ETV Bharat / state

কোরোনা আক্রান্ত সাগর দত্ত মেডিকেলের চতুর্থ শ্রেণির কর্মী

এবার কোরোনা আক্রান্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মী ।

one more positive case in sagar dutta medical hospital at north 24 paraganas
কোরোনা আক্রান্ত সাগর দত্ত মেডিক্যালের চতুর্থ শ্রেণির কর্মী
author img

By

Published : Apr 30, 2020, 11:53 PM IST

কামারহাটি, 30 এপ্রিল : বসিরহাট ও টিটাগড়ের পর এবার কামারহাটি । উত্তর 24 পরগনায় কোরোনায় আক্রান্ত হল আরও 1 । এবার কোরোনা আক্রান্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী ।

তিন দিন আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন । জ্বর, সর্দি-কাশির উপসর্গ ছিল । তাঁকে ভরতি করা হয়েছে রাজারহাটের বিশেষ কোরোনা হাসপাতালে । গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

ওই হাসপাতাল কর্মীর পরিবারের লোকেদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে । সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের যে সব কর্মী তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

একই দিনে উত্তর 24 পরগনা জেলায় তিন কোরোনা আক্রান্তের সন্ধান মিলল । বসিরহাটের বাসিন্দা কলকাতা পোর্ট ট্রাস্টের এক কর্মী ও টিটাগড়ের এক মহিলার রিপোর্ট পজ়িটিভ এসেছে । আর এবার সাগর দত্ত মেডিকেলের চতুর্থ শ্রেণির কর্মী । সব মিলিয়ে রেড জ়োন উত্তর 24 পরগনায় কোরোনার সংক্রমণ বেড়েই চলেছে ৷

মুখ্যমন্ত্রী সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সে উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে উত্তরণের নির্দেশ দিয়েছিলেন । কিন্তু পর পর যেভাবে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে সেই সম্ভাবনা খুব কম বলেই প্রশাসনের একাংশের মত ।

কামারহাটি, 30 এপ্রিল : বসিরহাট ও টিটাগড়ের পর এবার কামারহাটি । উত্তর 24 পরগনায় কোরোনায় আক্রান্ত হল আরও 1 । এবার কোরোনা আক্রান্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী ।

তিন দিন আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন । জ্বর, সর্দি-কাশির উপসর্গ ছিল । তাঁকে ভরতি করা হয়েছে রাজারহাটের বিশেষ কোরোনা হাসপাতালে । গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।

ওই হাসপাতাল কর্মীর পরিবারের লোকেদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে । সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের যে সব কর্মী তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদেরও কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

একই দিনে উত্তর 24 পরগনা জেলায় তিন কোরোনা আক্রান্তের সন্ধান মিলল । বসিরহাটের বাসিন্দা কলকাতা পোর্ট ট্রাস্টের এক কর্মী ও টিটাগড়ের এক মহিলার রিপোর্ট পজ়িটিভ এসেছে । আর এবার সাগর দত্ত মেডিকেলের চতুর্থ শ্রেণির কর্মী । সব মিলিয়ে রেড জ়োন উত্তর 24 পরগনায় কোরোনার সংক্রমণ বেড়েই চলেছে ৷

মুখ্যমন্ত্রী সম্প্রতি ভিডিয়ো কনফারেন্সে উত্তর 24 পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে রেড জ়োন থেকে অরেঞ্জ জ়োনে উত্তরণের নির্দেশ দিয়েছিলেন । কিন্তু পর পর যেভাবে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে তাতে সেই সম্ভাবনা খুব কম বলেই প্রশাসনের একাংশের মত ।

For All Latest Updates

TAGGED:

Corona
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.