ETV Bharat / state

কাঁকিনাড়ায় স্কুলের পাশে ক্লাবের ছাদে বোমা বিস্ফোরণে মৃত 1 - tmc

কাঁকিনাড়ার রামনগর কলোনি এলাকায় রামনগর যুবক সংঘ নামে একটি ক্লাবের ছাদে বোমা তৈরি করতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির ।

কাঁকিনাড়ায় বোমা তৈরি করতে গিয়ে মৃত 1
author img

By

Published : Jul 19, 2019, 12:50 AM IST

ব্যারাকপুর, 19 জুলাই : ফের কেঁপে উঠল কাঁকিনাড়া । কাঁকিনাড়ার রামনগর কলোনি এলাকায় রামনগর যুবক সংঘ নামে একটি ক্লাবের ছাদে বোমা বিস্ফোরণটি ঘটে । ঘটনায় মৃত্যু হয়েছে বিশু সরকার (55) নামে এক ব্যক্তির । ঘটনার খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ও কমব্যাট ফোর্স এলাকায় পৌঁছায় । সেখানে পুলিশ তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে । পুলিশের প্রাথমিক অনুমান, বোমা তৈরি করতে গিয়েই বিপত্তি ঘটে ।

স্থানীয় বাসিন্দারা জানান, আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । শব্দ শুনে ক্লাবের ছাদে উঠে গিয়ে বিশু সরকারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাঁরা । সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে । পরে তাঁর মৃত্যু হয় ।

এদিকে ওই ক্লাবের পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় । স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বিস্ফোরণটি যদি দিনের বেলা ঘটত তা হলে ছাত্র-ছাত্রীদের বড়সড় দুর্ঘটনার মধ্যে পড়তে হতে হত । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ব্যারাকপুর, 19 জুলাই : ফের কেঁপে উঠল কাঁকিনাড়া । কাঁকিনাড়ার রামনগর কলোনি এলাকায় রামনগর যুবক সংঘ নামে একটি ক্লাবের ছাদে বোমা বিস্ফোরণটি ঘটে । ঘটনায় মৃত্যু হয়েছে বিশু সরকার (55) নামে এক ব্যক্তির । ঘটনার খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ ও কমব্যাট ফোর্স এলাকায় পৌঁছায় । সেখানে পুলিশ তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করে । পুলিশের প্রাথমিক অনুমান, বোমা তৈরি করতে গিয়েই বিপত্তি ঘটে ।

স্থানীয় বাসিন্দারা জানান, আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । শব্দ শুনে ক্লাবের ছাদে উঠে গিয়ে বিশু সরকারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তাঁরা । সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে । পরে তাঁর মৃত্যু হয় ।

এদিকে ওই ক্লাবের পাশেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় । স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বিস্ফোরণটি যদি দিনের বেলা ঘটত তা হলে ছাত্র-ছাত্রীদের বড়সড় দুর্ঘটনার মধ্যে পড়তে হতে হত । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.