ETV Bharat / state

নিউ টাউনে অভিজাত আবাসনের 12 তলা থেকে ঝাঁপ চিকিৎসকের

author img

By

Published : Jan 9, 2020, 2:15 PM IST

Updated : Jan 9, 2020, 2:21 PM IST

গত সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে শপিংয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র । ফেরার সময়ে একটি মদের বোতল কেনেন । বাড়ি ফিরেই মদ্যপান শুরু করেন ওই চিকিৎসক । এরপর এক রোগীর ফোন আসে । ফোনে শুরু হয় বচসা । ফোন রাখার পর আরও বেশি মদ্যপান শুরু করেন তিনি । তাঁর স্ত্রী ভাবনা বাধা দিতে চান । কিন্তু স্ত্রীর কথা শোনেন না ।

dead
dead

নিউ টাউন, 9 জানুয়ারি : নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে এক অভিজাত আবাসনের 12তলা থেকে গতরাতে ঝাঁপ দিলেন এক চিকিৎসক । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । মৃতের নাম ধর্মেন্দ্রকুমার চৌধুরি (28) । ঝাঁপ দেওয়ার আগে দরজা বন্ধ করে ঘরে ভাঙচুর চালান তিনি । স্ত্রী ভাবনা চৌধুরির সঙ্গে সেই বাসভবনে থাকতেন তিনি । স্ত্রীও পেশায় চিকিৎসক ।

পুলিশ সূত্রে খবর, গত সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে শপিংয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র । ফেরার সময়ে একটি মদের বোতল কেনেন । বাড়ি ফিরেই মদ্যপান শুরু করেন ওই চিকিৎসক । এরপর এক রোগীর ফোন আসে । ফোনে শুরু হয় বচসা । ফোন রাখার পর আরও বেশি মদ্যপান শুরু করেন তিনি । তাঁর স্ত্রী ভাবনা বাধা দিতে চান । কিন্তু স্ত্রীর কথা শোনেননি তিনি । স্ত্রীকে ঘর থেকে বের করে দরজা আটকে দেন । ভাবনা পুলিশকে জানিয়েছেন, এরপরই ঘরের ভিতর ভাঙচুর শুরু করেন ধর্মেন্দ্র । সেসময়ে দমকলকে ও ইকো পার্ক থানায় খবর দেন ভাবনা । কিন্তু শেষ রক্ষা হয়নি । ঘরের জানলা থেকে AC মেশিন সরিয়ে সেই জানলা থেকে ঝাঁপ দেন ওই চিকিৎসক ।

ঘটনাস্থানে পৌঁছায় ইকোপার্ক থানার পুলিশ । ধর্মেন্দ্রকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও আবাসনের বাসিন্দারা । কিন্তু হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

কী কারণে ঝাঁপ দিলেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ । মানসিক অবসাদে ভুগছিলেন ধর্মেন্দ্র নাকি অন্য কোনও কারণ আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ । রোগীর ফোন আসার পর কী কথোপকথন হয়েছিল যার পরে এই পদক্ষেপ করল ধর্মেন্দ্র তা নিয়েও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে পুলিশের মনে । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

নিউ টাউন, 9 জানুয়ারি : নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ে এক অভিজাত আবাসনের 12তলা থেকে গতরাতে ঝাঁপ দিলেন এক চিকিৎসক । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে । মৃতের নাম ধর্মেন্দ্রকুমার চৌধুরি (28) । ঝাঁপ দেওয়ার আগে দরজা বন্ধ করে ঘরে ভাঙচুর চালান তিনি । স্ত্রী ভাবনা চৌধুরির সঙ্গে সেই বাসভবনে থাকতেন তিনি । স্ত্রীও পেশায় চিকিৎসক ।

পুলিশ সূত্রে খবর, গত সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে শপিংয়ে গিয়েছিলেন ধর্মেন্দ্র । ফেরার সময়ে একটি মদের বোতল কেনেন । বাড়ি ফিরেই মদ্যপান শুরু করেন ওই চিকিৎসক । এরপর এক রোগীর ফোন আসে । ফোনে শুরু হয় বচসা । ফোন রাখার পর আরও বেশি মদ্যপান শুরু করেন তিনি । তাঁর স্ত্রী ভাবনা বাধা দিতে চান । কিন্তু স্ত্রীর কথা শোনেননি তিনি । স্ত্রীকে ঘর থেকে বের করে দরজা আটকে দেন । ভাবনা পুলিশকে জানিয়েছেন, এরপরই ঘরের ভিতর ভাঙচুর শুরু করেন ধর্মেন্দ্র । সেসময়ে দমকলকে ও ইকো পার্ক থানায় খবর দেন ভাবনা । কিন্তু শেষ রক্ষা হয়নি । ঘরের জানলা থেকে AC মেশিন সরিয়ে সেই জানলা থেকে ঝাঁপ দেন ওই চিকিৎসক ।

ঘটনাস্থানে পৌঁছায় ইকোপার্ক থানার পুলিশ । ধর্মেন্দ্রকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ ও আবাসনের বাসিন্দারা । কিন্তু হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে ।

কী কারণে ঝাঁপ দিলেন তিনি তা খতিয়ে দেখছে পুলিশ । মানসিক অবসাদে ভুগছিলেন ধর্মেন্দ্র নাকি অন্য কোনও কারণ আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ । রোগীর ফোন আসার পর কী কথোপকথন হয়েছিল যার পরে এই পদক্ষেপ করল ধর্মেন্দ্র তা নিয়েও দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে পুলিশের মনে । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

Intro:গতকাল রাতে নিউটাউন এর আকাঙ্খা মোড়ে একটি আভিজাত্য আবাসনের ১২ তলা থেকে ঝাঁপ দেয় এক চিকিৎসক। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত চিকিৎসকের নাম ধর্মেন্দ্র কুমার চৌধুরী(২৮)। নিউটাউন আকাঙ্খা মোড়ের হাইল্যান্ড উডস আবাসনে স্ত্রী ভূমিকা ভাবনা চৌধুরী কে নিয়ে থাকতেন ওই চিকিৎসক। তাঁর স্ত্রীও পেশায় চিকিৎসক। সস্ত্রীক আলাদা আলাদা প্রাইভেট হেলথ এজেন্সির চিকিৎসক ছিলেন।


Body:পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় চিকিৎসক ধর্মেন্দ্র কুমার চৌধুরী স্ত্রীকে নিয়ে শপিংয়ে যান। সেখানে শপিংয়ের পাশাপাশি মদের বোতল কিনে বাড়ি ফেরেন। তারপর ওই চিকিৎসক মদ্যপান করেন। সেই সময় এক রোগীর ফোন আসায় কথা বলতে বলতে বচসা শুরু হয়। তারপর ঘরের দরজা ভিতর থেকে আটকে দেয় তিনি। ঘরের ভিতরে ভাঙচুর চালাতে থাকেন। চিকিৎসকের স্ত্রী ইকোপার্ক থানার পুলিশকে খবর দেয়। পাশাপাশি দমকলকে খবর দেয়। পুলিশ ও দমকল পৌঁছানোর সময়ই ঘরের এসি মেশিন সরিয়ে ওই ফাঁক দিয়ে ১২ তলা থেকে ঝাঁপ দেন চিকিৎসক ধর্মেন্দ্র কুমার চোধুরী। আবাসনের বাসিন্দারা ও পুলিশ বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এটা নিছকই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য। তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিশ।Conclusion:
Last Updated : Jan 9, 2020, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.