বনগাঁ, 7 জুলাই: পঞ্চায়ের নির্বাচনের ঠিক প্রাক্কালে শুক্রবার দুপুরে বনগাঁয় দিনেদুপুরে শুট-আউটের ঘটনা ঘটল । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির । আহত হয়েছেন আরও এক যুবক । মৃত ব্যাক্তির নাম বিশ্বনাথ দে, তিনি হাবড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে । আহত যুবকের নাম প্রতাপ মণ্ডল, তিনি গাইঘাটার বাসিন্দা । উত্তর 24 পরগনার বনগাঁ থানার ধর্মপুর বিলের মাঠ এলাকায় এই ঘটনা ঘটেছে । ভোটের আগের দিনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর নাগাদ ধর্মপুর বিলের মাঠের ফাঁকা রাস্তার পাশে মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পান পথ চলতি মানুষ । খবর পেয়ে ঘটনা স্থলে আসে বনগাঁ এবং গোপালনগর থানার পুলিশ । পুলিশ তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ।
অন্যদিকে, প্রতাপ মণ্ডল গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে তাঁকেও উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে ৷ এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তিনি বলেন, "আগামিকাল পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন যায়গায় থেকে তৃণমূল সমাজ বিরোধীদের একত্রিত করছে, ভোটে সন্ত্রাস সৃষ্টি করার জন্য। যারা গুলি চালিয়েছে এবং যাদের গুলি লেগেছে তারা তৃণমূলের লোক ।" তৃণমূলের দুই পক্ষের গণ্ডগোলের জেরেই গুলি চলেছে দাবি স্বপন মজুমদারের ।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস । তিনি জানান, জমির দালালি ও ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল । সমাজ বিরোধীদের ঝামেলা । এরা সকলে বিজেপি আশ্রিত দুষ্কৃতী । জমি ব্যবসার সঙ্গে অনেক বিজেপি নেতা যুক্ত আছেন । পুলিশ তদন্ত করছে, আগামীতে সব সামনে আসবে ৷
আরও পড়ুন: মুর্শিদাবাদে মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে রাজ্যপাল, সিবিআই তদন্তের আশ্বাস
পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক ঝামেলা থেকে গুলি চলেছে । ইতিমধ্যে ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ । তবে পঞ্চায়েত ভোটের আগের দিন গুলি চলার এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক সৃষ্ট হয়েছে এলাকায় ।