গাইঘাটা, 6 সেপ্টেম্বর : প্রাণনাশের হুমকি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ৷ উত্তর 24 পরগনার গাইঘাটার ঘটনা ৷ অভিযুক্তর নাম দুলাল দাস (40) । আজ তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে তিনদিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷
দুলাল ওই নাবালিকার প্রতিবেশী ৷ ওই নাবালিকার বাবা-মা রোজ সকালে কাজের জন্য বেরিয়ে যেতেন ৷ অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগাত দুলাল ৷ প্রতিদিন সে নাবালিকার বাড়ি গিয়ে তাকে ধর্ষণ করত বলে অভিযোগ ৷ বাধা দিলে চলত মারধর ৷ দু'মাস ধরে এই অত্যাচার সহ্য করতে না পরে গতকাল ওই নাবালিকা ঘটনার কথা তার মাকে জানায় ৷ গতরাতেই দুলালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবারের সদস্যরা ৷
খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে দুলালকে গ্রেপ্তার করে পুলিশ ৷ আজ তাকে বনগাঁ আদালতে তোলা হলে তিনদিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