গোপালনগর, 24 জুন : বৃদ্ধের অমতেই স্ত্রীকে তাঁর বাপের বাড়ি পাঠিয়েছিলেন ছোটো ছেলে ৷ বৃদ্ধ বাড়ি ফিরে সেকথা জানতেই ছেলের সঙ্গে অশান্তি শুরু করে ৷ ছেলেকে মারধরও করেন ৷ এমনকী, বৃদ্ধের মারে ছেলের মাথাও ফেঁটে যায় ৷ তখনই পালটা লাঠি নিয়ে বৃদ্ধকে এলোপাথাড়ি মারতে থাকে ছেলে ৷ তাতেই মৃত্যু হয় ওই বৃদ্ধের ৷ নাম সুশীল মজুমদার (62) ৷ গোপালনগর থানার আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুর গ্রামের ঘটনা ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মৃতের ছোটো ছেলে সুবোধকে ৷
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সুশীলের ছোটো ছেলে সুবোধ স্ত্রীকে বাপের বাড়িতে দিয়ে আসেন ৷ বিষয়টি জানতেন না সুশীল ৷ বাড়ি ফিরে পূত্রবধুকে দেখতে না পেয়েই ছেলের কাছে তাঁর খোঁজ করতে শুরু করেন সুশীল ৷ আর তখনই সুবোধের সঙ্গে সুশীলের অশান্তি শুরু হয় ৷ অশান্তি চলাকালীন সুশীল সুবোধকে চড় মারেন ৷ তারপর একটা লাঠি দিয়ে সুবোধের মাথায় মারে ৷ তাতেই মাথা ফেঁটে যায় সুবোধের ৷ তখন সুবোধও আর একটা লাঠি নিয়ে সুশীলকে এলোপাথাড়ি মারতে শুরু করে ৷ তাতেই মাটিতে লুটিয়ে পড়েন সুশীল ৷
অজ্ঞান অবস্থায় সুশীলকে নিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ স্থানীয়দের তরফেও জানানো হয়েছে, সাংসারিক বিষয় নিয়ে প্রায়ই ছোটো ছেলে সুবোধের সঙ্গে অশান্তি হত সুশীলের ৷ সেই সূত্র ধরেই গতকালও দু'জনের মধ্যে অশান্তি শুরু হয় ৷
এই ঘটনায় সুশীলের বড় ছেলে চিরঞ্জিত ভাই সুবোধের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছেন ৷ ইতিমধ্যে সুবোধকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাঁকে তিন দিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে ৷