ETV Bharat / state

Shootout at Basirhat: এলাকাদখল নিয়ে দুই দুষ্কৃতীর লড়াই, বসিরহাটে মৃত 1

এলাকা দখল নিয়ে বসিরহাট স্টেশন চত্বরে দুই দৃষ্কৃতীর গুলির লড়াই ৷ নিহত শম্ভুনাথ গায়েন নামে এক দুষ্কৃতী ৷ পাশাপাশি গুলির লড়াইয়ে আহত এক স্থানীয় বাসিন্দাকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

ETV Bharat
প্রতীকী লড়াই
author img

By

Published : Jul 17, 2023, 12:31 PM IST

Updated : Jul 17, 2023, 12:37 PM IST

বসিরহাট,17 জুলাই: জনবহুল স্টেশন বসিরহাট ৷ রবিরার হলেও একেবারে ফাঁকা ছিল না ৷ স্টেশন চত্বরে হঠাৎ শোনা গেল গুলির আওয়াজ ৷ তারপরই দেখা গেল গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি ৷ পাশে যন্ত্রণায় ছটপট করছেন আরও একজন ৷ কোনও সিনেমার শ্যুটিং নয় ৷ রবিবার রাতে বসিরহাট স্টেশন চত্বরে ঘটেছে এমন এক নাটকীয় ঘটনা ৷ তারপর থেকে আতঙ্কে এলাকাবাসী ৷ ঘটনায় নিহত 1 দুষ্কৃতী ৷ আহত হয়েছেন ভব কৃষ্ণ নামে এক স্থানীয় বাসিন্দা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে আচমকাই গুলি চলতে থাকে বসিরহাট স্টেশনের বাইরে। পরপর বেশ কয়েক রাউন্ডগুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন এক ব‍্যাক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তার কিছুটা দূরে গুলিবিদ্ধ অবস্থায় আরেকজন যন্ত্রণায় কাতরাচ্ছেন । এলাকাবাসী দু'জনকেই উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ।

সেখানেই শম্ভুনাথ গায়েন-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুলিবিদ্ধ ভব কৃষ্ণের অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে তাঁকে ওই হাসপাতাল থেকে স্থানান্তরিত করে নিয়ে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে । সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি । খবর পেয়েই ঘটাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, নিহত শম্ভুনাথ গায়েন (35) এলাকায় দুষ্কৃতী হিসাবে পরিচিত ছিল ৷ এদিন এলাকা দখল নিয়ে দুই দুষ্কৃতীর মধ্যে হঠাৎই গুলির লড়াই শুরু হয় ৷ সেই সময়েই স্থনীয় এক দুষ্কৃতীর ছোড়া গুলিতে জখম হয় শম্ভুনাথ ৷ তার কান ও বুকের নীচে গুলি লাগে ৷ সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ তবে ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি ৷ শুটআউটের ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : হৃদয়পুর স্টেশন এলাকায় চলল গুলি, অল্পের জন্য রক্ষা যুবকের

দুষ্কৃতীদের গুলিতে আহত ভব কৃষ্ণ বলেন,"আমার বাড়ি স্টেশনের ঠিক পাশেই । রাতে পরিবারকে নিয়ে বিয়েবাড়িতে যাব বলে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলাম । তখনই গুলির আওয়াজ শুনতে পাই। এরপর আচমকাই আমার গায়ে এসে গুলি লাগে। কে এবং কেন আমায় গুলি করল তা জানি না । আমি কেয়ার টেকারের কাজ করি । কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই ৷ আমার উপর কেন আক্রমণ করা হল বুঝতে পারছি না ৷"

আরও পড়ুন : তোলা না-দেওয়ায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

প্রসঙ্গত, শিয়াদা-বনগাঁ এবং হাসনাবাদ শাখার গুরুত্বপূর্ণ স্টেশন হৃদয়পুর এবং বসিরহাট । শনিবার হৃদয়পুরে এক বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা ৷ কপাল জোরে প্রাণে বাঁচেন ওই আরোহী ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বসিরহাটে দুষ্কৃতী তাণ্ডব ৷ স্বভাবতই এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷

বসিরহাট,17 জুলাই: জনবহুল স্টেশন বসিরহাট ৷ রবিরার হলেও একেবারে ফাঁকা ছিল না ৷ স্টেশন চত্বরে হঠাৎ শোনা গেল গুলির আওয়াজ ৷ তারপরই দেখা গেল গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি ৷ পাশে যন্ত্রণায় ছটপট করছেন আরও একজন ৷ কোনও সিনেমার শ্যুটিং নয় ৷ রবিবার রাতে বসিরহাট স্টেশন চত্বরে ঘটেছে এমন এক নাটকীয় ঘটনা ৷ তারপর থেকে আতঙ্কে এলাকাবাসী ৷ ঘটনায় নিহত 1 দুষ্কৃতী ৷ আহত হয়েছেন ভব কৃষ্ণ নামে এক স্থানীয় বাসিন্দা ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে আচমকাই গুলি চলতে থাকে বসিরহাট স্টেশনের বাইরে। পরপর বেশ কয়েক রাউন্ডগুলির আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন এক ব‍্যাক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তার কিছুটা দূরে গুলিবিদ্ধ অবস্থায় আরেকজন যন্ত্রণায় কাতরাচ্ছেন । এলাকাবাসী দু'জনকেই উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান ।

সেখানেই শম্ভুনাথ গায়েন-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুলিবিদ্ধ ভব কৃষ্ণের অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে তাঁকে ওই হাসপাতাল থেকে স্থানান্তরিত করে নিয়ে কলকাতার একটি সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে । সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি । খবর পেয়েই ঘটাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, নিহত শম্ভুনাথ গায়েন (35) এলাকায় দুষ্কৃতী হিসাবে পরিচিত ছিল ৷ এদিন এলাকা দখল নিয়ে দুই দুষ্কৃতীর মধ্যে হঠাৎই গুলির লড়াই শুরু হয় ৷ সেই সময়েই স্থনীয় এক দুষ্কৃতীর ছোড়া গুলিতে জখম হয় শম্ভুনাথ ৷ তার কান ও বুকের নীচে গুলি লাগে ৷ সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ তবে ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও কেউ গ্রেফতার হয়নি ৷ শুটআউটের ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন : হৃদয়পুর স্টেশন এলাকায় চলল গুলি, অল্পের জন্য রক্ষা যুবকের

দুষ্কৃতীদের গুলিতে আহত ভব কৃষ্ণ বলেন,"আমার বাড়ি স্টেশনের ঠিক পাশেই । রাতে পরিবারকে নিয়ে বিয়েবাড়িতে যাব বলে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলাম । তখনই গুলির আওয়াজ শুনতে পাই। এরপর আচমকাই আমার গায়ে এসে গুলি লাগে। কে এবং কেন আমায় গুলি করল তা জানি না । আমি কেয়ার টেকারের কাজ করি । কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই ৷ আমার উপর কেন আক্রমণ করা হল বুঝতে পারছি না ৷"

আরও পড়ুন : তোলা না-দেওয়ায় শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

প্রসঙ্গত, শিয়াদা-বনগাঁ এবং হাসনাবাদ শাখার গুরুত্বপূর্ণ স্টেশন হৃদয়পুর এবং বসিরহাট । শনিবার হৃদয়পুরে এক বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা ৷ কপাল জোরে প্রাণে বাঁচেন ওই আরোহী ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বসিরহাটে দুষ্কৃতী তাণ্ডব ৷ স্বভাবতই এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷

Last Updated : Jul 17, 2023, 12:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.