ETV Bharat / state

Bangaon Bomb Blast: পৌরভোটের আগে বনগাঁয় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত - Bangaon Bomb Blast

পৌরভোটের আগে (Municipal Election) বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বনগাঁয় ৷ এবার সেই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত (One arrested) ৷ ধৃত ব্যক্তির নাম অজিত অধিকারী ।

bomb blast
bomb blast
author img

By

Published : Nov 21, 2022, 10:06 PM IST

বনগাঁ, 21 নভেম্বর: পৌরসভার নির্বাচনের আগে বোমা বাঁধতে গিয়ে বনগাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল (Bangaon Bomb Blast) ৷ সেই ঘটনার মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করল পুলিশ । ধৃত ব্যক্তির নাম অজিত অধিকারী । তিনি বনগাঁ থানার শ্রীপল্লি এলাকার বাসিন্দা । রবিবার বনগাঁ থানার বিএসএফ ক্যাম্প মোর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, 2022 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখে পৌরসভার নির্বাচনের (Bangaon Municipal Election) আগের দিন বনগাঁর 17 নম্বর ওয়ার্ডের শিমূলতলা আইরন গেট ক্লাব সংলগ্ন এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয় । বোমা ফেটে আহত হন কলকাতার ইছাপুরের বাসিন্দা বিদ্যুৎ নাগ নামে এক ব্যক্তি । সেই ঘটনার তদন্ত নেমে অজিতের নাম সামনে আসে তদন্তকারী অফিসারদের ।

আরও পড়ুন: 15 কোটি ঋণের টোপ দিয়ে দেড় কোটির প্রতারণা ! দিল্লি থেকে গ্রেফতার চক্রের 'পান্ডা'

যদিও ঘটনার পর থেকে পলাতক ছিল অজিত । দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় থেকে অজিতকে গ্রেফতার করে পুলিশ (One arrested) । জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের ঘটনার মূল ষড়যন্ত্রকারী এই অজিত । তাঁকে বনগাঁ থানার পক্ষ থেকে আজ বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় ৷ বিচারক অভিযুক্তকে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

বনগাঁ, 21 নভেম্বর: পৌরসভার নির্বাচনের আগে বোমা বাঁধতে গিয়ে বনগাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল (Bangaon Bomb Blast) ৷ সেই ঘটনার মূল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করল পুলিশ । ধৃত ব্যক্তির নাম অজিত অধিকারী । তিনি বনগাঁ থানার শ্রীপল্লি এলাকার বাসিন্দা । রবিবার বনগাঁ থানার বিএসএফ ক্যাম্প মোর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, 2022 সালের ফেব্রুয়ারি মাসের 26 তারিখে পৌরসভার নির্বাচনের (Bangaon Municipal Election) আগের দিন বনগাঁর 17 নম্বর ওয়ার্ডের শিমূলতলা আইরন গেট ক্লাব সংলগ্ন এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয় । বোমা ফেটে আহত হন কলকাতার ইছাপুরের বাসিন্দা বিদ্যুৎ নাগ নামে এক ব্যক্তি । সেই ঘটনার তদন্ত নেমে অজিতের নাম সামনে আসে তদন্তকারী অফিসারদের ।

আরও পড়ুন: 15 কোটি ঋণের টোপ দিয়ে দেড় কোটির প্রতারণা ! দিল্লি থেকে গ্রেফতার চক্রের 'পান্ডা'

যদিও ঘটনার পর থেকে পলাতক ছিল অজিত । দীর্ঘদিন পালিয়ে থাকার পর গতকাল বনগাঁ বিএসএফ ক্যাম্প মোড় থেকে অজিতকে গ্রেফতার করে পুলিশ (One arrested) । জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের ঘটনার মূল ষড়যন্ত্রকারী এই অজিত । তাঁকে বনগাঁ থানার পক্ষ থেকে আজ বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয় ৷ বিচারক অভিযুক্তকে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.