খড়দা, 21 এপ্রিল : বোমা বাঁধতে গিয়ে মৃত এক, গুরুতর আহত আরও এক ৷ মৃতের নাম রাজকুমার যাদব ৷
ষষ্ঠ দফা নির্বাচনের আগের দিন গভীর রাতে ঘটনাটি ঘটে খড়দা বিধানসভার অন্তর্ভুক্ত খড়দা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ৷ বোমা ফেটে মৃত্যু হয় এক ব্যক্তির । মৃত রাজকুমার পেশায় গাড়ি চালক ছিলেন ৷ 27 বছরের রাজকুমার টিটাগড় জে সি রোড এলাকার বাসিন্দা ছিলেন ৷ বোমা ফেটে আরও একজন গুরুতর আহত ৷ আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।
আরও পড়ুন : কেতুগ্রামে বোমা বিস্ফোরণ , আহত 2
ঘটনার তদন্তে নেমেছে রহড়া থানার পুলিশ ৷ প্রাথমিকভাবে বোমা বাঁধতে গিয়ে এই ঘটনা বলেই অনুমান । তবে মৃত ও আহত ওই দুই ব্যক্তির রাজনৈতিক কোনও পরিচয় এখনও জানা যায়নি ।