ETV Bharat / state

Hingalganj Bomb Blast : বোমা বাঁধতে গিয়ে একের পর এক বিস্ফোরণ, হিঙ্গলগঞ্জে ঝলসে গেল দুষ্কৃতীর দেহ - TMC Inner Clash Hingalganj

হিঙ্গলগঞ্জে কয়েকজন দুষ্কৃতী মিলে মাঠে বসে বোমা বাঁধছিল ৷ সঙ্গে ছিল বোমার মশলাও ৷ হঠাৎ একটি বোমা ফেটে যায় ৷ সেই থেকে বারুদেও আগুন লাগে ৷ ঝলসে মারা যায় এক দুষ্কৃতী ৷ বাকি 3 জন আহত হয়েছে (Hingalganj Bomb Blast) ৷

Hingalganj Bombing
হিঙ্গলগঞ্জের মাঠে বোমা বাঁধা হচ্ছিল
author img

By

Published : Jun 3, 2022, 2:25 PM IST

হিঙ্গলগঞ্জ, 3 জুন : একের পর এক বোমা বিস্ফোরণ । তার জেরে ঘটনাস্থলেই মারা গিয়েছে আতাউল শেখ নামে এক দুষ্কৃতী । আহত হয়েছে আরও তিন দুষ্কৃতী । তারা সকলে একটি ফাঁকা মাঠে বোমা বাঁধার কাজ করছিল বলে জানা গিয়েছে । তখনই কোনওভাবে বোমা বিস্ফোরণ হয় (One antisocial died and two injured as bomb blast in Hingalganj North 24 Parganas) ।

বিস্ফোরণের তীব্রতায় ঝলসে গিয়েছে মৃত দুষ্কৃতীর শরীর । প্রথমে তাকে চেনা সম্ভব না হলেও পরে ওই দুষ্কৃতীর পরিচয় জানতে পারে পুলিশ । ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সাণ্ডেরেলবিল পঞ্চায়েত এলাকায় । ঘটনার পর থেকেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা । আতঙ্ক এতটাই গ্রাস করেছে যে তারা কেউই ভয়ে মুখ খুলতে চাইছে না । পুলিশ গোটা এলাকাটি ঘিরে রেখেছে । পাশাপাশি এলাকায় আর কোনও বোমা মজুত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের সাণ্ডেরেলবিল পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর দখলদারি ঘিরে বিবাদ চলছে তৃণমূলের অন্দরে । সম্প্রতি সেই বিবাদ চরমে ওঠে একটি পুকুরঘাট সংস্কারকে কেন্দ্র করে ।একপক্ষ এই সংস্কারের পিছনে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় । অন্যপক্ষ আবার দলেরই একাংশের বিরুদ্ধে আঙুল তুলে চক্রান্তের অভিযোগ করে ।

আরও পড়ুন : Rahara Bomb Blast : দাদুর কুড়িয়ে আনা কৌটো বোমা ফেটে মৃত্যু নাতির, রহড়ায় চাঞ্চল্য

তারই মধ্যে শুক্রবার গভীর রাতে সাণ্ডেরেলবিল পঞ্চায়েতের দক্ষিণ বাঁকড়ার কালিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । অভিযোগ, এলাকার একটি ফাঁকা মাঠে বেশ কয়েকজন বহিরাগত দুষ্কৃতী জড়ো হয়ে বোমা বাঁধছিল । তার জন্য মজুত করা হয়েছিল প্রচুর মশলা । বোমা বাঁধার সময় আচমকাই একটি বোমা ফেটে যায় কোনওভাবে । এরপর সেই আগুন লেগে যায় মজুত বোমার মশলায় । তার জেরে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে সেখানে । বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ।

আতঙ্কিত এলাকাবাসীর কেউই প্রথমে ঘটনাস্থলের দিকে পা বাড়ায়নি । পরে সাহস করে কয়েকজন সেখানে গিয়ে দেখেন, মাঠের মধ্যে একটি ঝলসানো দেহ পড়ে রয়েছে । আহত অবস্থায় কাতরাচ্ছেন আরও তিনজন । হিঙ্গলগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে এসে মৃতদেহ উদ্ধার করে । বাকিদের পাঠানো হয় চিকিৎসার জন্য । পুলিশ সূত্রে খবর, ওই জায়গায় অন্তত 6-7 জন দুষ্কৃতী ছিল । বিস্ফোরণের পরে তারা সঙ্গীদের ফেলে পালিয়ে যায় ।

