ETV Bharat / state

বনগাঁ লোকাল লক্ষ্য করে পাথর, মুখ ফাটল নাবালিকার - পাথরের আঘাতে জখম শিশু

গতকাল রাতে শিয়ালদা - বনগাঁ লোকালে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে জখম ছয় বছরের এক শিশু ৷

ছবি
author img

By

Published : Oct 14, 2019, 2:28 PM IST

Updated : Oct 14, 2019, 3:21 PM IST

দত্তপুকুর , 14 অক্টোবর : চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারায় জখম নাবালিকা ৷ ঘটনাটি শিয়ালদা-বনগাঁ লোকালের ৷ ঘটনার পরই প্রশ্ন উঠেছে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে ৷

GRP সূত্রে খবর, নাবালিকার নাম অদ্রিজা মজুমদার (6) ৷ বাড়ি অশোকনগর থানা এলাকার বিশ্বকবি রোডে ৷ গতরাতে শিয়ালদা-বনগাঁ লোকাল বামনগাছি স্টেশন ছেড়ে দত্তপুকুরের দিকে যাচ্ছিল ৷ সেই সময় ট্রেনটিকে লক্ষ্য করে বাইরে থেকে পাথর ছোড়া হয় ৷ অদ্রিজা সেই সময় ট্রেনের কামরায় জানালার কাছে দাঁড়িয়ে ছিল ৷ বাইরে থেকে ছোড়া সেই পাথর তার মুখে লাগে ৷ জখম হয় সে ৷ তার মুখ ফেটে যায় ৷ হাবড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয় ৷

দেখুন ভিডিয়ো

GRP জানিয়েছে, জখম নাবালিকার পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ করা হয়নি । শুধু মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থানে গিয়ে GRP তদন্ত শুরু করেছে ৷ কে পাথর ছুড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

দত্তপুকুর , 14 অক্টোবর : চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারায় জখম নাবালিকা ৷ ঘটনাটি শিয়ালদা-বনগাঁ লোকালের ৷ ঘটনার পরই প্রশ্ন উঠেছে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে ৷

GRP সূত্রে খবর, নাবালিকার নাম অদ্রিজা মজুমদার (6) ৷ বাড়ি অশোকনগর থানা এলাকার বিশ্বকবি রোডে ৷ গতরাতে শিয়ালদা-বনগাঁ লোকাল বামনগাছি স্টেশন ছেড়ে দত্তপুকুরের দিকে যাচ্ছিল ৷ সেই সময় ট্রেনটিকে লক্ষ্য করে বাইরে থেকে পাথর ছোড়া হয় ৷ অদ্রিজা সেই সময় ট্রেনের কামরায় জানালার কাছে দাঁড়িয়ে ছিল ৷ বাইরে থেকে ছোড়া সেই পাথর তার মুখে লাগে ৷ জখম হয় সে ৷ তার মুখ ফেটে যায় ৷ হাবড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে ৷ সেখানে প্রাথমিক চিকিৎসা করানো হয় ৷

দেখুন ভিডিয়ো

GRP জানিয়েছে, জখম নাবালিকার পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ করা হয়নি । শুধু মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থানে গিয়ে GRP তদন্ত শুরু করেছে ৷ কে পাথর ছুড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Intro:চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারায় জখম এক শিশু। রেলের যাত্রীনিরাপত্তা নিয়ে প্রশ্ন।


দত্তপুকুরঃ শিয়ালদহ-বনগাঁ লোকাল বামনগাছি ছেড়ে দত্তপুকুরের দিকে যাচ্ছে সে সময় জানালা থেকে হটাৎ একটি রেলের পাথর এসে জানালায় দাঁড়িয়ে থাকা একটি শিশুর মুখে লাগে। মুখ ফেটে যায়। সাথে সাথে পরবর্তীতে হাবড়া নেমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, শিশুটির বয়স ছয় বছর। বাড়ি অশোকনগর থানা এলাকায়। ঘটনায় যাত্রীদের ভিতর আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনায় জিআরপি জানিয়েছে, আহত শিশুর পরিবারের তরফে কোন লিখিত অভিযোগ করা হয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে জিআরপি তদন্ত শুরু করেছে।Body:চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারায় জখম এক শিশু। রেলের যাত্রীনিরাপত্তা নিয়ে প্রশ্ন।


দত্তপুকুরঃ শিয়ালদহ-বনগাঁ লোকাল বামনগাছি ছেড়ে দত্তপুকুরের দিকে যাচ্ছে সে সময় জানালা থেকে হটাৎ একটি রেলের পাথর এসে জানালায় দাঁড়িয়ে থাকা একটি শিশুর মুখে লাগে। মুখ ফেটে যায়। সাথে সাথে পরবর্তীতে হাবড়া নেমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, শিশুটির বয়স ছয় বছর। বাড়ি অশোকনগর থানা এলাকায়। ঘটনায় যাত্রীদের ভিতর আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনায় জিআরপি জানিয়েছে, আহত শিশুর পরিবারের তরফে কোন লিখিত অভিযোগ করা হয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে জিআরপি তদন্ত শুরু করেছে।Conclusion:চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারায় জখম এক শিশু। রেলের যাত্রীনিরাপত্তা নিয়ে প্রশ্ন।


দত্তপুকুরঃ শিয়ালদহ-বনগাঁ লোকাল বামনগাছি ছেড়ে দত্তপুকুরের দিকে যাচ্ছে সে সময় জানালা থেকে হটাৎ একটি রেলের পাথর এসে জানালায় দাঁড়িয়ে থাকা একটি শিশুর মুখে লাগে। মুখ ফেটে যায়। সাথে সাথে পরবর্তীতে হাবড়া নেমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, শিশুটির বয়স ছয় বছর। বাড়ি অশোকনগর থানা এলাকায়। ঘটনায় যাত্রীদের ভিতর আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনায় জিআরপি জানিয়েছে, আহত শিশুর পরিবারের তরফে কোন লিখিত অভিযোগ করা হয়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে জিআরপি তদন্ত শুরু করেছে।
Last Updated : Oct 14, 2019, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.