালানি গ্যাস রয়েছে কিনা তা তদন্ত করতে গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরে পরিদর্শনে গেলেন ONGC-র প্রতিনিধি দল । যে বাড়িতে নলকূপটি রয়েছে সেই বাড়ির মালিক নারায়ণচন্দ্র মণ্ডলের সঙ্গে কথা বলেন তাঁরা । নলকূপের জায়গা খতিয়ে দেখেন । সেখান থেকে জলের মতো দেখতে দাহ্য তরল সংগ্রহ করার চেষ্টা করেন । রাসায়নাগারে নিয়ে তা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন প্রতিনিধিরা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বাগদার কল্যাণপুরে নারায়ণচন্দ্র মণ্ডলের বাড়িতে একটি নলকূপ খননের কাজ চলছিল । মাটির খুঁড়তে তীব্র গতিতে জল বের হতে থাকে । তখন নলকূপটি অন্য জায়গায় বসানো হয় । কিন্তু আগের গর্ত থেকে জল তীব্র বেগে বেরোতে থাকে । সেই জল টগবগ করে ফুটছিল বলে জানান স্থানীয়রা । জল ফুটতে দেখে ঘাবড়ে যান নারায়ণবাবুর বাড়ির সদস্যরা । খবর দেওয়া হয় স্থানীয় গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতে । পঞ্চায়েত প্রধান জাফর আলি মণ্ডল ঘটনাস্থানে আসেন । তিনি BDO এবং পুলিশ প্রশাসনকে বিস্তারিত জানান । পঞ্চায়েতের পক্ষ থেকে ফুটন্ত জল বেরোনোর জায়গা ঘিরে দেওয়ার ব্যবস্থা করা হয় । ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা । খবর পৌঁছায় ONGC-র দপ্তরে । আজ সেখানে ONGC-র প্রতিনিধিরা পরিদর্শনে যান ।

পরিদর্শন শেষে ONGC-র প্রতিনিধি দলের সদস্য অসীম চক্রবর্তী বলেন, "ওই গর্ত থেকে বেরনো জলীয় পদার্থ কী ধরনের গ্যাস তার নমুনা সংগ্রহ করতে এসেছিলাম । কিন্তু গ্যাসের স্তর অনেকটা থিতিয়ে গেছে । তাই প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করতে পারলাম না । তবে এই এলাকায় কিছুদিন পরে আবার সমীক্ষা করা হবে ।" ONGC-র প্রতিনিধি দলের পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান জাফর আলি মণ্ডল । তিনি বলেন, "আমরা আশায় আছি, এই এলাকায় খনিজ তেল মিলবে । আর সেটা বাস্তবায়িত হলে আমাদের এলাকার অর্থনীতি বদলে যাবে ।'

গোপালনগরে ফুটন্ত জলের নলকূপ পরিদর্শনে ONGC

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.