আরও পড়ুন : Bomb Blast on Railline : জগদ্দলে রেললাইনের পাশে বোমা বিস্ফোরণ

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ওই দুষ্কৃতীরা বসিরহাটের সাকচুড়া থেকে হিঙ্গলগঞ্জে গিয়েছিল বোমা বাঁধতে। কী উদ্দেশ্যে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল ? কারা বোমা বাঁধার বরাত দিয়েছিল ? তারই উত্তর খোঁজার চেষ্টা করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । ঘটনার পিছনে তৃণমূলের দুই গোষ্ঠীর পুরনো বিবাদ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট ৷

হিঙ্গলগঞ্জ, 3 জুন : একের পর এক বোমা বিস্ফোরণ । তার জেরে ঘটনাস্থলেই মারা গিয়েছে আতাউল শেখ নামে এক দুষ্কৃতী । আহত হয়েছে আরও তিন দুষ্কৃতী । তারা সকলে একটি ফাঁকা মাঠে বোমা বাঁধার কাজ করছিল বলে জানা গিয়েছে । তখনই কোনওভাবে বোমা বিস্ফোরণ হয় (One antisocial died and two injured as bomb blast in Hingalganj North 24 Parganas) ।

বিস্ফোরণের তীব্রতায় ঝলসে গিয়েছে মৃত দুষ্কৃতীর শরীর । প্রথমে তাকে চেনা সম্ভব না হলেও পরে ওই দুষ্কৃতীর পরিচয় জানতে পারে পুলিশ । ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সাণ্ডেরেলবিল পঞ্চায়েত এলাকায় । ঘটনার পর থেকেই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা । আতঙ্ক এতটাই গ্রাস করেছে যে তারা কেউই ভয়ে মুখ খুলতে চাইছে না । পুলিশ গোটা এলাকাটি ঘিরে রেখেছে । পাশাপাশি এলাকায় আর কোনও বোমা মজুত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের সাণ্ডেরেলবিল পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর দখলদারি ঘিরে বিবাদ চলছে তৃণমূলের অন্দরে । সম্প্রতি সেই বিবাদ চরমে ওঠে একটি পুকুরঘাট সংস্কারকে কেন্দ্র করে ।একপক্ষ এই সংস্কারের পিছনে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় । অন্যপক্ষ আবার দলেরই একাংশের বিরুদ্ধে আঙুল তুলে চক্রান্তের অভিযোগ করে ।

আরও পড়ুন : Rahara Bomb Blast : দাদুর কুড়িয়ে আনা কৌটো বোমা ফেটে মৃত্যু নাতির, রহড়ায় চাঞ্চল্য

তারই মধ্যে শুক্রবার গভীর রাতে সাণ্ডেরেলবিল পঞ্চায়েতের দক্ষিণ বাঁকড়ার কালিবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে । অভিযোগ, এলাকার একটি ফাঁকা মাঠে বেশ কয়েকজন বহিরাগত দুষ্কৃতী জড়ো হয়ে বোমা বাঁধছিল । তার জন্য মজুত করা হয়েছিল প্রচুর মশলা । বোমা বাঁধার সময় আচমকাই একটি বোমা ফেটে যায় কোনওভাবে । এরপর সেই আগুন লেগে যায় মজুত বোমার মশলায় । তার জেরে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে সেখানে । বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা ।

আতঙ্কিত এলাকাবাসীর কেউই প্রথমে ঘটনাস্থলের দিকে পা বাড়ায়নি । পরে সাহস করে কয়েকজন সেখানে গিয়ে দেখেন, মাঠের মধ্যে একটি ঝলসানো দেহ পড়ে রয়েছে । আহত অবস্থায় কাতরাচ্ছেন আরও তিনজন । হিঙ্গলগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে এসে মৃতদেহ উদ্ধার করে । বাকিদের পাঠানো হয় চিকিৎসার জন্য । পুলিশ সূত্রে খবর, ওই জায়গায় অন্তত 6-7 জন দুষ্কৃতী ছিল । বিস্ফোরণের পরে তারা সঙ্গীদের ফেলে পালিয়ে যায় ।

আরও পড়ুন : Bomb Blast on Railline : জগদ্দলে রেললাইনের পাশে বোমা বিস্ফোরণ

প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ওই দুষ্কৃতীরা বসিরহাটের সাকচুড়া থেকে হিঙ্গলগঞ্জে গিয়েছিল বোমা বাঁধতে। কী উদ্দেশ্যে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল ? কারা বোমা বাঁধার বরাত দিয়েছিল ? তারই উত্তর খোঁজার চেষ্টা করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ । ঘটনার পিছনে তৃণমূলের দুই গোষ্ঠীর পুরনো বিবাদ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.