ETV Bharat / state

দেড় মাস পরও ATM থেকে খোয়া যাওয়া টাকা ফেরত পাননি বৃদ্ধ - sbi

প্রায় দেড় মাস আগে ATM জালিয়াতির শিকার হয়েছিলেন বারাসতের কল্যাণ কুণ্ডু। কিন্তু এখনও পর্যন্ত খোয়া যাওয়া টাকা ফেরত পাননি তিনি। ব্যাঙ্ক কতৃর্পক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন তিনি।

কল্যাণ কুণ্ডু
author img

By

Published : Feb 20, 2019, 8:58 PM IST

বারাসত, ২০ ফেব্রুয়ারি : প্রায় দেড় মাস আগে ATM জালিয়াতির শিকার হয়েছিলেন বারাসাত নবপল্লির কল্যাণ কুণ্ডু (৬৪)। কিন্তু এখনও পর্যন্ত খোয়া যাওয়া টাকা ফেরত পাননি তিনি। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাঙ্ক কতৃর্পক্ষকেও বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুদত্তর পাননি। জীবনের শেষ সঞ্চয়টুকু হারিয়ে এখন মাথায় হাত কল্যাণবাবুর। ব্যাঙ্ক কতৃর্পক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন তিনি।

গত ৩০ ডিসেম্বর ২০১৮ মাঝরাতে কল্যাণবাবুর মোবাইলে একটি মেসেজ আসে। তখন তিনি ঘুমোচ্ছিলেন বলে টের পাননি। পরদিন সকালে আরও একটি মেসেজ আসে। মেসেজ খুলে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে দু-দফায় মোট ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সেদিনই দিল্লির কালকাজি থানায় অভিযোগ দায়ের করেন। সেইসঙ্গে বারাসতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কতৃর্পক্ষকেও পুরো ঘটনা বিস্তারিত জানিয়ে একটি ই-মেল পাঠান। দিল্লি থেকে ফিরে এসে ব্যাঙ্কে গিয়ে দেখা করেন। জানতে পারেন, তাঁর মেলটি উর্ধ্বতন কতৃর্পক্ষকে পাঠিয়ে দিয়েছেন তারা। টাকা ফেরত পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু দেড়মাস হয়ে গেলেও এখনও তিনি টাকা ফেরত পাননি।

ভিডিওতে শুনুন বক্তব্য

অন্যদিকে এবিষয়ে SBI-এর বারাসত হেলাবটতলা শাখার ম্যানেজার দীপক কুমার গাইনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "উনি (কল্যাণ কুণ্ডু) আমার কাছে যে মেলটি পাঠিয়ে অভিযোগ জানিয়েছিলেন, তা উর্ধ্বতন কতৃর্পক্ষকে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। এবার তাঁরাই বিষয়টি দেখছেন।" উদাসীনতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "উনি যে থানায় অভিযোগ করেছিলেন, তাঁরাই এবিষয়ে যা তদন্ত করার করবে। ব্যাঙ্কের একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মানুসারে থানা থেকেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার কথা। কিন্তু এখনও পর্যন্ত থানার তরফে এবিষয়ে কতৃর্পক্ষের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। ওঁকেও আমরা থানায় গিয়ে একবার খোঁজ নিতে বলেছিলাম। কিন্তু উনি গিয়েছিলেন কি না বলতে পারছি না।"

বারাসত, ২০ ফেব্রুয়ারি : প্রায় দেড় মাস আগে ATM জালিয়াতির শিকার হয়েছিলেন বারাসাত নবপল্লির কল্যাণ কুণ্ডু (৬৪)। কিন্তু এখনও পর্যন্ত খোয়া যাওয়া টাকা ফেরত পাননি তিনি। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাঙ্ক কতৃর্পক্ষকেও বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুদত্তর পাননি। জীবনের শেষ সঞ্চয়টুকু হারিয়ে এখন মাথায় হাত কল্যাণবাবুর। ব্যাঙ্ক কতৃর্পক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন তিনি।

গত ৩০ ডিসেম্বর ২০১৮ মাঝরাতে কল্যাণবাবুর মোবাইলে একটি মেসেজ আসে। তখন তিনি ঘুমোচ্ছিলেন বলে টের পাননি। পরদিন সকালে আরও একটি মেসেজ আসে। মেসেজ খুলে দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে দু-দফায় মোট ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। সেদিনই দিল্লির কালকাজি থানায় অভিযোগ দায়ের করেন। সেইসঙ্গে বারাসতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কতৃর্পক্ষকেও পুরো ঘটনা বিস্তারিত জানিয়ে একটি ই-মেল পাঠান। দিল্লি থেকে ফিরে এসে ব্যাঙ্কে গিয়ে দেখা করেন। জানতে পারেন, তাঁর মেলটি উর্ধ্বতন কতৃর্পক্ষকে পাঠিয়ে দিয়েছেন তারা। টাকা ফেরত পেতে কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু দেড়মাস হয়ে গেলেও এখনও তিনি টাকা ফেরত পাননি।

ভিডিওতে শুনুন বক্তব্য

অন্যদিকে এবিষয়ে SBI-এর বারাসত হেলাবটতলা শাখার ম্যানেজার দীপক কুমার গাইনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "উনি (কল্যাণ কুণ্ডু) আমার কাছে যে মেলটি পাঠিয়ে অভিযোগ জানিয়েছিলেন, তা উর্ধ্বতন কতৃর্পক্ষকে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। এবার তাঁরাই বিষয়টি দেখছেন।" উদাসীনতার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "উনি যে থানায় অভিযোগ করেছিলেন, তাঁরাই এবিষয়ে যা তদন্ত করার করবে। ব্যাঙ্কের একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই নিয়মানুসারে থানা থেকেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করার কথা। কিন্তু এখনও পর্যন্ত থানার তরফে এবিষয়ে কতৃর্পক্ষের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। ওঁকেও আমরা থানায় গিয়ে একবার খোঁজ নিতে বলেছিলাম। কিন্তু উনি গিয়েছিলেন কি না বলতে পারছি না।"

Raju biswas,barasat.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.