ETV Bharat / state

মানসিক ভারসাম্যহীন যুবতিকে ধর্ষণ, গ্রেপ্তার 1

মানসিক ভারসাম্যহীন যুবতিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি । গতরাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল থানা এলাকায় । ধৃতের নাম বিমল সরকার । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । তাকে 14 দিন জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ।

rape
author img

By

Published : Aug 19, 2019, 9:14 PM IST

বনগাঁ, 19 অগাস্ট : মানসিক ভারসাম্যহীন যুবতিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি । গতরাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল থানা এলাকায় । ধৃতের নাম বিমল সরকার । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । তাকে 14 দিন জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ।

নির্যাতিতার পরিবারের তরফে জানা গেছে, ওই যুবতি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার মা তাকে পাশের বাড়িতে রেখে কাজে যেতেন । তেমনই গতকালও তাকে পাশের বাড়িতে একটি ঘরে তালা বন্ধ করে রেখে তার মা কাজে চলে যান । ফিরে এসে দেখেন মেয়ে বাড়িতে নেই । পরে খোঁজাখুঁজি করতেই ধরা পড়ে অভিযুক্ত বিমল সরকার ওরফে বাবু । যুবতির পরিবারের লোকেদের আসতে দেখেই পালানোর চেষ্টা করে সে । পরে নির্যাতিতা তার পরিবারের লোকজনকে গোটা ঘটনার কথা খুলে বলে । সে জানায়, বিমলই তাকে বাগানে ডেকে আনে । তারপর তার ওপর অত্যাচার চালায় ।

রবিবার রাতেই নির্যাতিতার মা পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । গতরাতেই পেট্রাপোল থানার পুলিশ বিমলকে গ্রেপ্তার করে ।

বনগাঁ, 19 অগাস্ট : মানসিক ভারসাম্যহীন যুবতিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি । গতরাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল থানা এলাকায় । ধৃতের নাম বিমল সরকার । ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় । তাকে 14 দিন জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক ।

নির্যাতিতার পরিবারের তরফে জানা গেছে, ওই যুবতি মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার মা তাকে পাশের বাড়িতে রেখে কাজে যেতেন । তেমনই গতকালও তাকে পাশের বাড়িতে একটি ঘরে তালা বন্ধ করে রেখে তার মা কাজে চলে যান । ফিরে এসে দেখেন মেয়ে বাড়িতে নেই । পরে খোঁজাখুঁজি করতেই ধরা পড়ে অভিযুক্ত বিমল সরকার ওরফে বাবু । যুবতির পরিবারের লোকেদের আসতে দেখেই পালানোর চেষ্টা করে সে । পরে নির্যাতিতা তার পরিবারের লোকজনকে গোটা ঘটনার কথা খুলে বলে । সে জানায়, বিমলই তাকে বাগানে ডেকে আনে । তারপর তার ওপর অত্যাচার চালায় ।

রবিবার রাতেই নির্যাতিতার মা পেট্রাপোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । গতরাতেই পেট্রাপোল থানার পুলিশ বিমলকে গ্রেপ্তার করে ।

Intro:মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

বনগাঁঃ মানসিক ভারসাম্যহীন যুবককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল থানার খলিদপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিমল সরকার। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, ওই যুবতী ভারসাম্যহীন হাওয়ায় তাঁর মা পাশের বাড়িতে তাঁকে রেখে কাজে যেতেন। সেই মতো রবিবারও তাঁকে পাশের বাড়িতে রেখে মা কাজে গিয়েছিলেন। কাজ সেরে ডাক্তার দেখিয়ে মা বাড়ি ফিরে দেখেন, মেয়ে পড়শির বাড়িতে নেই। পরে খোঁজাখুঁজি করতেই দেখা যায় ওই যুবতীকে মুখ চেপে ধরে ধর্ষণ করছে। যুবতীর বাড়ির লোকেদের দেখেই বিমল সেখান থেকে পালিয়ে যায়। ওই যুবতী তখন বাড়ির লোকেদের কাছে জানায়, বিমল তাঁকে বাগানে ডেকে আনে। রাতেই নির্যাতিতা যুবতীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার গভীর রাতে পেট্রাপোল থানার পুলিশ বিমলকে গ্রেপ্তার করে।Body:মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

বনগাঁঃ মানসিক ভারসাম্যহীন যুবককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল থানার খলিদপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিমল সরকার। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, ওই যুবতী ভারসাম্যহীন হাওয়ায় তাঁর মা পাশের বাড়িতে তাঁকে রেখে কাজে যেতেন। সেই মতো রবিবারও তাঁকে পাশের বাড়িতে রেখে মা কাজে গিয়েছিলেন। কাজ সেরে ডাক্তার দেখিয়ে মা বাড়ি ফিরে দেখেন, মেয়ে পড়শির বাড়িতে নেই। পরে খোঁজাখুঁজি করতেই দেখা যায় ওই যুবতীকে মুখ চেপে ধরে ধর্ষণ করছে। যুবতীর বাড়ির লোকেদের দেখেই বিমল সেখান থেকে পালিয়ে যায়। ওই যুবতী তখন বাড়ির লোকেদের কাছে জানায়, বিমল তাঁকে বাগানে ডেকে আনে। রাতেই নির্যাতিতা যুবতীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার গভীর রাতে পেট্রাপোল থানার পুলিশ বিমলকে গ্রেপ্তার করে।Conclusion:মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

বনগাঁঃ মানসিক ভারসাম্যহীন যুবককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁর পেট্রাপোল থানার খলিদপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিমল সরকার। ধৃতকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাকে ১৪ দিন জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, ওই যুবতী ভারসাম্যহীন হাওয়ায় তাঁর মা পাশের বাড়িতে তাঁকে রেখে কাজে যেতেন। সেই মতো রবিবারও তাঁকে পাশের বাড়িতে রেখে মা কাজে গিয়েছিলেন। কাজ সেরে ডাক্তার দেখিয়ে মা বাড়ি ফিরে দেখেন, মেয়ে পড়শির বাড়িতে নেই। পরে খোঁজাখুঁজি করতেই দেখা যায় ওই যুবতীকে মুখ চেপে ধরে ধর্ষণ করছে। যুবতীর বাড়ির লোকেদের দেখেই বিমল সেখান থেকে পালিয়ে যায়। ওই যুবতী তখন বাড়ির লোকেদের কাছে জানায়, বিমল তাঁকে বাগানে ডেকে আনে। রাতেই নির্যাতিতা যুবতীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। রবিবার গভীর রাতে পেট্রাপোল থানার পুলিশ বিমলকে গ্রেপ্তার করে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.