ETV Bharat / state

দেগঙ্গায় অজানা জ্বরে মৃত্যু

অজানা জ্বরে মৃত্যু হল দেগঙ্গার এক যুবকের ৷ মৃতের নাম মিঠুন দাস ৷ মিঠুনের পরিবারের দাবি, ডেঙ্গি আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে । যদিও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কোনও উল্লেখ ছিল না । হাসপাতাল কর্তৃপক্ষও এবিষয়ে মুখ খুলতে চায়নি ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 10, 2019, 2:03 AM IST

দেগঙ্গা, 10 অগাস্ট : অজানা জ্বরে বারাসত হাসপাতালে মৃত্যু হল দেগঙ্গার এক যুবকের । পরিবারের দাবি, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । যদিও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ নেই ।

মৃতের নাম মিঠুন দাস । বয়স 28 । বাড়ি দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝিকুরিয়া দাসপাড়ায় । গত চারদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন । সেইসঙ্গে ছিল মাথা যন্ত্রণা । নিয়ে যাওয়া হয় স্থানীয় এক চিকিৎসকের কাছে । জ্বরের ওষুধ খাচ্ছিলেন । কিন্তু, শারীরিক অবস্থার উন্নতি হয়নি । গতকাল সকালে তাঁকে বারাসত হাসপাতালে ভরতি করা হয় । দুপুরেই মৃত্যু হয় তাঁর ।

মিঠুনের পরিবারের দাবি, ডেঙ্গি আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে । যদিও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কোনও উল্লেখ ছিল না । হাসপাতাল কর্তৃপক্ষও এ বিষয়ে মুখ খুলতে চায়নি ।

2017 সালে এই দেগঙ্গা ব্লকেই সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন । গতবছর অবশ্য প্রভাব দেখা যায়নি । চলতি বছর হাবরা, অশোকনগর, বনগাঁয় ডেঙ্গির প্রকোপ বেড়েছে । কিন্তু, দেগঙ্গায় ডেঙ্গি আক্রান্তের খবর মেলেনি । তাই, মিঠুন দাসের অজানা জ্বরে মৃত্যু নিয়ে চিন্তা বাড়ছে ।

দেগঙ্গা, 10 অগাস্ট : অজানা জ্বরে বারাসত হাসপাতালে মৃত্যু হল দেগঙ্গার এক যুবকের । পরিবারের দাবি, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । যদিও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ নেই ।

মৃতের নাম মিঠুন দাস । বয়স 28 । বাড়ি দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝিকুরিয়া দাসপাড়ায় । গত চারদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন । সেইসঙ্গে ছিল মাথা যন্ত্রণা । নিয়ে যাওয়া হয় স্থানীয় এক চিকিৎসকের কাছে । জ্বরের ওষুধ খাচ্ছিলেন । কিন্তু, শারীরিক অবস্থার উন্নতি হয়নি । গতকাল সকালে তাঁকে বারাসত হাসপাতালে ভরতি করা হয় । দুপুরেই মৃত্যু হয় তাঁর ।

মিঠুনের পরিবারের দাবি, ডেঙ্গি আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে । যদিও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কোনও উল্লেখ ছিল না । হাসপাতাল কর্তৃপক্ষও এ বিষয়ে মুখ খুলতে চায়নি ।

2017 সালে এই দেগঙ্গা ব্লকেই সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন । গতবছর অবশ্য প্রভাব দেখা যায়নি । চলতি বছর হাবরা, অশোকনগর, বনগাঁয় ডেঙ্গির প্রকোপ বেড়েছে । কিন্তু, দেগঙ্গায় ডেঙ্গি আক্রান্তের খবর মেলেনি । তাই, মিঠুন দাসের অজানা জ্বরে মৃত্যু নিয়ে চিন্তা বাড়ছে ।

Intro:হাবরা,অশোক নগরের পর দেগঙ্গা। অজানা জ্বরে বারাসত হাসপাতালে মৃত্যু হল দেগঙ্গার এক যুবকের। পরিবারের দাবি, ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই যুবকের। যদিও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর কোন‌ও উল্লেখ ছিল না। ‌ ‌Body:রাজু বিশ্বাস,বারাসত:-হাবড়া,অশোকনগরের পর এবার দেগঙ্গা। অজানা জ্বরে বারাসত হাসপাতালে মৃত্যু হল দেগঙ্গার এক যুবকের।মৃতের নাম মিঠুন দাস(২৮)। মৃত যুবকের বাড়ি দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের ঝিকুরিয়া দাস পাড়ায়।মৃতের পরিবার সূত্রে জানা গেছে, গত চারদিন ধরে ওই যুবক জ্বরে ভুগছিলেন। জ্বরের সঙ্গে মাথার যন্ত্রনা সহ সারা শরীরে ব্যথা অনুভব করতে থাকে।এই পরিস্থিতিতে পরিবারের লোকজন মিঠুনকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। তাঁর দেওয়া জ্বরের ওষুধ খাচ্ছিলেন মিঠুন। কিন্তু, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না। গতকাল রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়।এরপর,আজ সকালে তাকে ভর্তি করা হয় বারাসত হাসপাতালে।আজ দুপুরে সেখানেই মারা যায় সে।পরিবারের দাবী, ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মারা গেছে মিঠুন।যদিও ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর উল্লেখ ছিল না।ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকায়। প্রসঙ্গত,২০১৭ সালে এই দেগঙ্গা ব্লকেই সবচেয়ে বেশী মানুষ আক্রান্ত হয়েছিলেন অজানা জ্বর এবং ডেঙ্গুতে।দেগঙ্গার কমবেশি সব পঞ্চায়েতেই ডেঙ্গু নিয়ে নাজেহাল হয়েছিলেন সাধারন মানুষ। তবে,২০১৮ সালে ডেঙ্গুর প্রভাব সেভাবে দেখা যায়নি দেগঙ্গায়। এবছর ডেঙ্গুর প্রকোপ হাবড়া,অশোকনগরে বেশী দেখা গেলেও এতদিন দেগঙ্গা থেকে সেভাবে ডেঙ্গুর খবর পাওয়া যায়নি। আজ অজানা জ্বরে মিঠুন দাসের প্রথম মৃত্যু হল দেগঙ্গায়।Conclusion:গতবছর দেগঙ্গায় ডেঙ্গুর প্রকোপ সেভাবে দেখা না গেলেও এবছর এই অজানা জ্বরে মৃত্যুর খবর মিলল সেখানে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.